নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইলুসন! কোন লেখা শেয়ার করলে দয়া করে আমার আইডি উল্লেখপূর্বক শেয়ার করবেন।

ইলুসন

Sometimes people dont want to hear the truth because they dont want their illusions destroyed. Friedrich Nietzsche

ইলুসন › বিস্তারিত পোস্টঃ

কলেজের এক ম্যাডামের প্রেমে পড়ছি। আপু, ভাইয়ারা একটু উপদেশ দেন। :!>

১২ ই মে, ২০১১ রাত ৯:৪৭







অনেকদিন সামুতে কোন পোস্ট দেই না। তবে আজকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার না করে থাকতে পারলাম না। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই সকালের একটাও ক্লাস করতে পারলাম না। ঘুম থেকে উঠে যখন দেখলাম ওয়ার্ডে যাওয়ার টাইম নাই আর তখন ভাবলাম, ধুরু আজকে আর কলেজেই যামু না। X(( কিন্তু হঠাৎ মনে হল আজকে সাইকিয়াট্রি ক্লাস আছে, এই ক্লাসে না গেলে নাকি পরে ঝামেলা করে স্যার। এই জন্য কষ্ট মষ্ট করে কলেজে দৌড় দিলাম। যথারীতি আমি যাওয়ার আগেই ক্লাসে বড় স্যার উপস্থিত, সাথে কিছু চুনো পুটি ছোট স্যারও উপস্থিত! :| আমার এত দিকে খেয়াল করার টাইম আছে নাকি? আমি তো দৌড়ের উপ্রে আছি। আমি আবার খুব বিখ্যাত পাব্লিক কলেজে! ভাই আর কইয়েন না, সব খানেই দেখবেন কিছু মানুষরে পোলাপান হুদাই পচায়, আমিও সেই দলের একজন! সবাই আমারে পচায় আর আমি হাসি মুখে তাকাই ওদের দিকে, বন্ধুগো কিছু কইতেও পারি না রাগ কইরা। :(( ক্লাসের ঢুকছি আর সবাই আমার নাম ধরে ডাকাডাকি শুরু করছে। (অবশ্য আসল নাম খুব কম পোলাপান ই ডাকে! তারা যে কি কি বলে আমারে ডাকে তা কইয়া নিজের ইজ্জত নিজে ডুবাইতে চাই না। :P ) বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি ক্লাসে ঢুকলে কোনদিন সিটে বসার আগে কারো দিকে তাকাইতে হয় না। সিটে বসে তারপরে সব কিছু সিস্টেম করা যাবে। /:) গ্যালারীর সামনের দিকে হেটে এসে উপরে উঠতে যাব, এই সময়ে দেখলাম একজন ঠিক সামনের সীটে বসে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মনে হল আমার কতদিনের পরিচিত তিনি! আমিও মনে করতে চাইলাম আসলেই এই সুন্দরী কে? এত পরিচিত লাগছে কেন? আগে কি তাকে কোথাও দেখেছি? নাকি বরাবরের মত সুন্দরী দেখলে পরিচিত লাগার রোগে ধরেছে আমাকে! :P হঠাৎ বুঝতে পারলাম আমি কিছুক্ষনের জন্য দাঁড়িয়ে আছি সেখানে, যেটা করা অনুচিত! তাড়াতাড়ি দৌড় দিয়ে সিটে বসলাম। সিটে বসে মনে হল এই ম্যাডামকে একবার সাইকিয়াট্রি ওয়ার্ডে দেখেছিলাম। :#> পুরা ক্লাসে বড় স্যার স্লাইড দেখায় লেকচার দিল আর আমি স্লাইডের থেকে বেশি ল্যাপটপের সামনে বসা ম্যাডামকে দেখলাম। :#>



বিকালে আমার জিগরি দোস্ত শাওনের সাথে খেতে গেলাম। ওর সাথে কথাগুলা শেয়ার করলাম। কালকে তো শুক্রবার, তাই শনিবার দিন সাইকিয়াট্রি ওয়ার্ডে যাব ম্যাডামকে দেখতে। :!> শাওন আমাকে নেগেটিভ কথা বলে দমাতে চায়। X(( বলে, "দোস্ত এই ম্যাডাম তোর থেকে কম করে ৫-৬ বছর বড়, আর তুই রেগুলার সাইকিয়াট্রি ওয়ার্ডে গেলে তোর নামে উলটা পালটা কথা প্রচার হবে"। শাওনরে এই জন্য দেকতারি না, শালা খালি নেগেটিভ কথা বলে। X(( শাওনরে বুঝানোর চেষ্টা করলাম, দোস্ত আমাদের ব্যাচের যে কোন মেয়ের থেকে ম্যাডাম সুন্দর আছে। :!> শাওন বলে, "আরে আমাদের ব্যাচের মেয়ে সব তো কুটনি! ওদের সাথে তুলনা করলে দুনিয়ার সবাইরে ভাল লাগবে!" X( (শাওন দোস্ত তোর এই কথা ব্যাচের কোন মেয়ে দেখলে তোর খবর আছে। :P )



