![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।
আজ রাতে মৃত্যুর মত শীতল কিছু শব্দে মুড়ে দিব তোমার শরীর
কিছু শান্ত অন্ধকারে ডুবে যেতে যেতে গিটারে মাখিয়ে নিব বিষাদ সিম্ফোনি
অন:ন্তর তুমি নেই তুমি নেই হাহাকারের ঠোটে প্রগাঢ় চুম্বনে কেঁদে উঠবে আমাদের অনাগত সন্তান
আজ রাতে নীল চুমুর আরকে ডুবিয়ে রাখবো দু'চোখ তোমার
আর সহস্রবার মৃত্যু শীৎকারে পৃথিবীর শেষ প্রজাপতির দীর্ঘশ্বাসকে ঝুলিয়ে রাখবো হিমিকার দোলনায়।
আজ রাতে তোমার শরীরেই ...লিখে যাব সকল কবিতা আমার!
বালিকা, হে প্রেমময়ী ঈশ্বর আমার!
তোমার চোখের ভাঁজে ভাঁজে যে সকল নৃত্য ঘুমিয়ে আছে
তার অগ্রন্থিত মুদ্রার বুকে আমি বসাবো আরেকটি বিষাদ মুদ্রা
তোমার শরীরেই লিখে যাব সকল কবিতা আমার, সকল আর্ত প্রার্থনা।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ আপু।
ভাল থাকবেন।
২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্ চমৎকার একটা কবিতা পড়লাম ! খুব সুন্দর !
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাকে আমার পোষ্টে পেয়ে অনেক ভাল লাগছে।
আশা করি ভবিষ্যতে সাথে পাব।
নিরন্তর শুভেচ্ছা রইল।
৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: তোমার চোখের ভাঁজে ভাঁজে যে সকল নৃত্য ঘুমিয়ে আছে
তার অগ্রন্থিত মুদ্রার বুকে আমি বসাবো আরেকটি বিষাদ মুদ্রা
তোমার শরীরেই লিখে যাব সকল কবিতা আমার, সকল আর্ত প্রার্থনা।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯
অনির্বাণ প্রহর বলেছেন: আমিও স্বপ্নবাজ!
আঙ্গুলের ভাঁজে নিসঙ্গ কলম
রঙ্গিন স্বপ্নের চূড়ায় কিছু বিষাদ ফসফরাসে লিখে চলি
একান্ত কথোপকথন।
ধন্যবাদ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২২
অনির্বাণ প্রহর বলেছেন: সকল সুন্দরের আয়নায় ভাস্বর হোক প্রতিটা সময়।
ধন্যবাদ।
৫| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আজ রাতে তোমার শরীরেই ...লিখে যাব সকল কবিতা আমার!
আপনি যে দূর্দান্ত লেখেন সেইটা আপনার জিব্রানের অনুবাদ পড়েই বুঝতে পেরেছিলাম! এই কবিতাটা পড়ে নিশ্চিত হলাম!
খুব ভালো লেগেছে আপনার কবিতা! পুরোটাই আবার কোট করবার মত! আপনার কাছ থেকে আরও অনেক কবিতা চাই!
শুভকামনা!
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ কবি পুরুষ।
মাস্তুলে যে সব মেঘ জমে থাকে
বালিকারা কলসি কাঁখে তার সুরভী নিয়ে হারিয়ে যায়
আর আমরা নগরীর চৌরাস্তায় ক্রুশ আঁকি
অতঃপর ঝাঁপ দেই বিষাদের চোখের ভেতর।
৬| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮
টুম্পা মনি বলেছেন: বালিকা, হে প্রেমময়ী ঈশ্বর আমার!
