![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sometimes people dont want to hear the truth because they dont want their illusions destroyed. Friedrich Nietzsche
একটা সময় ছিল কোন কিছু লিখলে সেটা ছাপানোর জন্য পত্রিকার বা কোন বইয়ের প্রকাশকের পিছনে সময় ব্যয় করতে হত। সেটাও অনেক যাচাই বাছাইয়ের পরে ছাপানো হত। অনেকে এতই লাজুক ছিল যে নিজের লেখা সবার অগোচরে রেখে দিতেই বেশি পছন্দ করত। বাংলা ব্লগ আসার ফলে এসব লেখকদের অনেক সুবিধা হয়েছে, আর আমরাও অনেক ভাল ভাল লেখা পড়তে পারছি। এমনও হয়েছে যে, কোন লেখকের লেখা পড়তে পড়তে মনে হয়েছে এই লেখক কেন ব্লগে লিখছে? তার তো বই বের করা উচিত!
লেখাটাও এক ধরনের শিল্প, এটাও এক ধরনের সৃষ্টি। কেউ হয়ত অনেক চিন্তা ভাবনা করে, অনেক পড়াশোনা করে একটা গল্প লিখেছে, এই লেখা তার কাছে তার সন্তানের মত। অন্য কেউ যদি সেটা তার অনুমতি ব্যাতিত অন্য কোথাও প্রকাশ করে তাহলে খারাপ লাগবেই। ব্লগে অনেকে লিখে রাখেন, "এই ব্লগের সমস্ত লেখা লেখকের নিজস্ব, লেখকের অনুমতি ব্যাতিত অন্য কোথাও তা প্রকাশ করা যাবে না।" কেউই চায় না তার লেখা অন্য কেউ প্রকাশ করে ক্রেডিট নিক। কিন্তু কথা হচ্ছে, এই রকম একটা লাইন লিখে দিয়েই কি লেখা চুরি থামানো যাচ্ছে?
কয়েক মাস আগে ব্লগের একজনকে দেখেছিলাম বলেছিলেন তার লেখা তার অনুমতি ব্যাতিত একটা পেপারে ছাপা হয়েছে অন্য একজনের নাম দিয়ে। তিনি পেপারের সম্পাদকের সাথে যোগাযোগ করলে তাকে খুব অপমান করা হয়। যে লেখাটা চুরি করেছিল সে ছিল একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! মূল লেখক আইনগত ব্যাবস্থা নিবেন বলেছিলেন। (আমার কাছে লেখাটার কোন লিঙ্ক নেই বলে শেয়ার করতে পারছি না। কারো কাছে থাকলে দিতে পারেন, আমি পোস্টে এড করে দিব।) আর আমরা সবাই হাতে তালি দিয়ে বলেছি হ্যা মামলা করেন। কিন্তু কতদূর কি করতে পেরেছিলেন তা আর জানা হয়নি আমাদের। ব্লগার নষ্ট কবি দেখলাম লেখা চুরি হবার অভিযোগ করেছেন এই পোস্টে । তার করা কমেন্টটা হুবহু তুলে দিচ্ছিঃ গল্প লিখলেই সেটা চুরি হয়
ফেবুতে ভুতে গল্পের পেজ গুলাতে শুধু চুরি হয়
নাম উল্লেখ থাকেনা
ব্লগ গুলাতে চুরি হয়
নাম থাকেনা,
মন ও ভাল থাকেনা এসব দেখলে
তাই লেখি না- কিনবা লিখলে ও শেয়ার করিনা,
কি দরকার-
চুরি ই যদি হবে- তাইলে না লেখাই ভাল