যাইহোক, শাওনের যুক্তির কাছে পরাস্ত হয়ে নিরাশ মনে বাসায় আসলাম। ভাইয়া আপুরা, আপনারা আমারে কিছু পথ দেখান, কি করমু বুঝতাছি না। :(( কেউ পারলে প্রেমের কবিতা টবিতা লিখা দেন। :!>







বি দ্র। ম্যাডামের বিয়ে হইছে নাকি এইটাই এখনো জানি না! :P

মন্তব্য ৯৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১১ রাত ৯:৫২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বেদ্দপ পুলা X(( X((






আহালে................ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই মে, ২০১১ রাত ১০:০৯

ইলুসন বলেছেন: বকা দেন কেন? :(( প্রেম ভালবাসা বয়স মানে না, এটা এখনও জানেন না নাকি? /:)

২| ১২ ই মে, ২০১১ রাত ৯:৫৩

একাকী বালক বলেছেন: খ্যাক খ্যাক। কই জানি পড়ছিলাম বাংঙালী পুরুষের প্রথম প্রেম স্কুলের ম্যাডাম আর প্রথম সেক্স কাজের মেয়ে। খ্যাক খ্যাক।

১২ ই মে, ২০১১ রাত ১০:১২

ইলুসন বলেছেন: ধুর মিয়া। এইটা আমার প্রথম প্রেম কইছে কেডা? এইটা আমার কত নাম্বার প্রেম তা হিসেব করতে ক্যালকুলেটর লাগবে। :!> আর কাজের মাইয়া নিয়া কি কইলেন! ইয়াক থু! আপনে এত খারাপ কেন! :-P

৩| ১২ ই মে, ২০১১ রাত ৯:৫৪

পুশকিন বলেছেন:

১২ ই মে, ২০১১ রাত ১০:১৪

ইলুসন বলেছেন: চু চু না কইরা দুই একটা উপদেশ দেন ভাই। আপনার টেকি পোস্টগুলার খুব বড় ফ্যান আমি। :(

৪| ১২ ই মে, ২০১১ রাত ৯:৫৭

উদাস যুবক বলেছেন: একাকী বালক বলেছেন: খ্যাক খ্যাক। কই জানি পড়ছিলাম বাংঙালী পুরুষের প্রথম প্রেম স্কুলের ম্যাডাম আর প্রথম সেক্স কাজের মেয়ে। খ্যাক খ্যাক
অফ গেলাম । মন্তব্য নিষ্প্রয়োজন । /:) :-* :#) B-))

১২ ই মে, ২০১১ রাত ১০:১৫

ইলুসন বলেছেন: কেউ কোন উপায় কইতে পারল না। সবাই খালি ভাব লয়! প্রেমে কি কেউ ইচ্ছা করে পড়ে নাকি? :(

৫| ১২ ই মে, ২০১১ রাত ১০:০০

অনিরূদ্ধ বলেছেন:
শাওন কে শালা বললেন যে!
ম্যাডাম এর ভাই হয় নাকি??? =p~ =p~

১২ ই মে, ২০১১ রাত ১০:১৬

ইলুসন বলেছেন: না ভাই, ও ম্যাডামের ভাই না। দোস্তদের শালা ডাকা জায়েজ আছে। :P

৬| ১২ ই মে, ২০১১ রাত ১০:০১

আমি-মুসাফির বলেছেন: আপনি আগে শাহরুখ খানে "ম্যায় হু না" দেখুন সেখানে নায়ক কলেজের ম্যাডামের প্রেমে পরে...

১২ ই মে, ২০১১ রাত ১০:২০

ইলুসন বলেছেন: ভাই কুবুদ্ধি দেন কেন? X( শাহরুখের মত করতে গেলে আমারে কলেজ থেইকা বাইর কইরা দিতে পারে। :(

৭| ১২ ই মে, ২০১১ রাত ১০:১৩

সুদীপ্ত কর বলেছেন: /:) /:) মানুষ হও /:) /:)

১২ ই মে, ২০১১ রাত ১০:২১

ইলুসন বলেছেন: ইমানে কইতাছি আমি মানুষ, আমি যেই ম্যাডামের প্রেমে পড়ছি তিনিও মানুষ, যদিও তারে আমার পরী সম্প্রদায়ের কেউ বলে মনে হইতেছে! :#>

৮| ১২ ই মে, ২০১১ রাত ১০:২১

মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: @উদাস যুবক ঃ আমি পড়ছিলাম হুমায়ুন আহমেদ এর বইয়ে। :#) :#) :#) :#)


