নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবগুন্ঠিত কাপুরুষ

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

অনির্বাণ প্রহর

রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।

অনির্বাণ প্রহর › বিস্তারিত পোস্টঃ

শোক।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪



এই যে এত সব নন্দন কাননে ফুলেরা শৈশব হারা হয়, এই শোক কি এলাচ বৃক্ষের বুক থেকে মুছে যাবে? বিড়ালেরা ঝাঁক বেধে নাইতে যাচ্ছে হলুদ সরোবরে, তাদেরও নাকি জোস্নার ঘ্রাণ, মুছে নিতে হবে নাক থেকে।



একি শোক! নাকি অন্ধ প্রজাপতির, পাখির চোখে চুমু খেয়ে, জুরাসিক গুহায় বসে থাকা নগ্ন ডায়নোসোরের থির থির কান্না দেখে ফেলা! সব কিছু নাকি মরে যায়! হায়! আশ্চর্য হতাশার কোল, খালি হয়ে কোন পথে যেন চলে গেছে!



ওহে বালক, ওহে জন্ম আমার, তোমারো কি দুঃখ আছে! তোমারো কি মনে হয়, এই জাম বাগানে, আরো এক রাত হ্যাজাক আলোর পুঁথি পড়া হবে! কোথায় তুমি হে সবুজ রাত? আঙুলে কীসের শোক?

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

মিমা বলেছেন: ওহে বালক, ওহে জন্ম আমার, তোমারো কি দুঃখ আছে! তোমারো কি মনে হয়, এই জাম বাগানে, আরো এক রাত হ্যাজাক আলোর পুঁথি পড়া হবে! কোথায় তুমি হে সবুজ রাত? আঙুলে কীসের শোক?

পুরোটা বুঝতে পেরেছি কি না সন্দেহ আছে। #:-S তবে আপনার শব্দের ব্যবহার ও বাক্যগঠনের ধরন খুব ভালো লেগেছে!
কাহলিল জিবরানের আরও অনুবাদ চাই! আরও অনেক নিয়মিত লেখা চাই অনির্বাণ প্রহর।

লেখায় ভালোলাগা রেখে গেলাম।
শুভকামনা। :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

অনির্বাণ প্রহর বলেছেন: আমি বিস্মিত! আপনি এতোদিন পরেও মনে রেখেছেন আমার কাহলিল জিবরানের অনুবাদ!! সত্যিই এখন মনে হচ্ছে সামুতে এসে আমি অনেক পেলাম, যদিও আমার উপস্থিতি অনেক কম।

জিবরানের আরেকটা অনুবাদ করেছি, আর কিছু এডিট করে পোস্ট করবো কিছু দিনের মধ্যেই। অনেক ভালো লাগলো মিমা। :)

অনেক অনেক ধন্যবাদ!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

মামুন রশিদ বলেছেন: মিমা'র মন্তব্যের প্রতিধ্বনি আমিও করতে চাই । শব্দ চয়ন এবং বাক্য গঠনে অদ্ভুত ঘোর লাগা, যদিও অর্থ পুরোটা ধরতে পারিনি ।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, এই লেখাটার মজাই হচ্ছে এখানে, একটা আলো আঁধারির খেলা! :)

অনেক শুভেচ্ছা রইলো পাঠে।

ভাল থাকবেন।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

মায়াবী ছায়া বলেছেন: ভাল লিখেছেন ।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

অনির্বাণ প্রহর বলেছেন: কবিতা পাঠে শুভেচ্ছা রইলো। :)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৬

রাইসুল নয়ন বলেছেন:
কবি,পুরো লেখাটাই কোট করার মতো তবে পড়তে পড়তে শেষে এসে একটা ধাক্কা খেয়ে আমি আবার পূর্বের আমি হলাম।।

কোথায় তুমি হে সবুজ রাত? আঙুলে কীসের শোক?


উত্তরটা আপনার জানা থাকলে জানাবেন,অপেক্ষায় রইলাম।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

অনির্বাণ প্রহর বলেছেন: নয়ন দা, আমার আগের লেখার প্যটার্ণ চেঞ্জ হয়ে এখানে এসে ঠেকেছি। দেখা যাক কোথায় গিয়ে থামে। :)

আর এই উত্তর তো দেয়া আছে, এই যে শোক!



নিরন্তর শুভেচ্ছা রইলো।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

রাইসুল নয়ন বলেছেন:
প্রিয় কবি!!

আমি কিন্তু দুটো প্রশ্নেরই উত্তর জানতে চেয়েছিলাম!!
শোক সে তো আমিও জানি,কিসের?
সুখের নাকি বিষাদের!!
আর প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজ যখন সমস্ত হারাতে বসেছি তখন দেখি এমন রাত্রি খোঁজা অসুখ আমার একার না :)

কি আর করার,বাইরে অন্ধকার আমি দেখি কতটা গিলতে পারি।।

ভালো থাকা হোক।।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

অনির্বাণ প্রহর বলেছেন: হাহাহা! রাত্রি খোঁজার অসুখ আমাদের একার না!

অনেক শুভেচ্চা রইলো।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

ভিয়েনাস বলেছেন: অল্প একটু লেখা তবু পড়া শেষে ঘোরময় একটা নেশা থেকেই গেল।

চমৎকার শব্দের খেলা।

ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
ভালো থাকবেন!

৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

হাসান মাহবুব বলেছেন: গভীর লেখা। ভেতরটায় খাঁমচে ধরে।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।

এখনো শিখছি আপনাদের কাছ থেকে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: একি শোক! নাকি অন্ধ প্রজাপতির, পাখির চোখে চুমু খেয়ে, জুরাসিক গুহায় বসে থাকা নগ্ন ডায়নোসোরের থির থির কান্না দেখে ফেলা! সব কিছু নাকি মরে যায়! হায়! আশ্চর্য হতাশার কোল, খালি হয়ে কোন পথে যেন চলে গেছে!

মুগ্ধপাঠ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.