কথা হচ্ছে, সামুর কোন লেখকের লেখা যদি চুরি হয়ে কোন প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় তাহলে কি করা উচিত? আর যদি ফেসবুকের কোন পেজে লিঙ্ক উল্লেখ্য না করে কেউ লেখাগুলো নিজের নামে প্রকাশ করে, তার বিরুদ্ধেই বা কি করার আছে? কপিরাইট আইন এ ব্যাপারে কি বলে? বা ব্লগের লেখা নিয়ে আদৌ কোন কপিরাইট আইন আছে কি? লিঙ্ক উল্লেখ্য না করে এক সাইটের লেখা অন্য সাইটে প্রকাশ করাকে কি সাইবার আইনের আওতায় আনা যায়? অন্য দেশগুলোতে এই ব্যাপারে কি আইন আছে? এ ব্যাপারগুলো নিয়ে কেউ তথ্য দিতে পারলে বা এগুলো প্রতিরোধ করার জন্য কিছু বললে ভাল হত।
সামুর একটা বিরাট হিট আসে ফেসবুক থেকে। আমি নিজের কথাই বলি, আমি ফেসবুকে শেয়ার করা সামুর বিভিন্ন ভাল লেখার লিঙ্ক পড়াতাম। দীর্ঘদিন আমি শুধু পাঠকই ছিলাম, পরে এক সময় ঝোকের বশে আইডি খুলে বসি। সামুতে লেখা মৌলিক লেখাগুলোই কিন্তু সামুর প্রাণ, এখানে সামুর স্বার্থও জড়িত। লেখা চুরি প্রতিরোধ, বা সামুর কারো লেখা চুরি হলে সামু কি কোন সাহায্য করবে না? এ ব্যাপারে ব্লগের মডারেটর ও সকল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯
ইলুসন বলেছেন: সামুর উচিত সাহায্য করা। অনেকে তো জানেও না যে কি করা উচিত।
২| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৩
রেজওয়ান তানিম বলেছেন: ভালো লিখেছেন। একসময় চুরি নিয়ে খুব উত্তেজিত ছিলাম।
আমার নিজের লেখাও হয়েছে কিনা।
এখন আর তেমন ভাবি না। চুরের দল আর জাইব কই ?।
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০০
ইলুসন বলেছেন: এদেরকে কি আইনের আওতায় আনা যায় না? এই ব্যাপারে কোন তথ্য দিয়ে পারলে হেল্প করেন, সবার কাজে লাগবে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৮
মুক্তকণ্ঠ বলেছেন: Dolancer বিষয়ক আমার একটি লেখা এখন পর্যন্ত অন্তত ৩০ ব্লগে কপি করা হয়েছে। নিজের মাথায় বাড়ি দেওয়া ছাড়া আর কোনও পথ নেই, মনে হয় লেখাটাই ভুল ছিল।
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯
ইলুসন বলেছেন: কিছুই কি করার নেই? ব্লগে কোন আইনজীবি থাকলে এই ব্যাপারে একটু বুঝিয়ে বলুন আমাদের।
৪| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১০
নষ্ট কবি বলেছেন: যায় না কিছু
সামু কিছু করতে চায় বলেও মনে হয়না
১৬ ডিসেম্বর আমি জানা আপাকে এই ব্যাপার নিয়ে বলতেই সবাই আমার বিপক্ষে কথা বলল- বলল এটাকে থামানোর কোন উপায় নেই
আসলেই কি নেই
আমি কিছু সাইট দেখেছি সেখান থেকে কোন কিছু কপি করা যায় না
এরকম ব্যাবস্থা কি সামু করতে পারেনা?
হয়ত পারে-
কিন্তু আমাদের মত নগন্য সংখ্যক অখাদ্য লেখক দের জন্য সামু সেটা করবে না
আর এই জন্য ই আমি গল্প দেয়া বন্ধ করে দিসি।
কি দরকার মানুষের কাছে হেনস্থা হবার?