তোমার চোখের ভাঁজে ভাঁজে যে সকল নৃত্য ঘুমিয়ে আছে
তার অগ্রন্থিত মুদ্রার বুকে আমি বসাবো আরেকটি বিষাদ মুদ্রা
তোমার শরীরেই লিখে যাব সকল কবিতা আমার, সকল আর্ত প্রার্থনা।
অসাধারণ। খুব ভালো লাগল। হৃদয় ছোয়া কবিতা। অজস্র শুভকামনা কবি।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫
অনির্বাণ প্রহর বলেছেন: ওগো ঈশ্বর!
বুনো লতায় মন্দির সাজিয়ে বসে আছি
পাখিকে বলে দিয়েছি মালা বুনতে বিষাদের,
প্রার্থনার!
কোন এক নৈ:শব্দের কানে
আজান ছুঁড়ে দিয়ে বলছি
"লাব্বায়েক, লা শারিকালাকা লাব্বায়েক"
এক মাত্র সুগন্ধী আমি তোমার বেদীতে
আল হাবিব! ওয়া তা' তি মুররাত আখরা
কোন আরশে লুকিয়েছ সিংহাস?
শুভেচ্ছা রইল টুম্পামনি। অনেক ভাল থাকবেন।
৭| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
মাক্স বলেছেন: চমৎকার! ভালো লাগলো খুব!
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।
তবুও চিৎকার করে বলি
কিছু ক্ষত বিলিয়ে দিলে বিক্ষত হওয়ার ভয় আছে
তাই সময়ের আগেই কেটে পড়া উচিৎ
ফেরারী নির্জনতায় খেয়ে যাক সবটুকু
চোখের কোটরে বিষাদ বুনেছি
কাল গোলাপ হবে নিশ্চিত।
৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
অপর্ণা মম্ময় বলেছেন: আবার আসলাম আপনার পোস্টে কমেন্ট করতে। জানি না আপনি রেগুলার কি না সামুতে বা মূলত কবিতা লেখেন কিনা। আপনার আপত্তি না থাকলে আপনার এই কবিতাটা একটা সংকলনের জন্য নিতে চাই। বিস্তারিত দেখতে পারেন এই পোস্টে
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
অনির্বাণ প্রহর বলেছেন: আমি অনেক বেশী আপ্লুত, আপনার এত ভাল লেগেছে জেনে নিজেকে স্বার্থক মনে হচ্ছে। কবিতাকে আত্মায় ধারণ করেছি তবুও এই সব ভাললাগা গুলো আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়।
আমি ব্লগে নতুন, তবে এখন থেকে সামুতেই নিয়মিত লিখবো আর মূলত আমি কবিতা বিষয়ক লেখা লেখি করি। মাঝে মাঝে কবিতা লিখার চেষ্টা করি এই যা!
অবশ্যই নিতে পারেন। আমার একটা কবিতা পড়েই সংকলনে নিতে চাইছেন দেখে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে হচ্ছে।
আমার কিছুই দেবার নেই
কৃতজ্ঞতা ছাড়া।
৯| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
রাইসুল নয়ন বলেছেন:
তোমার শরীরেই লিখে যাব সকল কবিতা আমার, সকল আর্ত প্রার্থনা।
অসাধারণ সুন্দর!
আরও আরও কবিতা চাই কবি।
সালাম নিবেন!!!!
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই।
কবিতা, কবরের দরজায় দাড়িয়ে থেকে এক
জন কবির শব কে মাটি চাপা দেয়।
কবিতা নিষ্ঠুর,
রক্তে মিশিয়ে দিয়েছে 'পলাতক'
শব্দ গুচ্ছ।
তবুও কবিতা পান করেই টুপ
করে ডুবে যাব মরনে
আরেক নৈ:শব্দে
শুভকামনা রইল।
১০| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১
বোকামন বলেছেন:
ডুবে যেতে যেতে বিষাদ সিম্ফোনি
সহস্রবার বেঁজে উঠুক ...।
আপনার ব্লগ বাড়িতে আসবো প্রায়ই, কারণ বুঝতে পারছি কবিতা আপনি দারুণ লিখেন কবি !
