![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।
আমার পাশে বসে চুল আঁচড়ে যায় সান্ধ্য পিদিম।
গ্রীক এম্পিথিয়েটারের গায়ে যে সব মাকড়শা
গুহাচিত্র এঁকে যায় তাদের সাথে বাঘ বন্ধী খেলি,
নৈঃশব্দের প্যাটার্নে ঘুংগুর তুলে হেটে গেছে
গৃহবর্তিনী সুরেলা বালিকা সকল
আর আমি প্রেয়সীর গালে আছড়ে পড়ি।
হঠাৎ ফুলকুমারীর প্রসংগ আসতেই
আমাদের সামনে ঝুপ করে বসে পড়ে খুনে বিষণ্নতা
একে একে খেয়ে যেতে থাকে সফেদ বেলীফুল,
আবছায়া ল্যান্ডস্কেপ, মৌমাছির গুঞ্জরণ আর আমার
কাল কাল অক্ষর গুলোতে আমি পড়ে ফেলি
তোমার গ্রীবার ভংগিমায় লেগে থাকা প্রবোধের কথোপকথন।
-তুমি কবিতা লিখছো আমার পাশে বসে আবারো! আমিও কবিতা ভালবাসি, কবিতা আমার কাছের মানুষ। কিন্তু তাই বলে.........
-তোমাকেই তো লিখছি আমি, তুমিই কবিতা আমার। কবিতার জন্যে বিলীন করেছি অস্তিত্বের মায়াবী আদর আর ঈশ্বরের চোখে চোখ রেখে বলতে পারি,
'ক্ষমা কর ঈশ্বর পুরুষ, কবিতাকে ধারণ করেছি আপাদমস্তক
তাই তুমি ফেরারী হও'
অতঃপর তোমার চোখের নৈঃশব্দের ভেতর আমি হাঁটু গেড়ে বসলাম।
মেগাপিক্সেলে তুলে নিলাম শহুরে বালিকা আর্তনাদ
বেড়ালেরা গুটি গুটি পায়ে ফোয়ারা দেখতে চলে গেল
আর আমি পড়ে রইলাম তোমার গলার তিলে
ও তিল! ও কালো! আমাকে পায়রা আঁকা শেখাবি?
সহস্র বছর ডানার নেশায় খেয়ে গেছে সব
তবুও মানুষ এক একটা বিষাদ পাখী।
-আমার আংগুলের ভেতর অন্ধকার ঢুকে গেছে। ঐ দেখ নরম পায়ের বালকটি আমাকে দেখে পালিয়ে গেল।
-আমিই তো আছি তোমার চোখের কাল অক্ষরে, নরম আঁধারে তোমাকে শেখাবো চুমু বিষয়ক ভ্রমণ কাহিনী আর হারিয়ে যাওয়া বালকের মিথ।
আমি কবিতা লিখতে লিখতে প্রস্থান সময় হ্যাংগারে ঝুলিয়ে রাখি।
চকমকে করিডোরে গোলাপী বুঁনো ফুলে
সেলাই করে চলি মগ্নতা
তোমার চোখ দু'টি আমাকে দেবে কাজল প্রেমা?
আমি নিষিদ্ধ ওষ্ঠ ছোঁয়াবো ওহে বালিকা আমার।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
অনির্বাণ প্রহর বলেছেন: হুম, প্রথমটা কি বোর্ডের কারনে হয়েছে কিন্তু পরেরটা আমার জানা ছিলনা।
অনেক অনেক ধন্যবাদ কবি।
ভাল থাকবেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ও তিল! ও কালো! আমাকে পায়রা আঁকা শেখাবি?
সহস্র বছর ডানার নেশায় খেয়ে গেছে সব
তবুও মানুষ এক একটা বিষাদ পাখী।
চমৎকার কবিতা! অনেক ভালো লাগা রেখে গেলাম!
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
অনির্বাণ প্রহর বলেছেন: এটাকে আমি কবিতা বলতে রাজী নই কারন একটা কথোপকথন মাত্র। কিছু অন্যের সাথে কিছু নিজের সাথে আর কিছু জানিনা কার সাথে!!
অনে অনেক ধন্যবাদ, আমিও ভাল লাগায় আপ্লুত।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
বোকামন বলেছেন:
আমাদের সামনে ঝুপ করে বসে পড়ে খুনে বিষণ্নতা
একে একে খেয়ে যেতে থাকে সফেদ বেলীফুল,
কবি !
জানলাম আপনি কবিতার বিশ্লেষণাত্বক আলোচনায় নেই !
আপনাকেও জানাই, বোকামন কবিতা পড়তে ভালোবাসে, কবির চোখে-
সান্ধ্য পিদিম
মৌমাছির গুঞ্জরণ
প্রবোধের কথোপকথন দেখতে ভালোলাগে। এটাইতো কবিতা তাই না !
বিশ্লেষন করে কেন শুধু শুধু কবিতার ডানাগুলো কেটে দেবো ! অন্তত বোকামন তা করতে রাজি নয়...।
যদিও বোকামন নাহি বুঝে কবিতা, বলেন অনেকেই :-)
ভালো থাকুন সর্বদা :-)
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
অনির্বাণ প্রহর বলেছেন: হা হা হা, বোকামন কবিতা বুঝেনা এটা লোকে কি ভাবে জানে??
বোধের জায়গাটাতো সবার একান্ত নিজস্ব বিষয় তাই নয় কি? তাহলে বোকামন জানলেই হবে।
নিরন্তর শুভেচ্ছা রইল বোকামন কবি।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত আরেকজনকে পেলাম , যার প্রতিটা কবিতা পড়ে মুগ্ধ হবো বোধ করছি ! এই লাইনটা
অতঃপর তোমার চোখের নৈঃশব্দের ভেতর আমি হাঁটু গেড়ে বসলাম।
আমার ভিতরে হাটু গেড়ে বসে আছে !
অনবদ্য !
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বপ্নবাজ।
এই সব মুগ্ধতাগুলো যাদের চোখে লেগে থাকে সবসময় তাদের চোখে সবি সুন্দর হয়ে ধরা দেয়।
শুভেচ্ছা রইল।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
সায়েম মুন বলেছেন: আমি ঠিক কবিতা লিখতে পারি না। যারা এভাবে লিখতে পারে তাদের হিংসে হয়।
শুভকামনা থাকলো কবি। চালিয়ে যান।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৮
অনির্বাণ প্রহর বলেছেন: কবি আমি আপনার কবিতা পড়িতো তাই জানি আপনি কি লিখতে পারেন আর কি পারেননা!
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। খুবভাল লাগলো কবিতা। অপেক্ষায় থাকলাম আরো সুন্দর সুন্দর কবিতার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৯
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ বন্ধু।
অনেক ভাল লাগলো।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতার জন্যে বিলীন করেছি অস্তিত্বের মায়াবী আদর আর ঈশ্বরের চোখে চোখ রেখে বলতে পারি,
'ক্ষমা কর ঈশ্বর পুরুষ, কবিতাকে ধারণ করেছি আপাদমস্তক
চমৎকার এবং দূর্দান্ত লেখক আপনি কবি...
অনেক অনেক ভালোলাগা...।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু!! অনেক বেশী অনুপ্রাণিত হলাম!
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একটা মনে হয় অ্যাম্ফিথিয়েটার হবে।
আরেকটা হবে ঘুঙুর।
কবিতায় ভালো লাগা জানিয়ে যাই।