যার যায় সেই বুঝে।।
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২
ইলুসন বলেছেন: আইনগত ব্যাবস্থা নেয়া যায় কিনা সে ব্যাপারে আইনজীবী ব্লগারদের কমেন্ট আশা করছি। আর যারা সাইবার আইন নিয়ে এতদিন কপচাকপচি করছিলেন তাদের এই ব্যাপারটার দিকে দৃষ্টি দিতে অনুরোধ করছি।
আমি একটি সাইটে গিয়েছিলাম গানের লিঙ্ক ডাউনলোড করতে। কিন্তু কপি করতে গিয়ে দেখি কপি করা যায় না সেখান থেকে। সামুতেও এইরকম কিছু করা গেলে মনে হয় এই সব চোরদের কিছুটা হলেও থামানো যাবে।
৫| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: লাভ নাই
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২
ইলুসন বলেছেন: একদম লাভ নাই বলে আশা ছেড়ে দিব কেন? কিছু তো করা উচিৎ এই ব্যাপারে।
৬| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২
চেয়ারম্যান০০৭ বলেছেন: সামুর উচিত অবশ্যই কিছু করা।নইলে অনেক প্রতিভাবান লেখকরা ব্লগ লেখায় আগ্রহ হারিয়ে ফেলবেন বলে আমার ধারণা।
আমার ডর নাইক্কা আমার লেখা চুরি করা তো দুরের কথা কাছে আইলেই পচা গন্ধ পাইবো।কাগজেও লেখি নাই যে ঐডা দিয়া বুট বাদামের ঠোংগা বানাইবো।মজাই মজা
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৪
ইলুসন বলেছেন: হা হা হা। আপনার রম্য লেখাগুলাও কিন্তু অনেক ভাল। যখন দেখবেন কোন সাপ্তাহিক পত্রিকাতে আপনার লেখা আরেকজন নিজের লেখা বলে ছাপিয়ে দিয়েছে তখন খারাপ লাগবেই।
৭| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৯
নষ্ট কবি বলেছেন: কে যাবে ভাই আইনি লড়াই এ?
যেখানে সাধারন সুযোগ সুবিধা মানুষ পায়না
সেখানে সামান্য একটা লেখার জন্য আদালত কি কেস নেবে?
টাকার অভাবে বই বের করতে পারতেসিনা
এখন যদি মামলা করে ফতুর হইতে হয়
তাইলে ভাই কি দরকার লেখার
তাইনা?
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৭
ইলুসন বলেছেন: আসলে আমাদের দেশের মানুষের এত সমস্যা যে, কেউ তার লেখার জন্য মামলা করবেন আবার দীর্ঘদিন সেটার জন্য হাজিরা দিবেন, এত ধৈর্য কতজনের আছে? যেখানে খুন করেও সাজা হয়না, সেখানে এমন মামলার মূল্য কি! টাকাটাও একটা বড় ব্যাপার। তাই বলে কি আমরা পাঠকরা এইসব ব্লগারদের লেখা পড়া থেকে বঞ্চিত হব? এই জন্যই তো চাইছি সামু তার ব্লগারদের পাশে এসে দাড়াক। সামু অন্তত যাতে লেখা কপি করা না যায় এমন সিস্টেম করুক।
৮| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের লেখা যাতে চুরি না যায় সেজন্য সবার আগে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। আপনার লেখা ব্লগে কবে প্রকাশিত হলো তার তারিখ ও সময় উল্লেখ থাকে। পরবর্তীতে এডিট করা হলে পোস্টের নিচের সর্বশেষ এডিটের তারিখও উল্লেখিত হয়। কেউ এ লেখা চুরি করে পত্রিকায় বা বই আকারে ছাপলে আপনার লেখা ব্লগে প্রকাশিত হবার তারিখটা একটা বড় প্রমাণ হিসেবে পাওয়া যাবে। তবে যিনি চুরি করলেন তিনি যদি উল্টো আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে বলেন যে, আপনি তাঁর 'হার্ড কপি' চুরে করে তাঁর বই ছাপবার আগেই ব্লগে পোস্ট করে দিয়েছেন, তখন আপনাকে প্রমাণ করতে হবে আপনিও চোর নন।
