নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বই, থুক্কু আমার ব্লগ

আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা না করে আমার আশে-পাশের মানুষদের জিজ্ঞাসা করুন।

নিয়ন আধাঁর

কি লিখব আজ ভেবে না পাই, পথ হারিয়ে আজ কোন ব্লগে যাই.।.।.।.।.।।

নিয়ন আধাঁর › বিস্তারিত পোস্টঃ

সোনারগাঁ এবং তাজমহল কিভাবে যেতে হয়??

২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭

নারায়নগঞ্জের সোনারগাঁ এবং তাজমহল যেতে চাই। কিন্তু কিভাবে যাব??? গুলিস্তান থেকে সেতু পরিবহন, দোয়েল পরিবহন, স্বদেশ পরিবহন যায়। কোন বাসে গেলে সুবিধা হবে?? কোথায় নামব?? বাস স্ট্যান্ড থেকে জাদুঘর বা তাজমহল যাবার পদ্ধতি কি??

দয়া করে জানালে কৃতজ্ঞ হব।।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৩

র হাসান বলেছেন: মোগরাপাড়া চৌরাস্তা নামবেন যেই বাসেই যান। বাম দিকের রাস্তায় রিকশা নিয়ে চলে যাবেন লোকশিল্প জাদুঘর। সেখান থেকে ঘুরে আবার রিকশায় পানাম নগর এবং গোয়ালদি মসজিদ।

আর যাওয়ার আগে সোনারগাঁয়ের ইতিহাস সম্বন্ধে জেনে নিবেন অবশ্যই -

সোনারগাঁ ভ্রমনের সমস্ত তথ্য

আর তাজমহল একটা ফালতু ডামি সাইট। এতে দেখার মত কিছু নাই।

২| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৭

আমিতপু বলেছেন: জাইয়েন্না ভাই। ট্যাকা মাইর যাইব আর মেজাজ বিলা হইব। এক্কেরে ফালতু।


র হাসান বলেছেন: আর তাজমহল একটা ফালতু ডামি সাইট। এতে দেখার মত কিছু নাই।

৩| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওই তাজমহলে গিয়া হতাশ হবেন।

রাজমিস্ত্রি দিয়ে বানালেই মহল হয় না,
আর্কিটেক্ট লাগে।

৪| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৫

শ্রীঘর বলেছেন: Taj mahal na gia langolbondh jan. Gulistan theke shodesh poribohone soja langolbondh. Shekhan theke ricshaw dia bazar jan. Ar bazar ghat theke issa korle a journey by boat to kaikartek jan. Kaikartek theke mograpara asa jay. And gulistaner bus pawa jay. :( jotil lagbo. A boat without an engine.

৫| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৭

ব্লগার ভাই বলেছেন: যতটা খারাপ শুনিছিলাম। আমার কাছে কিন্তু ততটা খারাপ লাগেনি











৬| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৮

নিয়ন আধাঁর বলেছেন: ধন্যবাদ। কিন্তু কেউ কি বলতে পারবেন জাদুঘর বন্ধ থাকে সপ্তাহের কোন কোন দিন??

৭| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৫

ইকরাম বাপ্পী বলেছেন: ঈদ উপলক্ষে এই সপ্তাহ পুরা খোলা থাকার কথা। নীলক্ষের থেকে বোরাক বাসে করে জেতে পারবেন। শাহবাগ হয়ে যায় বাসটি।

আর তাজমহল নিয়া গোলাম দস্তগীর লিসানি এর করা মন্তব্য ঠিক। তবে এর ভেতরের বাগানে বসে হয়তো একটু ভালো লাগতে পারে কিন্তু এই ভালো লাগা সোনার গাঁ তেই লাগাইতে পারবেন। খাবার নিয়ে যেতে পারলে ভালো। কেননা সোনার গাঁ এর সামনের খাবারের দোকানগুলা মনে করে তারা ৬স্টার হোটেল দিসে ওখানে... ... X( X( X( X( X( X( X(( X(( X((

বেটাদের তুলাধুনা করতে পারলে মজা লাগতো X(( X(( /:) /:)

৮| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৬

কেনজিয়া বলেছেন: হেটে, গাড়িতে, সাইকেল চড়ে যেতে পারেন। B-)) B-)) B-))

৯| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৩২

শরীফ মহিউদ্দীন বলেছেন: বাথরুমে টাইলস আছেনা?? থাকলে বাথরুমে বইসা থাকেন। একই ফিলিংস পাবেন। আর ওইটা তাজমহল না বাথরুমের টাইলস মহল। ঐখানে গিয়া ঈদের সময় পোলাপাইনের মন খারাপ কইরা দিয়েন না

১০| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৩

ইকরাম বাপ্পী বলেছেন: দুঃখিত নীলক্ষেত হবে

১১| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬

আজনবী বলেছেন: ভাইজান, সোনারগাঁও অবশ্যই যাবেন, পনাম নগরও দেখে আসবেন। তবে খবরদার তাজমহলের নামও নেবেন না।

আমি আগ্রার তাজমহল দেখেছি। আর এই জঘন্য জায়গাতেও গেছি, সঙ্গীসাথীদের সাথে বাধ্য হয়ে। বাঙ্গালি হিসেবে নিজের কাছে খুব লজ্জিত হয়েছি। জঘন্য বলছি এজন্য যে, এটার নাম তাজমহল দেয়া হয়েছে। অন্যকোন নাম দিলে আমার কোন আপত্তি ছিল না।

আমরা এভাবে মানুষকে ধোকা দিতে পারি?
এভাবে আমরা তাজমহলের মত অসাধারণ অমর সৃষ্টিকে অবমাননা করতে পারি?

সেম, সেম, সেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.