নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবগুন্ঠিত কাপুরুষ

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

অনির্বাণ প্রহর

রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।

অনির্বাণ প্রহর › বিস্তারিত পোস্টঃ

গোর খোদক।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

প্রতি বর্ষায় আমার শহরে নেমে আসে

কিছু গোর খোদক।

গৃহচারিনী শষ্যের ক্ষেত থেকে পিল পিল

করে করে উঠে আসে কিছু মানবমুখী মাকড়শার দল

যাদের অগ্র পশ্চাতে লেগে আছে সুর্যের খেয়ে ফেলা অন্ধকার।



তারা আমার তৃষ্ণাকে খোঁড়ে, রাত্রিকে খোঁড়ে

শহরের গাছ,পাথর,বন্য যন্ত্রনা, পাথর মুখী মানুষ

আর মানুষের হাহাকার কে খোঁড়ে।

আমার বুকে কিছু সোনালী তিলক গুঁজে দেয়ার

কথা বলে গলা কাটে নি:সঙ্গতার

আর মেকি মেকি কাশফুল চাষাবাদের ক্যাওস জঙ্গলে

স্বপ্নের কঙ্কালের মুখে ঠেঁসে ভরে দেয় এক ধোঁয়া সিগারেট।



তারা আমাকে খোঁড়ে, তোমাকে খোঁড়ে

আমাদের গাভীর ওলানকে ক্ষত বিক্ষত করে ফিরে যায়

তাদের পিতার সুরম্য হেরেম খানায়

যেখানে ফিস ফাস করে হলুদ পাখীর চোখে

খোদাই করা হয় নারী এবং

মিঠে গোলাপের চাষাবাদ প্রনালী।

অতপর,আমরা শুষ্ক গাভী, পোড়া মাঠ,

নির্বীজ শিশ্ন আর বন্ধ্যা কুমারীদের জড়ো করে

নিজস্ব কবরগুলো খুঁড়ে শুয়ে পড়ি।



প্রতি বর্ষায় আমার শহরে মরে যেতে থাকে

কিছু উজ্জল বালক।

আর নগরীর সঙ্গমরত বেড রুম থেকে

শীৎকার ভেসে আসে

''আমরাও গোর খোদক ছিলাম মান্যবর''

এই দেখুন সুপ্রাচীন লাঙ্গলে খুঁড়ে খুঁড়ে যাচ্ছি

উর্বর নারী, অবলা চাঁদ আর সর্পিল নদী।

আর প্রতি মুহুর্তে প্রসব বেদনায় বর্ণিল মাটির

শরীর ছিড়ে বেরিয়ে আসছে আরেকটি সাপ

আরো একজন গোর খোদকের জন্ম হয়

একজন নারীর পায়ুপথে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বিষন্নতায় ভরা জীবনের কবিতা ! চমৎকার লিখেছেন !

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু। নিরন্তর শুভেচ্ছা রইল।

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মুগ্ধ হলাম আপনার কবিতায়। :)

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অনির্বাণ প্রহর বলেছেন: এই মুগ্ধতাগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। শুভেচ্ছা!

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত +++++++ রইল

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

অনির্বাণ প্রহর বলেছেন: গোর খোদকের দেশে স্বাগতম! অঞ্জলি পেতে গ্রহণ করলাম।

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: গুমোট একটা অন্ধকার গলা চেপে ধরে। চমৎকার কবিতা।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

অনির্বাণ প্রহর বলেছেন: হাসান মাহবুব ভাই, জানি এই সব গ্লসি অন্ধকারের গান আমরা লিখে চলি আবার আলো আলো বলে চিৎকার ছুঁড়ে দেই অব্যখ্যাত ঈশ্বরের মুখের উপর।
ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা!

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

অনির্বাণ প্রহর বলেছেন: ভালোলাগাটুকু এই পথিকের ঝোলায় পুরে নিলুম। ভাল থাকবেন।

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩

আসফি আজাদ বলেছেন: চমৎকার।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ বন্ধু, নিমন্ত্রণ রইল আমার বাড়ি। :)

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার কাহলিল জিবরান বিভাগে কোনো লেখা নেই। লেখাগুলোর লিঙ্ক দিয়ে দিন। আমি ওর Sand and Foam অনুবাদ করার চেষ্টা করছি। পোস্ট দিবো এক সময়। বেশ কিছু হোক।

এই কবিতা সম্পর্কে কিছু বললাম না। কিছু মনে করেন না।

ভালো থাকুন। সব সময়।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

অনির্বাণ প্রহর বলেছেন: আমি ব্লগে নতুন তাই নতুন মুখটি এখনো মুখস্ত করছি, :)
এখনো সব কিছু বুঝে উঠতে পারিনি। আর কাহলিল জিবরান নিয়ে একটা মাত্র পোষ্ট দিয়েছি এখানে Click This Link

সামনে আরো দেয়ার ইচ্ছা আছে। যাই হোক আপনিও কাহলিল জিবরান নিয়ে কাজ করছেন জেনে ভাল লাগলো, যত তাড়াতাড়ি পারেন পোষ্ট করেন।
ধন্যবাদ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

এরিস বলেছেন: তারা আমার তৃষ্ণাকে খোঁড়ে, রাত্রিকে খোঁড়ে
শহরের গাছ,পাথর,বন্য যন্ত্রনা, পাথর মুখী মানুষ
আর মানুষের হাহাকার কে খোঁড়ে।
আমার বুকে কিছু সোনালী তিলক গুঁজে দেয়ার
কথা বলে গলা কাটে নি:সঙ্গতার
আর মেকি মেকি কাশফুল চাষাবাদের ক্যাওস জঙ্গলে
স্বপ্নের কঙ্কালের মুখে ঠেঁসে ভরে দেয় এক ধোঁয়া সিগারেট।


এই লাইনগুলো ভাল লেগেছে সবচেয়ে বেশি।

ভাল লাগা জানিয়ে গেলাম অনির্বাণ।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

অনির্বাণ প্রহর বলেছেন: আমার ভালো লাগা লাইনগুলো আপনারও ভাল লেগেছে জেনে প্রীত হলাম। :)

......তারা আমাকে খোঁড়ে, তোমাকে খোঁড়ে
আমাদের গাভীর ওলানকে ক্ষত বিক্ষত করে ফিরে যায়
তাদের পিতার সুরম্য হেরেম খানায়
যেখানে ফিস ফাস করে হলুদ পাখীর চোখে
খোদাই করা হয় নারী এবং
মিঠে গোলাপের চাষাবাদ প্রনালী.....।

আপনার এই ভাল লাগাটুকু বুক পকেটে পুরে নিলাম, নিরন্তর ভাল থাকবেন।

৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

এরিস বলেছেন: কিছু মনে করবেন না অনির্বাণ। আমার জানার পরিধি খুব ছোট।

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

লেখাটা নিজের?

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

অনির্বাণ প্রহর বলেছেন: :D, এখানে মনে করার কিছু আছে কি??

হুম, লেখাটা এই অধমের উপরই নাজিল হয়েছিল একদা।

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি দারুন কবিতা লিখেন !

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

অনির্বাণ প্রহর বলেছেন: আরো একবার আলোড়িত হলাম আপু,আপনাদের অনুপ্রেরণা পেলে আরো লিখে যাব।

ভালবাসা পাইনি তাই
একান্ত রাত গুলোতে নিজের শরীরে হাত বুলিয়ে
পাঠ নিয়ে গেছি মায়ার।


ধন্যবাদ এইসব ভালবাসা ছড়িয়ে যাওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.