![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
An average person, always lack of perfection
অস্তমিত সূর্যের আকুতি শুনেছো কখনো?
কিংবা, কর্তিত বৃক্ষের প্রতিটি পত্রের ক্রন্দন?
নিরব আর্তনাদ যেমন পৌছেনা মানব কর্ণকুহরে।
আমার প্রতিটি নি:শ্বাস বেয়ে ঐ পত্রের ক্রন্দন ঝড়ে,
আমার প্রতিটি লোমকূপ নিশ্চুপ আহাজারি করে,
তোমার নির্লিপ্ত কানে তেমনি তা পৌছে না।।
লোকে বলে ঝর্ণা, আমি বলি পাহাড়ের কান্না,
লোকে বলে বৃষ্টি, আমি বলি আকাশের কান্না
নির্বোধ লোক, তামাশায় মজে থাকে,
কান্নার বার্তা পাথুরে হৃদয়ে কম্পন তোলে না।
আমার প্রতিটি কোষের ক্রন্দন, মিশে আছে রক্তে
আমার আত্মার ক্রন্দন, মুছে যায় বোবা চাহনীতে
চোখের জল, সে তো সামান্য
কান্নার সাগর বয়ে চলে ভিতরে, তুমি জানো না, তুমি বুঝো না।।।
©somewhere in net ltd.