@লেখকঃ আপনি একজন আমার মত লুল বাহিনীর সদস্য। জয় লুল ;) ;) ;) :P :P :P :P

১২ ই মে, ২০১১ রাত ১০:২৫

ইলুসন বলেছেন: হুমায়ুন আঙ্কেল নিজেই তো নিজের মাইয়ার বান্ধবীরে বিয়া করছে, সে এত পেক পেক করে কেন! /:)


আমি লুল না, আমি খালি ওই ম্যাডামরেই চাই। আমার আর কিছু লাগবে না! :!>

৯| ১২ ই মে, ২০১১ রাত ১০:২৩

আকাশগঙ্গা বলেছেন: ফাজিল পুলা।
X( X( X( X(

১২ ই মে, ২০১১ রাত ১০:২৭

ইলুসন বলেছেন: আমারে ফাজিল পুলা কন। ওই ম্যাডামরে দেখলে আপনে নিজেই সাইকিয়াট্রি ওয়ার্ডে ভর্তি হইতে চাইবেন! X((

১০| ১২ ই মে, ২০১১ রাত ১০:২৬

লেখাজোকা শামীম বলেছেন: এইখানে না বইলা ম্যাডামরে গিয়া কও গা। তারপর যা হইব, তার জন্য আমরা কেউ দায়ী না। কারণ আমরা প্রেমে পড়ি নাই।

১২ ই মে, ২০১১ রাত ১০:২৯

ইলুসন বলেছেন: শামীম ভাই, আপনেও কুবুদ্ধি দিতেছেন! :( আমার শিক্ষাজীবন এ জন্য হুমকীর সম্মুখীন হলে জাতি আপনাকে মাফ করবে না! X((

১১| ১২ ই মে, ২০১১ রাত ১০:৩২

েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন: আপনার বিয়ে রোগ এ ধরছে। তাড়াতাড়ি কাম সারেন। X( X( X(( X((

১২ ই মে, ২০১১ রাত ১০:৪০

ইলুসন বলেছেন: ম্যাডাম চাইলে এখনই বিয়া করতে রাজি আছি। :!>

১২| ১২ ই মে, ২০১১ রাত ১০:৩৩

ব্লুম্যাজিক বলেছেন: মাদাম রে গিয়া বলে ফেলেন আই লাপ ইউ মাদাম। ব্যাস কাম শেস আপনার বাকি টা জা করার অই মাদাম এই করব আপ্নে শুধু সর্জ করবেন।
তয় আপ্নে এক্তা লুল দা গ্রেট। B-))

১২ ই মে, ২০১১ রাত ১০:৪৩

ইলুসন বলেছেন: হ আপনারে কইছে? আপনি বেশি বুঝেন। X((


ভাই ব্লু ম্যাজিক দিয়া কিছু করতে পারবেন? তাইলে কন। :!>

১৩| ১২ ই মে, ২০১১ রাত ১০:৩৪

অনিক আহসান বলেছেন: প্রেম হইছে এইডাই বড় কথা... ম্যাডামের সাথে এক কথা দুই কথায় ভাব লাগান...খবর নেন কোই থাকে... তার পর ...

১২ ই মে, ২০১১ রাত ১০:৪৬

ইলুসন বলেছেন: এতখনে একটা ভাল উপদেশ পাইলাম। B-)

১৪| ১২ ই মে, ২০১১ রাত ১০:৩৪

রইসউদ্দিন গায়েন বলেছেন: আপনি পাগলামিতে ভুগছেন।ভাললাগা আর প্রেম দুটো কখনই এক নয়।আপনার মনস্তাত্ত্বিক স্তর অনেক নিম্ন মানের।শিক্ষাগুরু পুরুষ হ'ন বা নারী হন আপনার কাছে শ্রদ্ধেয় হওয়াই উচিত।কিন্তু আপনার কথায় আপনার কুরুচিপূর্ণ বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে।সুদীপ্ত বাবুর কথাই যথার্থ: "মানুষ হও"!!

১২ ই মে, ২০১১ রাত ১১:০২

ইলুসন বলেছেন: দেখেন ভাই, আপনাকে কিছু কথা বলি মনযোগ দিয়ে শুনেন। এক, প্রেম কোন বিজনেস না যে লাভ লোকসান হিসেব করে ভেবে চিন্তে করতে হবে। ভেবে চিন্তে, ভাল লোকসান হিসেব করে যেটা হোক সেটাকে প্রেম বলে না। দুই, সদ্য পাশ করা অনেকেই জুনিয়র হিসেবে বড় টিচারদের সাথে থাকে। উনি আমাদের কোন ক্লাস নেন না। এই জন্য উনি আমার সরাসরি শিক্ষিকা না। আর বয়সের কথা যদি বলে তাহলে বলব শচিন টেন্ডুলকার থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত ব্যাক্তি তার থেকে বয়সে বড় মেয়ে বিয়ে করেছে। তিন, আমি আমার পোস্টে কোন খারাপ কথা, সেক্সুয়াল কিছু লিখি নি। আপনি কোন দিক দিয়ে এটাকে কুরুচিপূর্ণ ভাবলেন? চার, আপনার সেন্স অফ হিউমার একটু বৃদ্ধি করেন। এটা একটা ফান পোস্ট।

