নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবগুন্ঠিত কাপুরুষ

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

অনির্বাণ প্রহর

রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।

অনির্বাণ প্রহর › বিস্তারিত পোস্টঃ

কাফকার ডাইরি।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০





শিকারের ব্যার্থতায় চলে যাচ্ছে এক অন্ধ জোনাক, উড়ে যাচ্ছে, কোথায়? যেখানে নিঁখোজ ঋতুর খোঁজে আসেনা, না-অন্ধ, না-চিঠি, না-তীর্থযাত্রী। ভেসে যাচ্ছে, মাঠ থেকে মাঠে, গেঁথে আলোর পারদে, লেবু ঝোপে, রাতের ধমনীতে। আর কত যে সবুজ ক্রিস্টালের গুঁড়ো লেগে আছে আমাদের কমলা বাগানে! পৃষ্ঠায়-পৃষ্ঠায়।



-ওহে জোনাক, ওহে অন্ধ আলো! কি দেখলে সভ্যতা?



-বৃত্তাঙ্কন বোঝো? চতুর্ভুজ?



-হ্যাঁ, সেতো অনেক পেরেছি! পারি।



-তবে, বৃত্ত থেকে চতুর্ভুজে যাও, ভেঙ্গে ফেলো। কফি পান করে সংলাপ সেরে নাও ঈশ্বরের সাথে। এই সব জলা-জঙ্গলের রাস্তায় তুমি কে হে অশ্লীল কাফির? অস্রাব্য সব পাথর ছুঁড়ে যাচ্ছো!



-কাফকার ডাইরিটা হারিয়ে ফেলেছি তাই খুঁজতে এলাম।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

শরৎ চৌধুরী বলেছেন: সে এক অনবদ্য গলে পড়া সময়ের গান।++++।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আমরা তো গলে পড়া সময়ের বরফ খন্ড হাতে নিয়ে চলছি কোন এক মোম জঙ্গলে।


পাঠে নিরন্তর শুভেচ্ছা!

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: কাফকার ডায়েরির জাদুবাস্তবতায় তমসাশাবল দিয়ে নিলাজ আলোর বৃত্ত ভাঙার চিত্র। ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

অনির্বাণ প্রহর বলেছেন: হামা দা! আহ! জাদুবাস্তবতায় প্রতিনিয়ত বুঁদ হয়ে থাকি!!
ঈশ্বরের বুকে শাবল চালিয়ে নিজের পরিচয়টা খুঁজে পেতে লেগে আছি আজ অবধি। :)


অনেক ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

লেখোয়াড় বলেছেন:
লেখাটা যেমন ছবিটাও তেমন।

বয়সের ভারে সভ্যতা ন্যূজ হয়নি, কালের মহাযাত্রা আটকাবে কে?

ভাল থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

অনির্বাণ প্রহর বলেছেন: নিরন্তর শুভেচ্ছা রইলো!
লেখোয়াড় আপনার লেখা পড়তে আসছি এখুনি।
ভাল থাকুন।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

সকাল রয় বলেছেন:

আর কত যে সবুজ ক্রিস্টালের গুঁড়ো লেগে আছে আমাদের কমলা বাগানে! পৃষ্ঠায়-পৃষ্ঠায়!

চমৎকার!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

অনির্বাণ প্রহর বলেছেন: শুভেচ্ছা রইলো কবি। :)



কবিতা পাঠে কৃতজ্ঞতা।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

সকাল রয় বলেছেন:

আর কত যে সবুজ ক্রিস্টালের গুঁড়ো লেগে আছে আমাদের কমলা বাগানে! পৃষ্ঠায়-পৃষ্ঠায়!

চমৎকার!

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

সকাল রয় বলেছেন:

আর কত যে সবুজ ক্রিস্টালের গুঁড়ো লেগে আছে আমাদের কমলা বাগানে! পৃষ্ঠায়-পৃষ্ঠায়!

চমৎকার!

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কাফকার ডাইরি পেলে আমাকে পড়তে দিও।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

অনির্বাণ প্রহর বলেছেন: নেক্সট টাইম টি এস সি তে আসলে তোরে ফোন দিবো, বাইরাইস! নো কাজ কাম!


তখন কথা হইবো মেটামরফোসিস কাফকা বিষয়ক!
:)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ!

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন এবং দূর্দান্ত!

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য গদ্য কবিতা !
ভাব আর ভাষার গভীরতায় আটকা পড়ে গেলাম ! ]

কফি পান করে সংলাপ সেরে নাও ঈশ্বরের সাথে। এই সব জলা-জঙ্গলের রাস্তায় তুমি কে হে অশ্লীল কাফির? অস্রাব্য সব পাথর ছুঁড়ে যাচ্ছো!

খুব চমৎকার !

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

বেলা শেষে বলেছেন: কাফকার ডায়েরি.............

১২| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষন্ন ছোপ ছোপ মঙ্গল দ্রোহ আর অভিলাষে ৷


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.