নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবগুন্ঠিত কাপুরুষ

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

অনির্বাণ প্রহর

রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।

অনির্বাণ প্রহর › বিস্তারিত পোস্টঃ

পাপাচারী ফুলদানি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

নামাজ পড়েছিলাম শৈশবে

'আসসালাতু খায়রুম মিনান নাউম'

শয়তানকে তাড়িয়ে আমাকে নিয়ে গেছে মসজিদে

আমি রুকুতে ছিলাম

আমি সেজদায় ছিলাম

তুমি মহিমান্বিত বলে ঘোষনা করে গেছি

এই শরীর এই জমিন এই সব নতমূখী ক্ষুধার্ত মুহূর্তগুলো সকলি তোমার।



শপথ, সকল পাপাচারী ফুলদানির

যার অগ্নিতে মিশে আছে গভীর সন্তাপের

সুগন্ধীতে মিশে থাকা পাপ।

শপথ, কৌমার্যের নাকে লেগে থাকা মিষ্টি শিশিরের

যেখানে অচঞ্চল ডানা ঝাপটে যায়

ব্যাতিচারী মরু ঈগল, কাম, সুঘভীর নারীদল।



আমি সেজদায় মৃত ছিলাম

রুকুতে উত্থিত হয়ে বারবার

যাত্রা ধরেছি সিক্ত উপত্যকায় যার শরীরে মিশে আছে

পাহাড়ী গাভির গন্ধ।

শিকারীর হাত নিয়ে অপেক্ষায় ছিলাম

কবে সূর্যের আগুন উত্তাপ নেমে যাবে

আমার উরুর নিহত চামড়ায়।



নামাজ পড়েছিলাম শৈশবে

তোমাকে পড়েছিলাম নারী!

তোমাকেই চেয়েছিলাম সেজদায়

কামে, উত্তাপে, জামাতে, সিক্ত মসজিদে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: বাহ দারুণ ত ! প্রিয়তে নিলাম ।
ভাল থাকবেন ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১০

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ মাহমুদ। আপনিও ভাল থাকবেন অনেক।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ!
শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.