নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবগুন্ঠিত কাপুরুষ

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

অনির্বাণ প্রহর

রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।

অনির্বাণ প্রহর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু হও আমার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫২



মায়াবতী!

কিছু অন্ধকার দেবে?

ঘুমোব।

জানালায় পিঠ ঠেকিয়ে রেখে

সকালকে বলে দাও চলে যেতে

মাথাটা ডুবিয়ে রাখ

মেঘে, তোমার গহীন চুলে।



একটু ঘুমোব

অনেক অন্ধকার চাই

আলোগুলো শুষে নাও চোখে

জোড়া পুর্ণিমায় ছোঁব

তোমাকে, তোমার শরীর



মায়াবতী!

মৃত্যু হও আমার।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: কি যেন একটা আছে আপনার লেখায় !

আমি যে সকাল খুঁজে বেড়াই !
রোদে -রোদে মায়াবতীর উড়ন্ত চুল দেখবো বলে !


মুগ্ধপাঠ কবি !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৬

অনির্বাণ প্রহর বলেছেন: কবি, কিছুই নেই! কিছুই থাকতে পারেনা, যা লিখি ছাইপাশ।
এখনো এমন কিছুই লিখতে পারিনি যা আমাকে বাঁচিয়ে রাখবে। মৃত্যু কে বড় ভয় আমার।
তবুও প্রতিনিয়ত মরে যাচ্ছি।

আমি কিছুই দেখতে চাইনা অন্ধকার ছাড়া, অন্ধকারেই নিজেকে সবচেয়ে ভাল দেখি তাই, নিজেকে অনেক ভালবাসি যে!!

অনেক অনেক ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তারপরও বলবো, আপনার আঁটোসাটো কবিতার চেয়ে খানিকটা ঢিলে-ঢালা কবিতায় বেশি সাবলীল আপনি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

অনির্বাণ প্রহর বলেছেন: জানিনা কিসে কবিতা হয় আর কিসে হয়না। তবে আমি নিরীক্ষণ ভালবাসি তাই বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছি।
ধন্যবাদ কবি ভাল থাকবেন, আপনার এই মতামত নিয়ে ভাবছি আমি।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহহ !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ বন্ধু, এভাবেই ভাল লাগা গুলো ছড়িয়ে পড়ুক।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

এহসান সাবির বলেছেন: বাহ বেশ তো লাগলো...........!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

অনির্বাণ প্রহর বলেছেন: আনন্দিত হলাম অনেক,
ভাল থাকুন, সজীব থাকুন সবসময়।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

ডট কম ০০৯ বলেছেন: অল্পের মাঝে অনেক কথা বলেছেন কবি।

ধন্যবাদ। আরো লিখুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

অনির্বাণ প্রহর বলেছেন: :)
সাধারণত আমি কথা বেশীই বলি কিন্তু চোখে ঘুম ছিল তো তাই
অল্পতেই সেরে দিলাম।
শুভেচ্ছা রইল সাথে আমার ব্লগ বাড়ীতে নিয়মিত আমন্ত্রণ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন।


আরো অনেক লেখা চাই......

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

অনির্বাণ প্রহর বলেছেন: প্রিয় বন্ধু, আপনাদের এই অনুপ্রেরণা সাথে থাকলে ভাল কিছু হয়তো দিতে পারবো।
তাই সাথে থাকুন, কাছে থাকুন।
ভালবাসা জড়িয়ে থাক সবসময়।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

আমিনুর রহমান বলেছেন:



অসাধারন ও অনন্য +++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১

অনির্বাণ প্রহর বলেছেন: শ্রদ্ধেয় ভাই, আপনার প্লাস ও ভালবাসার জন্যে কৃতজ্ঞ হয়ে রইলাম।
অনেক বেশী ভাল থাকবেন।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ ।৩য় +টা আমার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

অনির্বাণ প্রহর বলেছেন: সেলিম ভাই, প্লাসের জন্য ধন্যবাদ।
আপনারা পড়েন বলেইতো চেষ্টা করে যাচ্ছি।
শুভকামনা থাকলো।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। শুভকামনা কবি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

অনির্বাণ প্রহর বলেছেন: এই সব ভাল লাগা গুলো জমিয়ে রাখলাম, যাতে বিষাদ কালে সঙ্গ দিতে পারে।
আপনিও ভাল থাকবেন।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। অল্প শব্দে গভীর ব্যাপ্তি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

টুম্পা মনি বলেছেন: কবিতার আঁধার খুব ছুঁয়ে গেলো। অসম্ভব সুন্দর!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

অনির্বাণ প্রহর বলেছেন: জানিনা কতটুকু আঁধার প্রয়োজন আমার ঘুমাবার জন্যে!!!
তবে সেটা মৃত্যুতেই হবে জানি
তাই অপেক্ষায় আছি টুপ করে ডুবে যাবার।

নিরন্তর শুভেচ্ছা রইল।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা।

পরামর্শ -- একদিনে কয়েকটা লেখা পোস্ট দেয়া ঠিক না। হোক সেটা প্রথম পাতা থেকে চলে যাবার পরেও। পাঠকদেরও একজনের লেখা পড়ে হৃদয়াঙ্গম করার ব্যাপার আছে। ( এটা আমার মতামত এবং টপিক ছাড়া )

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

আসলে আমি এটা পোষ্ট করতামনা, আই মিন আমি জানতামনা যে এই কবিতা লেখা হবে! ভোর রাতে বসে এমনিতেই লেখা হয়ে গেল তাই ড্রাফটা শেয়ার করে দিয়েছি। হুম, আসলেও একই দিনে বেশী পোষ্ট করলে কিছুটা সমস্যা সৃষ্টি করে পাঠকদের জন্য।
অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

অদৃশ্য বলেছেন:





অনির্বাণ

চমৎকার লিখা... খুবই ভালো লেগেছে আমার...

ভাগ্যিস আমার ওখানে গিয়েছিলেন... আশাকরি নিয়মিত আপনার লিখাগুলো পড়বার সুযোগ হবে...


শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি!
আসলে আসা যাওয়ার মিথষ্ক্রিয়াই আমাদেরকে এই ভার্চুয়াল জগতে কাছে নিয়ে আসে, তাই সবসময় আমন্ত্রণ-নিমন্ত্রণেই দেখা হবে।

অনেক ভাল থাকবেন।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

রাইসুল নয়ন বলেছেন: মায়াবতী!
মৃত্যু হও আমার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

অনির্বাণ প্রহর বলেছেন: মাথাটা ডুবিয়ে রাখ
মেঘে, তোমার গহীন চুলে।


শুভেচ্ছা রইল রাইসুল নয়ন।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মাক্স বলেছেন: চমৎকার লিখেছেন!
ভালো লাগলো!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

অনির্বাণ প্রহর বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.