লেখা চুরির ঘটনা নতুন নয়। মুজিব মেহদীর লেখা বই অন্য একজন ছেপেছিলেন; সে লেখার সাথে ব্লগের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু চুরি কি থামানো গেছে? যিনি লেখাচোর, তিনি ব্লগ বা বই যে-কোনো জায়গা থেকেই চুরি করে থাকেন। এই লিংকে দেখুন কীভাবে লেখা চুরি হয়েছে!! বছর দুই আগে বুদ্ধদেব বসুর একটা কবিতা এ ব্লগের জনৈক কবি নকল করে লিখে পোস্ট করেছিলেন, তুমুল ব্লগাররোষের মুখে তিনি তা ডিলিট/ড্রাফট করতে বাধ্য হোন।
একবার আমার একটা কবিতা হুবহু পোস্ট করে বসেন কোনো এক ব্লগার তার নিজ নামে। প্রটেস্ট করতেই ডিলিট করেন (রিপোর্টও করেছিলাম)। আরেকবার আমি সহ কয়েকজন ব্লগারের কবিতার লাইন চুরি করে কবিতা লেখেন অন্য ব্লগের জনপ্রিয় এক নারী ব্লগার। কিছু কিছু লুল ব্লগার, যাঁদের কবিতা সম্পর্কে ধারণা নেই, তাঁরা তাঁর কবিতাটাকে 'অসাধারণ' আখ্যা দিয়ে আমার অভিযোগ খণ্ডনের জন্য উঠেপড়ে লাগলেন।
চুরি বিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়েন। চুরি সবখানেই হয়। তা ধরার দায়িত্ব আমাদের। যারা চুরির অভ্যাস গড়ে তুলেছেন নিজের অজান্তে তাঁদেরও উচিত ভুল পথ ছেড়ে সঠিক পথে চলে আসা। কারো পোস্ট চুরি করে অন্য ব্লগ বা প্রেসে ছাপা হলে তা কারো নজরে এলে আমাদের জানানোও একটা নৈতিক দায়িত্ব। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষেরও উচিত হবে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
বর্তমানে প্রচলিত কপিরাইট আইনই এজন্য যথেষ্ট হতে পারে। প্লাস, ব্লগও নিজস্ব নীতিমালা প্রণয়ন করতে পারে।
উপরের কমেন্টটা ভুল বাটনে প্রেস হওয়ায় পোস্ট হয়ে গেছে। প্লিজ ওটা ডিলিট করে দিন।
ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৬
ইলুসন বলেছেন: তবে যিনি চুরি করলেন তিনি যদি উল্টো আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে বলেন যে, আপনি তাঁর 'হার্ড কপি' চুরে করে তাঁর বই ছাপবার আগেই ব্লগে পোস্ট করে দিয়েছেন, তখন আপনাকে প্রমাণ করতে হবে আপনিও চোর নন।
এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। শেষে ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলা অবস্থা হবে।
বর্তমানে প্রচলিত কপিরাইট আইনই এজন্য যথেষ্ট হতে পারে। প্লাস, ব্লগও নিজস্ব নীতিমালা প্রণয়ন করতে পারে।
সহমত। প্রয়োজনে নতুন আইন প্রণয়নের জন্য ব্যাবস্থা নিতে হবে।
৯| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৩
বড় বিলাই বলেছেন: হুমম। একমত।
১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৯
ইলুসন বলেছেন: ধন্যবাদ আপু।
১০| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২২
...নিপুণ কথন... বলেছেন: অসাধারণ একটি পোষ্ট । আমি ব্লগ লিখি খুব বেশি দিন হয়নি । ছ'মাসের কিছু বেশী । শুরু থেকেই এই দুশ্চিন্তা মাথায় আসছে । আমরা যরা ব্লগ এ লিখি, তাদের মাঝে আমার মনে হয় অনেকেই আছেন যারা একমাত্র এই ব্লগেই লিখেন । আর কোন ব্লগ এ যান না । এমনকি এই ব্লগের সব পোস্টের দিকেও তো নজর রাখা সম্ভব না । সারাদিন নিশ্চয়ই ব্লগে বসে থাকা সম্ভব না । কাজ সবারি আছে । কেউ যদি আমার অনন্য কোন লেখা এই ব্লগ / অন্য কোন ব্লগে বিনে অনুমতিতে নিজের নাম দিয়ে ছাপায় তো ? চোখে পরলে নাহয় কিছুটা প্রতিবাদ করা যায় । আর যদি চোখে না পড়ে ? তাহলে তো এমন হতেই পারে ক'দিন পর আমার লেখা হয়তো কোন খ্যাতিমান কবি / লেখক তার নিজের নামে ছাপবেন । সেদিন আমি কি করবো ? আমি হয়তো তার ধারে কাছেই ঘেঁষতে পারবনা , প্রতিবাদ করা বা