নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবগুন্ঠিত কাপুরুষ

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

অনির্বাণ প্রহর

রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।

অনির্বাণ প্রহর › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত প্রার্থনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

চাঁদ উঠেনি সেদিন।

গাঢ় নীল আঁধারে নিজের ছায়াকে ও

প্রেতাত্মা ভেবে ভুল করেছিলে তুমি।



অথচ আমি যে এসেছিলাম

বিরহী বাতাস হয়ে

ছুঁয়ে গেছি তোমার এলো চুল

তুমি একটুও বোঝোনি।



আজ পরাজিত জোছনায় আমার কান্নাগুলো

আলেয়ার মত নিমিশে মিলিয়ে যায়।



বুক জুড়ে দুঃখের আর্তনাদ

আজ যে জোছনা।

আমি আধাঁর, তাই পুড়ে যায় আমার দেহ

মায়াবী আলোয়,

তোমার জানালার শার্শিতে আমার আর্তনাদ

প্রতিধ্বনিত হয় শির-শির করে

আমি হারাই শত জনমের কষ্ট নিয়ে।



ওগো মেয়ে,

তাই প্রতি জোছনার রাতে

তোমার ফুলদানিতে একটু আঁধার জমিয়ে

রেখ ভালবেসে,

এ আমার বিমুর্ত প্রার্থনা

আজ এই চাঁদনী পসর রাতে।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ওগো মেয়ে,
তাই প্রতি জোছনার রাতে
তোমার ফুলদানিতে একটু আঁধার জমিয়ে
রেখ ভালবেসে,
এ আমার বিমুর্ত প্রার্থনা
আজ এই চাঁদনী পসর রাতে।

চমৎকার কবি! স্নিগ্ধ সুন্দর!

ভালো লাগা জানবেন!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
এই কবিতাটা অনেক আগে লেখা, লেখালেখির প্রথম দিকে লিখেছিলাম।
আপনার ভাল লেগেছে বলে ভাল লাগল।
ভাল থাকবেন।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সায়েম মুন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ছুঁয়ে গেল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
সময় করে এসে পড়ে যাওয়ার জন্য, আপনাদের এই সাথে থাকা আমাকে কৃতজ্ঞ করে তোলে।
ভাল থাকবেন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অথচ আমি যে এসেছিলাম
বিরহী বাতাস হয়ে
ছুঁয়ে গেছি তোমার এলো চুল
তুমি একটুও বোঝোনি।


-চমৎকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

অনির্বাণ প্রহর বলেছেন: প্রিয় কবি, আপনার মন্তব্যগুলো আমার পাথেয় হয়ে থাকবে।
তাই আপনার উপস্থিতি আমাকে আনন্দিত করে বারংবার, আশা করছি ভবিষ্যতে এভাবেই পথ দেখিয়ে যাবেন।
শুভেচ্ছা রইল।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর ! ভালো লেগেছে অনেক !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

অনির্বাণ প্রহর বলেছেন: গত কয়েকটা পোষ্ট লিখেছি প্রথম দিককার লেখাগুলো শেয়ার করে। এই কবিতাটাও অনেক পুরনো। এখন আর এভাবে লিখতে পারিনা, শব্দগুলো ভারী হয়ে আসে সাথে সাথে বিষাদ, নৈঃশব্দ আর অন্ধকার।

আপনাদের মুগ্ধতা দেখে আমি আরো জেগে উঠি, দৌড়ে চলার সাহস পাই।
অনেক শুভ কামনা থাকল স্বপ্নবাজ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

রাইসুল নয়ন বলেছেন:

কবি!!
পুরো কবিতাই কোট করার মত!!

তবে এই লাইনটা আমার বেশী ভাললাগছে-

তোমার জানালার শার্শিতে আমার আর্তনাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক দিন পর ফিরে আসার সুযোগ হল। এসে আপনাদের এই সব উপস্থিতি দেখে অনেক বেশী আপ্লুত। অনেক ধন্যবাদ কবি। :)

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

চাঁদ উঠেনি-ওঠেনি করে দেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

অনির্বাণ প্রহর বলেছেন: করে দিলাম হামা ভাই, অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার লেখা কি প্রথমবার পড়ছি?
অদ্ভূত সুন্দর।
শুভকামনা থাকলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

অনির্বাণ প্রহর বলেছেন: আমি লিখি তবে ব্লগে এতোটা আসা হয়না, ফেবু তেই নিজের পাগলামী নিয়ে বিজি থাকি। আর জীবনের দৌড় তো আছেই, তাই এই প্ল্যাটফরমে আসা হচ্ছে না তেমন।

অনেক ভালো থাকবেন।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

ভিয়েনাস বলেছেন: আজ পরাজিত জোছনায় আমার কান্নাগুলো
আলেয়ার মত নিমিশে মিলিয়ে যায়।
পুরো কবিতাটাই ভালো লাগলো। কেমন একটা আবেশ জড়ানো ভাব।

বসে বসে আপনার কবিতা গুলোর শিরোনাম পড়ছিলাম। ভালো লাগছিলো পড়তে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমি চেষ্টা করি আমার লেখায় একটা আবেশ তৈরী করতে আর এটাকেই আমি কবিতা বলি। নিরন্তর শুভেচ্ছা রইলো।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

অদৃশ্য বলেছেন:





এইটাই চমৎকার হইছে...



শুভকামনা...

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে।

বুক জুড়ে দুঃখের আর্তনাদ
। বুক জুড়ে আর্তনাদ বললেই দুঃখের ক্রন্দন বোঝায়। ‘দুঃখের’ কথাটা অতিরিক্ত সংযোজন মনে হয়েছে।

শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

অনির্বাণ প্রহর বলেছেন: হুম, দেখলাম! বিষয়টা ভাবলাম, এখানে কিছুটা বাহুল্য রয়েছে। ঠিক করে নিচ্ছি। পাঠে ধন্যবাদ।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর...

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। :)

১২| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

রাইসুল নয়ন বলেছেন:


কবি, কি হল আপনার?
কোথায় হারিয়ে গেলেন??

আশা করি ভালো আছেন।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

অনির্বাণ প্রহর বলেছেন: এইতো দাদা, বেঁচে আছি আর আসলে ব্যাস্ততার জন্য ঐ ভাবে আসতে পারছিনা। আজ অনেক দিন পরে আসলাম। আসলে ফেইস বুকেই আমি নিয়মিত হওয়ার কারনে ব্লগে এতোটা সময় দিতে পারছিনা, তবে এখন থেকে একটা ভারসাম্য রাখার চিন্তা করছি।

অনেক অনেক ধন্যবাদ ভাই, এই অধমকে স্মরণে রাখার জন্য। অনেক ভালো থাকবেন। :)

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

রাইসুল নয়ন বলেছেন:

নতুন কবিতা চাই!!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

অনির্বাণ প্রহর বলেছেন: হুম, আজই একটা পোস্ট করছি। :)


ভালো হকবেন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

উদাস কিশোর বলেছেন: যদিও পুরোনো লেখা , আজ পড়লাম
বেশ ভাল লাগলো

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আবারো আমন্ত্রণ রইলো আমার ব্লগ বাড়িতে।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.