১৫| ১২ ই মে, ২০১১ রাত ১০:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ম্যাডামরে মনের কথা খুইলা কন, এর পরে আমাগো বিয়েতে দাওয়াত দিয়েন... :P :P :P =p~ =p~ =p~ =p~

১২ ই মে, ২০১১ রাত ১১:০৬

ইলুসন বলেছেন: হা হা হা জি ভাই, ম্যাডামরে মনের কথা কইলে আমারে কলেজ থেকে বাইর কইরা দিতে পারে! :P

১৬| ১২ ই মে, ২০১১ রাত ১০:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: তোমাকে ভালবাসি একথা
কতবার বলতে গিয়ে
নিজেকে থামিয়ে নিয়েছি
তোমাকে দু-চোখে দেখার জন্য
কতবার এই চোখ
তোমা থেকে নামিয়ে নিয়েছি
আমি আজও পারিনি
তোমাকে ভালবাসি বলতে..
তোমাকে খুব কাছে থেকে
দু-চোখ ভরে দেখতে
তোমাকে স্পর্শ করার জন্য
কত বার এই হাত
তোমার দিকে বাড়িয়েছি
আমি পারিনি আমি পারিনি
তোমাকে স্পর্শ করতে
তোমাকে অনুভব করার জন্য
আমি কতবার যে,
এ হৃদয় উজাড় করেছি
আমি পারিনি আমি পারিনি
তোমার হৃদয়ে স্থান নিতে
অবনত মস্তিস্কে পথচলা পথিক যেমন
কিছু ভাবতে সাহস পায় না
আমিও তোমাকে না পেয়ে
আজ দিশেহারা ...

কবিতাটা এক ফোরামে পাওয়া।আর ম্যাডামকে মায়ের মত শ্রদ্ধা করুন:P

১২ ই মে, ২০১১ রাত ১১:১০

ইলুসন বলেছেন: কবিতাটা ভাল লাগল। :) ধুর মিয়া দিলেন তো মেজাজটা খারাপ কইরা! উনি আমাদের সরাসরি টিচার না, আর কারো মা কি তার থেকে মাত্র ৪-৫ বছর বড় হয়? :P

১৭| ১২ ই মে, ২০১১ রাত ১০:৪৪

সমর্পণ বলেছেন: ম্যডামের ছবি দেন তো দেখি চেহারা কেমন?
ভালো পরামর্শ দিতে হলে ভালভাবে পর্যবেক্ষন করতে হবে......তারাতারি.........

১২ ই মে, ২০১১ রাত ১১:১১

ইলুসন বলেছেন: আমার কি মাথা খারাপ হইছে নাকি আপনারে ছবি দিয়া খাল কাইটা কুমির আনমু? X((

১৮| ১২ ই মে, ২০১১ রাত ১০:৫৩

মো কবির বলেছেন:
চালাইয়া যান । আমরা আপনার সাথে আছি ।মনে মনে বলুন_

তোমার জন্য আমি পড়েছি প্রেম রোগে
ভুলিতে পারি না কোনমতে,
শয়নে-স্বপনে পড়ে শুধু তোমারে মনে:
ভাবিতে পারি না তোমাকে ছাড়া
হবে কি আর জীবনে !

১২ ই মে, ২০১১ রাত ১১:১২

ইলুসন বলেছেন: আহা কলিজা ঠান্ডা করার মত কবিতা! :D

১৯| ১২ ই মে, ২০১১ রাত ১০:৫৫

ৌম্বক ব্যবসায়ী বলেছেন: আহা পুলাপাইন নষ্ট হই যাইতাছে X( X( X( X(

এডিরে সকাল বেকাল ধরি ধরি পেমের কপিতা মুখস্ত করান দরকার, তাতে যদি পেমের কষ্টটা বুইঝবার পারে। X(( X(( X((


অঃটঃ স্কুলে ৩জন, কলেজে ৫জন আর ভার্সিটিতে ২জন ম্যাডামের প্রেমে পড়ছিলাম। :#> :#> :#> :-B :-B B:-) B:-) :#) :#) :P :P :P

১২ ই মে, ২০১১ রাত ১১:১৩

ইলুসন বলেছেন: আপনে দেখি আমার থেকেও বড় প্রেমিক পুরুষ! =p~ =p~ =p~ =p~

২০| ১২ ই মে, ২০১১ রাত ১০:৫৭

ৌম্বক ব্যবসায়ী বলেছেন: আহা পুলাপাইন নষ্ট হই যাইতাছে X( X( X( X(

এডিরে সকাল বেকাল ধরি ধরি পেমের কপিতা মুখস্ত করান দরকার, তাতে যদি পেমের কষ্টটা বুইঝবার পারে। X(( X(( X((


