| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেন্সিল চোর
চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পর ধরা !!!!!
৫ নং প্রঃ উঃ
গরু একটা প্রাণীর নাম । গরু অনেক উপকারী একটা প্রাণী । গরুর ৪ টি পা থাকায় কোন হাত নাই । হাতের দরকারও নাই । গরুর দুইটি চোখ , একটি নাক , দুইটি কান , কিছু দাঁত , একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে । বিভিন্ন কালারের গরু এই দুনিয়াতে আছে । গরু দেখতে সাদা , কালো , লালা , সাদাকালো প্রিন্টের ইত্যাদি রঙ্গের হয় । কালো গরুর দাম অন্যান্য গরু থেকে হালকা বেশি । গরুর মাথা থেকে সব গরুর মাংস । পাছার মাংস একটু দামী । রানের মাংস বেশি দামী এবং বুকের মাংস কম দামী হয় । গরু সাধারণত ৩ প্রকার হয় ।
১. বেরেশ গরু ;
২. বলদ গরু ;
৩. গাই গরু ;
বেরেশ গরু বেশি গরম হয় আর রাগ মারাত্মক বেশি যার কারনে নাকে চিকন দড়ি লাগাতে হয় । বলদ গরু শান্ত হয় । আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জনম দেয় । গাই গরু সাধারণত মেয়ে গরু হয় । গরুর গোবর আর পেশাব জমি উর্বর করে । গরু দিয়ে হাল চাষ করা যায় । গরু লোকসংখ্যা কমাতে সাহায্য করে । কারন গরুর মাংস খেয়ে হার্ট এসটোরক , এলারজি , এনথাক্স হয়ে মানুষ মারা যায় । কোরবানির ঈদে গরু অনেক দামে বিক্রি হয় । আমাদের একটা গরু আছে । প্রতিদিন সকালে মাঠে গরু বেঁধে আসি আর সন্ধ্যায় বাসায় নিয়ে আসি । গরুর রিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না । আল্লাহ্ সব গরুকে বেহেস্ত নসিব করুক ।
উপরোক্ত রচনার নাম্বার হচ্ছে ১০ ।
আপনারা শিক্ষক হলে এই রচনার জন্য ১০ এ কত নাম্বার দিতেন?
কে লিখেছে এইটা বড় না । কথা হচ্ছে রচনা কেমন হয়েছে!!
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
পেন্সিল চোর বলেছেন:
২|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মাক্স বলেছেন:
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
পেন্সিল চোর বলেছেন: নাম্বার তো দিলেন না স্যার!!!
৩|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সািকল খান বলেছেন: খারাপ হয় নাই, আমার কাছে খাতা আসলে ৬ দিতাম।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
পেন্সিল চোর বলেছেন: ৬ নাম্বার!!!!!!!
খাইসেরে!!! মেলা নাম্বার
ধন্যবাদ ভাইয়া
৪|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: গরুর দুইটি চোখ , একটি নাক , দুইটি কান , কিছু দাঁত , একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে!
আমি টিচার হলে আমাকে হাসানোর জন্য তাকে ১০/১০ দিতাম। বাচ্চা ষ্টুডেন্ট হলে কাছে নিয়ে আদরও করে দিতাম
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
পেন্সিল চোর বলেছেন:
আমার মতে ১০ এ ১০ দেয়া যেতে পারে কারন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে রচনায়। আর অনেক স্বল্প পরিসরে অনেক কিছু বুঝানো হয়েছে।
ধন্যবাদ টিচার!
৫|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মাতবার বলেছেন: -৭ এর বেশি দিমু না
আমিও লেখছিলাম বছর ২ আগে পইড়া দেইখেন কত দেয়া যায়![]()
![]()
![]()
![]()
একটি গরুর রচনা ![]()
![]()
![]()
![]()
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
পেন্সিল চোর বলেছেন: আমি তো ভাই ইসটুডেন্ট!
নাম্বার দেই কেমতে! তবুও দিসি দেখেন গিয়া
৭ নাম্বারও কম না!
৬|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন:
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
পেন্সিল চোর বলেছেন: খালি হাসলেই চলবো!
নাম্বার কই!!