শুভকামনা
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
অনির্বাণ প্রহর বলেছেন: খুলে রেখেছি পাজরের সকল দাঁড় টানার শব্দ
কোন ফেরীতে রেখেছো চোখ পথিক?
তোমার পায়ে কিসের গান শুনি ভিন্ন সুর?
কি এক স্নিগ্ধ কাজলিয়া চোখ ডাকে
শুধু বিষাদ নোটে টুকে রাখি সে সব কবিতা আমার।
শুভ কামনা মাথা পেতে নিলাম, আর সব সময়ের জন্য দরজার কপাটে স্বাগতম সেঁটে দিলাম।
১১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অন্যান্যরা কবিতা নিয়ে বলেছেন, আমি বলি শব্দের ব্যবহার নিয়ে। ভয় পাবেন না যেন। এমনিতেই আপনি ভাল লেখেন।
দিব/দিবো যখন ব্যবহার হবে তা ঠিক কবিতায় বেশি মানায় না। ব্যবহার করা উচিত দেবো।
আরেকটা ব্যবহার করেছেন শীৎকারে তাও মৃত্যুর সঙ্গে। শীৎকার কথাটার সঙ্গে কেবল যৌনতার সম্পর্ক রয়েছে। মৃত্যুর সঙ্গে এর ব্যবহার সঠিক মনে হয়নি আমার কাছে।
আপনি লিখেছেন-
বালিকা, হে প্রেমময়ী ঈশ্বর আমার
এখানে জেন্ডারের ত্রুটি আপনার দৃষ্টি এড়িয়ে গেছে মনে করি। যেহেতু বালিকার সঙ্গে হে প্রেমময়ী ব্যবহার করেছেন একই জেন্ডার বোঝাতে, তাহলে সে মোতাবেক ঈশ্বরী হবার কথা ছিল না?
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১
অনির্বাণ প্রহর বলেছেন: প্রথমেই আমার ব্লগে স্বাগতম।
আর কবিতা নিয়ে আপনার বিশ্লেষণ এর বিষয়ে কিছু বলি.......
'দেবো' নিয়ে চিন্তার অবকাশ নেই এটা মাথা পেতে নিলাম।
আর 'মৃত্যু শীৎকার' নিয়ে আমার ব্যাখ্যা হল সবাই 'মৃত্যু চিৎকার' বলে তবে মরণের সময়ে একজন মানুষ কি ব্যথা পায়?? আর ব্যাথা পেলেও সেটার ইন্টেন্সিটি কতটা??
মৃত্যুর সময়ে সেই ব্যথাটা চরম পুলকের মত সুখের হয় কিনা সেটাও আমরা জানিনা।
আর আসলে বিষয়টা হল টোটালি সুররিয়াল। এখানে অনুভুতির প্রকাশটা আমার কাছে একরকম কিন্তু পাঠকদের কাছে বিভিন্ন ভাবে ধরা দেবে।
আর কবিতাটা কামের, প্রেমের কবিতা কিন্তু সেই প্রেম লেখা হয়েছে বিষাদের নোট খাতায়, নির্জনতার শব্দ গুচ্ছে, তাই কবিতাটা বিষণ্নতার বিষে আক্রান্ত।
কবি, ঈশ্বরের কি জেন্ডার আছে?? পরমাত্মা যাকে বলা হয় তিনিই ঈশ্বর, প্রভু, আল্লাহ, ভগবান কিংবা সাঁই। যখন আমি প্রেয়সীকে পরমাত্মার সাথে তুলনা করলাম তখন বালিকা হয়ে গেছে ভগবান, নাকি ভগবানই আমার প্রেয়সী!
কে জানে!!!
ধন্যবাদ!! নিরন্তর শুভেচ্ছা রইল।
১২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২
মাহমুদ০০৭ বলেছেন: দারুণ ত !
অনেক ভাল লাগল
ভাল থাকবেন ভাই ।
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্য হলাম ভাই!!
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২
রোকসানা লেইস বলেছেন: বাহ