অঃটঃ স্কুলে ৩জন, কলেজে ৫জন আর ভার্সিটিতে ২জন ম্যাডামের প্রেমে পড়ছিলাম। :#> :#> :#> :-B :-B B:-) B:-) :#) :#) :P :P :P

২১| ১২ ই মে, ২০১১ রাত ১০:৫৯

ৌম্বক ব্যবসায়ী বলেছেন: আহা পুলাপাইন নষ্ট হই যাইতাছে X( X( X( X(

এডিরে সকাল বেকাল ধরি ধরি পেমের কপিতা মুখস্ত করান দরকার, তাতে যদি পেমের কষ্টটা বুইঝবার পারে। X(( X(( X((


অঃটঃ স্কুলে ৩জন, কলেজে ৫জন আর ভার্সিটিতে ২জন ম্যাডামের প্রেমে পড়ছিলাম। :#> :#> :#> :-B :-B B:-) B:-) :#) :#) :P :P :P

২২| ১২ ই মে, ২০১১ রাত ১১:০০

খালি ব্যান খাই বলেছেন: আমিও পর্ছি।

১২ ই মে, ২০১১ রাত ১১:১৪

ইলুসন বলেছেন: সবাই ই পড়ে জীবনের কোন এক সময়ে, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। সব মিথ্যুক! X((

২৩| ১২ ই মে, ২০১১ রাত ১১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রেমে পড়ি নাই।
কিন্তু প্রথম ভালোলাগাটা এক ম্যাডামই।
আমাদের কলেজের ইংলিশ বিভাগে হঠাৎ এক সুন্দরী ম্যাডাম এসেছিলো।
তাকে দেখার জন্যই তার ক্লাশ মিস দিতাম না।

১২ ই মে, ২০১১ রাত ১১:৫৯

ইলুসন বলেছেন: হা হা। শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

২৪| ১২ ই মে, ২০১১ রাত ১১:৫০

370H55V 0773H বলেছেন: সাহস, গোলাপ, সঠিক সময়( যখন আশে-পাশে কেউ থাকবে না) , সমধুর কন্ঠ( আগের রাতে ৩-৪ ঘন্টা সা-রে-গামা) , বলা, বলার পর ২০০ কিমি. স্পিডে দৌড় (ডানে-বামে তাকানো যাবে না)। এর পর ................. =p~

১৩ ই মে, ২০১১ রাত ১২:০৪

ইলুসন বলেছেন: আপনার সিস্টেমটা ভাল লাগল। এটা প্রয়োগ করে দেখব নাকি ভাবছি! =p~ =p~ =p~ =p~

২৫| ১৩ ই মে, ২০১১ রাত ২:১৩

নিশাচর ভবঘুরে বলেছেন: মর্মান্তিক মর্মাহত হইলাম। আমারো মন চাইছিলো। কিন্তু ফেল করার ভয়ে কইবার পারিনাই। আপনি কইয়েন। ফেল দিলে দিবো। :D :D :D :D :D :D :D :D :-P

১৩ ই মে, ২০১১ রাত ২:৪০

ইলুসন বলেছেন: জুনিয়র ম্যাডাম ফেল করাইতে পারবে না। তবে যদি বড় স্যাররে বিচার দেয় তো খবর আছে। :P

২৬| ১৩ ই মে, ২০১১ রাত ২:৩১

রাখালীয়া বলেছেন: ভাইয়া বলেই ফেলেন.।ফেল করায়ে দিলে তো আরো লাভ..তারে আরো বেশিদিন দেখার সুযোগ পাবেন!!!!!

১৩ ই মে, ২০১১ রাত ২:৪২

ইলুসন বলেছেন: এত খাইয়া কাম নাই। X(( পরে দেখা যাবে আমার সামনে জামাই নিয়া ঘুরতেছে। /:)

২৭| ১৩ ই মে, ২০১১ রাত ২:৩৭

মো: মাসুদুর রাহ্‌মান বলেছেন: বেদ্দপ পুলা X((

চুইংগাম চুষতে থাকো :D

১৩ ই মে, ২০১১ রাত ২:৪৪

ইলুসন বলেছেন: চুইংগাম চুষে না, চুইংগাম চিবাইতে হয়। :P

২৮| ১৩ ই মে, ২০১১ রাত ২:৪৯

শেখ মিনহাজ হোসেন বলেছেন: বয়সে বড় মেয়ের প্রেমে পড়া কোন নতুন ট্রেন্ড নয়। মহাত্মা গান্ধীর চেয়ে বয়সে বড় ছিলেন কস’রবা। সত্যজিৎ রায়ও বিজয়ার চেয়ে বয়সে ছোট। আরডি বর্মণ তার চেয়ে বড় আশা ভোঁসলেকে বিয়ে করেছিলেন। টেন্ডুলকার তার চেয়ে ৭ বছরের বড় অঞ্জলিকে বিয়ে করেছেন। মনোবিজ্ঞানীরা বলেন, ছেলেরা যেকোনো মেয়ের মধ্যেই নিজের পরিণত মননের কাউকে খুঁজে। আর প্রেমিকা বড় হলে একই সঙ্গে প্রেমিকা, স্ত্রী, পথ প্রদর্শক- সব কিছুই পাওয়া যায়।