৭|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০
বিডি আমিনুর বলেছেন: আমি ১২ দিতাম ২ বোনাস
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
পেন্সিল চোর বলেছেন:
ভাই আপনে টিচার হইলে পলাপাইন আপনারে মাথায় তুইল্লা রাখত
ধন্যবাদ স্যার
৮|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: গরুর চিত্র কই? চিত্র ছাড়া এন্সারে নাম্বার কম
।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭
পেন্সিল চোর বলেছেন: ভাই,
পলাপাইন মানুষ ।একটু ভুল হইয়া গেসে।
৯|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
মাক্স বলেছেন: কেডায় কৈসে নাম্বার দেই নাই?![]()
![]()
প্লাস দিলাম না!![]()
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
পেন্সিল চোর বলেছেন: ১০ এর মইধ্যে কত? ঐডা জানলেন ছাইসিলাম স্যার
১০|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
মাতবার বলেছেন: ভাইরে আমি তো ৭ দিছি তয় মাইনাস ৭ ![]()
সামুতে মাইনাস নাই তো
তাই মাইনাসে না খাইতে পাইয়া শুকাইয়া গেছে ![]()
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১
পেন্সিল চোর বলেছেন:
আমি আপনের পোস্টে পিলাচ দিলাম এবং প্রিয়তেও নিলাম!!
আর আপনে -৭ দিলেন ভাই!!
থাক এইডাও একটা মার্ক!
১১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮
গান পাগলা বলেছেন: হাসমু না নাম্বার দিমু।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
পেন্সিল চোর বলেছেন: ভাই আগে নাম্বার !!
পাশ করা জরুরী
১২|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: ২
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
পেন্সিল চোর বলেছেন:
স্যার আরেকটু বাড়াইয়া দেননা প্লিজ!!!
১৩|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
মাতবার বলেছেন: কই ভাই আমার রচনায় ১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩ পর কোন কমেন্টস তো দেখতাছিনা ![]()
আরে ভাই মাইন্ড খাইয়েন না ![]()
ধরেন আপ্নেরে ১১৩.৫৬ মার্ক দিলাম ![]()
খুশিতো।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
পেন্সিল চোর বলেছেন: ভাই মার্ক কমেন্টে না প্রিয়তে আর ভালো লাগায় দিয়েছি। আপনার পোস্ট মনে হয় ড্রাফ্ট এ চলে গেছে। একটু চেক কইরেন প্লিজ।
মহা খুশি এখন।
ধন্যবাদ স্যার।
১৪|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫
স্বপ্নক বলেছেন: সৃজনশীল হওয়াতে ১০ এ ১০।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
পেন্সিল চোর বলেছেন: জী স্যার!!
স্যার থেঙ্কু
১৫|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
মাতবার বলেছেন: ইন্না.... কন কি ভাই আমার তাজা পোস্টারে মাইরালাইনেন ![]()
তয় খুশির খবর এই পোস্ট এখনও বাইচা আছে ![]()
আর ভাই স্যার বলিয়া এই অধমরে লইজ্জা দিবেন না ![]()
জীবনে এক্কান টিউশনিরও অভিজ্ঞতা নাই ![]()
এই অধমের পোস্ট ভাল লেগেছে ,এই জন্য আপ্নেরে + ভাবিরে অনেক অনেক ধইন্না, তেজপাতা, এলাচ, দারুচিনি ........................... দিলাম
বন্ধের দিনে দাওয়াত দিয়েন, কষ্ট কইরা আইসা খাইয়া যামুনে ![]()
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
পেন্সিল চোর বলেছেন: কইছিলাম না যে রচনায় শিক্ষক হিসেবে মার্ক দিতে!!
হেল্লাইগা স্যার কইলাম।
১৬|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
বনলতা মুনিয়া বলেছেন: গরুর রিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না । আল্লাহ্ সব গরুকে বেহেস্ত নসিব করুক
আমি দিমু ৪.৫০
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
পেন্সিল চোর বলেছেন: আমিন। ৪.৫!!!! চলে!!
থেঙ্কু মেম!!
১৭|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
স্পেলবাইন্ডার বলেছেন: Click This Link
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
পেন্সিল চোর বলেছেন: জী ভাইসাব
১৮|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
স্বাধীন জামিল বলেছেন: ৫ দিলাম। সাহিত্যের কল কব্জা আরো টাইট করা বাঞ্ছনিও । । ।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪
পেন্সিল চোর বলেছেন: হুম আমারও তাই লাগে
১৯|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১
বনলতা মুনিয়া বলেছেন:
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
পেন্সিল চোর বলেছেন:
২০|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
একজন আরমান বলেছেন:
আমি ১০ দিতাম।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
পেন্সিল চোর বলেছেন: আমিও ১০ দিতাম
২১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭
নাহিদ সৈকত বলেছেন: ১০ এ ১০
বাংলালিংক দামে নাম্বার দিয়া দিলাম...
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
পেন্সিল চোর বলেছেন: নাম্বারটাও শেষমেশ বাংলালিংক দামে!!!!!!