১৩ ই মে, ২০১১ সকাল ৯:০৪

ইলুসন বলেছেন: এইতো ভাই আপনে বুঝতে পারছেন। :)

২৯| ১৩ ই মে, ২০১১ রাত ২:৫১

রিয়েল ডেমোন বলেছেন: ভাই আমিও একই সমস্যায় আছি!!!

গত মঙ্গলবার আমার ফ্রেন্ঞ ল্যন্গুয়েজ ক্লাসে যাইয়া নতুন এক ফ্রেন্ঞ মেডামকে দেখলাম,
আমিও পুরা ফিদা, উপরের কেউ ভাই আমাদের ভালো চায় না, তাই উল্টা পাল্টা মন্তব্য দেয় X( X( X(

১৩ ই মে, ২০১১ সকাল ৯:০৬

ইলুসন বলেছেন: উপরের কেউ ভাই আমাদের ভালো চায় না, তাই উল্টা পাল্টা মন্তব্য দেয় X( X( X(

৩০| ১৩ ই মে, ২০১১ রাত ২:৫৭

অনিমেষ হৃদয় বলেছেন: প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়েন... ;) ;) ;)

উহহ... স্কুলের শারমিন ম্যাডামের কথা মনে পড়ে যাচ্ছে... :!> :!> :!> :!> :#> :#> :#>

১৩ ই মে, ২০১১ সকাল ৯:০৭

ইলুসন বলেছেন: হা হা হা! আস্তে আস্তে সবার গোপন কথা বের হচ্ছে, দেখা যাচ্ছে আমিই এই পথে একমাত্র পথিক না! ;)

৩১| ১৩ ই মে, ২০১১ সকাল ৯:৩০

আকাশের তারাগুলি বলেছেন: মনোজগতে যান, উনি আপনাকে সারিয়ে তুলতে পারবে ;)

১৩ ই মে, ২০১১ সকাল ৯:৪৫

ইলুসন বলেছেন: মনোজগতে যাওয়া লাগবে না। ম্যাডাম নিজেই সাইকিয়াট্রি ডাক্তার। ;)

৩২| ১৩ ই মে, ২০১১ সকাল ৯:৩০

নষ্ট কবি বলেছেন: আপনি আমার মত সরাসরি গিয়ে বলতে পারেন-
ম্যাডাম আই লাভ ইউ-কিন্তু আমি বুঝতেসি এটা ঠিক হচ্ছেনা-কিন্তু আমার মন তো মানেনা-
ঠিক এই কথা গুলা আমি কলেজে (স্কুলের পরে যে কলেজ) বলেছিলাম-পরে ম্যাডামের সাথে অনেক ফ্রেন্ডলি রিলেশন হয়া গেছিলো,কারন ম্যাডাম ও আমারে লাইক করতো-তবে উনি বিবাহিত আছিলেন বিধায় আমারে অনেক বুঝাইসেন-আমি ও বুঝে না বুঝার ভান করছি দুই বছর।


ইহা কিন্তু আসলেই সত্য কথা-অবিশ্বাস করলে কিছুই করার নাই

১৩ ই মে, ২০১১ সকাল ৯:৪৭

ইলুসন বলেছেন: হা হা হা। ম্যাডাম যদি বিবাহিত হয় তাহলে আমি ১০০ হাত দূরে থাকমু। =p~ =p~ =p~ =p~ =p~

৩৩| ১৩ ই মে, ২০১১ সকাল ৯:৫৭

পটল বলেছেন: =p~ =p~ :P :P B-) নিজেও পরছিলাম!
এক ম্যাডামরে দেইখ্যা কাইত! ঘুরতে ঘুরতে কয়েক মাস পরে দেহি ''উনি একখান মাস্টর' তার আবার জামাইও আছে :( :( :P :P =p~ =p~

ম্যাডাম যখন পরে আমাগের ক্লাস নিতে আইলু তহন তু অবুসতা কেরুসিন!

কিচুই পাই না :( :( ই একটা জিনিস ছারা --'' আমার কবিতা প্রতিভার বিকাশ!''

১৩ ই মে, ২০১১ দুপুর ২:৫২

ইলুসন বলেছেন:

হা হা হা, আমার আবার কবিতা লেখার ক্ষমতা নাই। এত বড় প্রেমিক হইতারুম না! :P

৩৪| ১৩ ই মে, ২০১১ বিকাল ৪:৫১

পাস্ট পারফেক্ট বলেছেন: আপনে কারো কথায় দইমেন না। ভালো কাজে বাধা আসবেই। মেডামের প্রেমে পড়া অন্যায় কিচু না। চালায় যান ফুল স্পিডে।

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪০

ইলুসন বলেছেন: খেকয :P

৩৫| ১৩ ই মে, ২০১১ বিকাল ৪:৫৬

শায়েরী বলেছেন: Shaon k bolenn dui ta ghusi marte... Lol

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪১

ইলুসন বলেছেন: কাকে মারতে বলব?

৩৬| ১৩ ই মে, ২০১১ বিকাল ৫:০৩

নিশাচর০০ বলেছেন: ভাই আমার মনে হয় আপনি মোহগ্রস্থ হয়ে পড়েছেন .. এই মোহ বেশিদিন থাকার কথা না .... কিছুদিন পর চলে যাবে ...... (যদিও আমি আজ প্রায় ১৩ বছর ধরে মোহগ্রস্থ ....ম্যাডাম না, আরেকজন .......)

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪২

ইলুসন বলেছেন: হুম বুঝলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩৭| ১৩ ই মে, ২০১১ বিকাল ৫:০৯

নাজনীন১ বলেছেন: আপনার দু:খ দেইখা আমি কান্তেই আছি...(কান্দনের ইমো হইবে)

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

ইলুসন বলেছেন: আহারে আপনে ইমো দিতে পারেন না? নিচের সাইটে যান।

http://gullee.com/

এই যে আপনের ইমো।

৩৮| ১৪ ই মে, ২০১১ রাত ৯:২২

মিজভী বাপ্পা বলেছেন: ভাই মে হুনা ছবির মতন করেন।ঐ খানে শাহরুখ মেজর ছিল,কিন্তু আপনি আপনার ম্যাডামের মনের সেনা প্রধান হইবেন :P

১৫ ই মে, ২০১১ বিকাল ৫:৩৮

ইলুসন বলেছেন: ভাই আপনেও দেখি আমারে ফেল করানির তালে আছেন। :P

৩৯| ১৬ ই মে, ২০১১ সকাল ৯:০০

শায়েরী বলেছেন: আপনাকে
তাহলে ভুত ছড়ানো যাবে আপনার মাথা থেকে

১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩৭

ইলুসন বলেছেন: ভুত না পরী ছাড়াতে হবে! :P

৪০| ১৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

দুরন্ত ছেলে বলেছেন: টানকি মাইরা যাও :d

১৯ শে মে, ২০১১ সকাল ৭:০৫

ইলুসন বলেছেন: টাইম পাইতেছি না ইদানিং। :P

৪১| ১৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০০

অলস রাজা বলেছেন: সিনিওরদের সাথে প্রেম ভাল!! লাইগা থকেন । হয়ে যাবে ইনশাল্লাহ!!

১৯ শে মে, ২০১১ সকাল ৭:০৬

ইলুসন বলেছেন: না থাক, দূর থেকে ভাল লাগাটাই থাক। লাইগা থাকলে শেষে আমারে দেবদাস হইতে হবে। :P

৪২| ১৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১৫

অবস্‌িকউর বলেছেন: রইসউদ্দিন গায়েন বলেছেন: আপনি পাগলামিতে ভুগছেন।ভাললাগা আর প্রেম দুটো কখনই এক নয়।আপনার মনস্তাত্ত্বিক স্তর অনেক নিম্ন মানের।শিক্ষাগুরু পুরুষ হ'ন বা নারী হন আপনার কাছে শ্রদ্ধেয় হওয়াই উচিত।কিন্তু আপনার কথায় আপনার কুরুচিপূর্ণ বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে।সুদীপ্ত বাবুর কথাই যথার্থ: "মানুষ হও"!!

১৯ শে মে, ২০১১ সকাল ৭:০৮

ইলুসন বলেছেন: ওনাকে একটা রিপ্লাই দিয়েছিলাম। আপনাকেও একই রিপ্লাই দিলাম। আপনি কপি পেস্ট মারলে আমিও তাই করুম। :P

লেখক বলেছেন: দেখেন ভাই, আপনাকে কিছু কথা বলি মনযোগ দিয়ে শুনেন। এক, প্রেম কোন বিজনেস না যে লাভ লোকসান হিসেব করে ভেবে চিন্তে করতে হবে। ভেবে চিন্তে, ভাল লোকসান হিসেব করে যেটা হোক সেটাকে প্রেম বলে না। দুই, সদ্য পাশ করা অনেকেই জুনিয়র হিসেবে বড় টিচারদের সাথে থাকে। উনি আমাদের কোন ক্লাস নেন না। এই জন্য উনি আমার সরাসরি শিক্ষিকা না। আর বয়সের কথা যদি বলে তাহলে বলব শচিন টেন্ডুলকার থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত ব্যাক্তি তার থেকে বয়সে বড় মেয়ে বিয়ে করেছে। তিন, আমি আমার পোস্টে কোন খারাপ কথা, সেক্সুয়াল কিছু লিখি নি। আপনি কোন দিক দিয়ে এটাকে কুরুচিপূর্ণ ভাবলেন? চার, আপনার সেন্স অফ হিউমার একটু বৃদ্ধি করেন। এটা একটা ফান পোস্ট।