২২|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২
মাক্স বলেছেন: সাড়ে নয় দিলাম। দশ দিলে অন্যরা ভাবব পারশিয়ালিটি করসি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
পেন্সিল চোর বলেছেন: এইবার ঠিক আছে স্যার।
পোলার লেখা সার্থক হইছে
২৩|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
কাজী মামুনহোসেন বলেছেন: ১১ দিলাম লগে কয়েকটা পিলাস ও দিলাম..
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
পেন্সিল চোর বলেছেন: খাইসেরে!!
যে লেখছে হে তো লাফাইব
২৪|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০
শান্তা273 বলেছেন: ১০ এ ১০
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
পেন্সিল চোর বলেছেন:
২৫|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
এম হুসাইন বলেছেন: যে বয়সে রচনা লিখার কথা, সে অনুসারে পাকনামি টা একটু বেশিই হইয়া গেছে-----
তাই ১০এ ১১ দিলাম----------
ভাল্লাগছে।
পেন্সিল চোর আছেন কেমন?
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
পেন্সিল চোর বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
এখন পোলায় লেইখা ফেলসে, কি আর করা
আমি ভাই সবসময় বিন্দাজ থাকি। আপনি কেমন আছেন?
২৬|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২
এম হুসাইন বলেছেন: আছি ভাই, জোস
ভালো থাকেন সব সময় এই কামনা করি।
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
পেন্সিল চোর বলেছেন: থেঙ্কু ব্রাদার
২৭|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
হাসি .. বলেছেন: পরিক্ষার খাতায় লিখেছেন নাকি?
৬.৫
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
পেন্সিল চোর বলেছেন: আমি না আপু
আর এই রকম রচনা লিখলে আমার কপালে যে কি থাকতো কে জানে!!
মারকিং ভালো দিয়েছেন।
২৮|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! সেই রকম হইছে
প্লাস দিসি, বুইজা নেন কতো দিসি
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
পেন্সিল চোর বলেছেন: বুইঝা লিলাম
২৯|
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
অচিন.... বলেছেন: 3.5
![]()
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
পেন্সিল চোর বলেছেন:
৩০|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
পেন্সিল চোর বলেছেন:
৩১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন:
![]()
১০! হাসানোর জন্য বোনাস +।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
পেন্সিল চোর বলেছেন: মারকিং পারফেক্ট হয়েছে
৩২|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
সপ্নাতুর আহসান বলেছেন: পোনে ৭
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
পেন্সিল চোর বলেছেন: এইডা কেমুন মারকিং স্যার???
৩৩|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
১১স্টার বলেছেন: ১০/১০
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
পেন্সিল চোর বলেছেন: ১১ দিলে আপনার নামের সাথে জটিলভাবে মিলে যেত
৩৪|
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন: ৯ মার্ক, বানান ভুলের লাইগ্যা ১ নম্বর কাটা। ![]()
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
পেন্সিল চোর বলেছেন: সরি স্যার, বানানগুলা যে কেমনে ভুল হইয়া গেল!!!
৩৫|
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
রিফাত হোসেন বলেছেন: কানপট্টির মধ্যে বাজাইয়া বলতাম, গরু চিনতে ভুল করস নাই !
খুশি মনে ১০ এ ১০ই দিতাম্ ![]()
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
পেন্সিল চোর বলেছেন: আপনার কমেন্ট পড়ে হাসতেই আছি
৩৬|
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মৃত্যুঞ্জয় বলেছেন: ১০/১০
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
পেন্সিল চোর বলেছেন: রচনা লিখা সার্থক হয়েছে
৩৭|
২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০ এর মধ্যে প্রায় ৪৫০ দশমিক ৫৪ নম্বর ??????????
![]()
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
পেন্সিল চোর বলেছেন:
৩৮|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
মৃত্যুঞ্জয় বলেছেন: আপনাদের উতসাহে আমিতো একখান কবিতা লিখে পেলছি
একটু বুল্বা কিমুন হইচে ![]()
পারিনা (বাচ্চা গো ছড়া)
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০
পেন্সিল চোর বলেছেন: দেখতাছি খারান!
৩৯|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
গৃহ বন্দিনী বলেছেন: দুই বা আড়াইয়ের বেশি দেয়া যাইব নাহ ।।
আর চেষ্টা করতে হইবে । :-< :-< :-< :-<
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
পেন্সিল চোর বলেছেন: স্যার আরেকটু বাড়াইয়া দেওন যায় না!!!!!!!!!!
৪০|
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বেলা শেষে বলেছেন: BrotherPencil, you are The best!
but "Letter to Mother" is "SuperBest"!!!
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
পেন্সিল চোর বলেছেন: thank you brother
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
রাতপাখি বলেছেন: Click This Link