৪৩| ১৯ শে মে, ২০১১ সকাল ৭:১৯

যোগী বলেছেন: আপনে এক কাজ করেন ম্যাডামের ইমেল আইডিটা যোগাড় করেন। তারপর প্রতিদিন ম্যাডামরে একটা করে একলাইনের ইমেল করা শুরু করেন আপাতোত।
তারপর কি করবেন জানতে পরে আবার আমার লগে যোগাযোগ কইরেন শিখায়া দিমু।

১৯ শে মে, ২০১১ সকাল ৮:০৪

ইলুসন বলেছেন: ভালা বুদ্ধি দিলেন, ইমেইল আইডি আছে নাকি বের করতে হবে। B-)

৪৪| ২২ শে মে, ২০১১ রাত ২:২৫

ত্রিনিত্রি বলেছেন: /:) /:) /:) /:) /:)

২২ শে মে, ২০১১ সকাল ৭:৫৬

ইলুসন বলেছেন: আপু তো আমার কলেজের। :-* প্লিজ আপু কাউকে এই কাহিনী বইলেন না! :!>

৪৫| ২২ শে মে, ২০১১ রাত ২:৩৮

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লুল, প্রেম, ভালবাসা ;

=p~ =p~ =p~ =p~ =p~

২২ শে মে, ২০১১ সকাল ৭:৫৮

ইলুসন বলেছেন:

৪৬| ২২ শে মে, ২০১১ রাত ২:৩৮

ত্রিনিত্রি বলেছেন: /:) /:) /:) /:) /:)

২২ শে মে, ২০১১ সকাল ৮:০০

ইলুসন বলেছেন: মজা কইরা পোস্ট দিছি! এত চেতেন কেন! :(

৪৭| ২২ শে মে, ২০১১ রাত ৩:১২

বিদ্রোহী কান্ডারী বলেছেন: সাহস করে বলে ফেলুন। প্রথমে রিজেক্ট করলেও আবার বলুন। তার সহপাঠিদের হাতে মার খাবেন কিন্তু দমবেন না। কারনে পরাজয়ে ডরেনা বীর। আবার বলুন মনের কথাটা। এভাবে বার বার বলতে থাকুন একদিন না একদিন অবশ্যই ভাগ্যের শিকা খুলবে। সেদিন আমাকে একটা ধন্যবাদ দিবেন।

২২ শে মে, ২০১১ সকাল ৮:০১

ইলুসন বলেছেন: পারতাম না। :(( এমনেই ব্লগের জনগণ আমারে খারাপ কওয়া শুরু করছে। /:)

৪৮| ০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:২৪

অচিন দেশের পাখি বলেছেন: য্ত সম্ভব উনি সাইকিয়াট্রীর অনারারি মেডিকেল অফিসার। গত বছর একটা সুন্দরি আপু কে জয়েন করতে দেখছিলাম। ইনি মনে হচ্ছে সেই আপু টাই :D

০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:২৮

ইলুসন বলেছেন: ভাই আপনে কেডা? ধরা খাইয়া গেলাম নাকি আমি! :!>

৪৯| ০৬ ই জুন, ২০১১ সকাল ১১:২১

বিবর্ন বেদনা বলেছেন: হাহাহাহা

আসেন ভাই বুকে আসেন কলাকুলি করি।

আফনে আমার গ্রুপের।

হাহাহহা:)

০৬ ই জুন, ২০১১ সকাল ১১:২৭

ইলুসন বলেছেন: হা হা হা, ভাই আর দেখি নাই কোনদিন। ওই একদিনই ক্লাসে দেখছিলাম ম্যাডামরে। :P

৫০| ০৬ ই জুন, ২০১১ সকাল ১১:৩৭

ফারহান আহমেদ বলেছেন:
সমর্পণ বলেছেন:
ম্যডামের ছবি দেন তো দেখি চেহারা কেমন?
ভালো পরামর্শ দিতে হলে ভালভাবে পর্যবেক্ষন করতে হবে......তারাতারি.........

কি পর্যবেক্ষন করবেন ? কোন জায়** ? B:-) B:-) B:-) B:-) B:-) B:-) :-B :-B :-B :-B :-B

০৬ ই জুন, ২০১১ সকাল ১১:৩৯

ইলুসন বলেছেন: ছি ছি ছি এগুলা কি বলেন! :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.