মামলা করাতো দুরের কথা । আর এইদেশে চলে টাকার খেলা । জোড় যার মুল্লুক তার । বেশিরভাগ মানুষ যারা চুরি করেন , তাদের ক্ষমতা বেশী থাকে । নষ্ট কবি ভাইয়ের মতো তখন উদাস হয়ে লেখালিখি বন্ধ করে দেয়া ছাড়া গতি থাকবেনা । নীতিকথা দিয়ে চুরি ঠেকানো যাবেনা । আবার আইনের ওপর যে ভরসা রাখবো, তারই বা উপায় কই ? এমন কোন আইন কি দেশে আদৌ আছে যা আমাদের মতো ক্ষুদ্র ব্লগারদের ক্ষুদ্র লেখাগুলো চুরি হয়ে যাওয়ার থেকে বাঁচাতে পারে ? আমারদের মাঝে কারো কারো হয়তো কিছু লেখা কপিরাইট করা আছে, কিন্তু সবারই কি তাই আছে ? নেই । তাই আমার মনে হয় অন্যান্য অনেক সাইটের (ফেবুর কিছু পেইজ এও এমন সিস্টেম করা আছে, যাতে কপি করা যায়না)মতো সামুতেও এমন করা উচিৎ যাতে কপি করা না যায় । তাহলে কিছুটা চুরি হয়তো কমবে (PC তে SNIPING TOOL থাকতে তো আরও বিপত্তি) ।
যদিও হতাশ না হয়ে উপায় নাই । আমার মনে হয় আগেই লেখাগুলো ব্লগ এ না দিয়ে আগে বৈ বের করা উচিৎ । যদি তাকার অভাব থাকে তো পরেই প্রকাশ করুন । একখানে না ছাপালেই বা কি ? ছাপিয়েই বা কি লাভ বলেন ? নিজের সন্তানকে যদি কেউ তার সন্তান বলে পরিচয় দেয়, আপনার কেমন লাগবে ? লেখালিখি সহজ কাজ নয় । একেকটি লেখা আমাদের একেকটি সন্তানের মতো । আমরা চাই আমাদের সন্তান তার প্রকৃত পরিচয়েই বড় হোক । এ ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে অনুগ্রহ করে শেয়ার করুন । আমাদের সবার লেখার নিরাপত্তার জন্যই একটা সমাধান খুঁজে বের করা দরকার ।
এ প্রসঙ্গে আমার লেখাটি পড়ুনঃ Click This Link
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫২
ইলুসন বলেছেন: দেখুন কেউ বই বের করবে বলে ব্লগে লিখে না। আগে ব্লগ মানুষ এমনি শেয়ার করার জন্য লিখে। পরে যখন মনে করে যে বই বের করার উপযোগী তখন বই বের করতে পারে। বই বের করা বা না করা ব্লগারের ইচ্ছের উপর নির্ভর করে। আমি যেটা বলতে চাইছি সেটা হল ব্লগের লেখা যাতে ফেসবুকের পেইজগুলোতেও চুরি করে অন্য কেউ না প্রকাশ করে, আর করলে আমরা এদের ঠেকানোর জন্য কি করতে পারি।
অনেক গুছিয়ে একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১১| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১০
মাহমুদা সোনিয়া বলেছেন: লেখাচুরি ও লেখা চোররা নিপাত যাক।
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩
ইলুসন বলেছেন: লেখা চোররা নিপাত যাক।
১২| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২৫
সাইফুলহাসানসিপাত বলেছেন: যেয়ো যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও- শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কূলেতে এসে।
কপিকরা ঠেকানো যায়না । লেখককে খুব কম মানুষেই মনে রাখে । কিন্তু লেখা হারিয়ে যায় না । কারো না কারো মনের ভেতর দিয়ে নতুন ভাবে তৈরি হয় । কপি করা নিয়ে আমি ভাবিনা , কারন কোন লাভ নেই !! ঠেকানো যাবেনা ।
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৪
ইলুসন বলেছেন: ঠেকানোর জন্য কি আসলেই কোন উপায় নেই?
১৩| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৭
...নিপুণ কথন... বলেছেন: বই বের করার জন্য লিখুক আর না লিখুক, বই বের করার ইচ্ছে সবারই থাকে । যদি সেরকম কোন লেখা হয় তো বই আকারে আগে প্রকাশ করাই ভালো । এ ছাড়া চুরি থেকানর আর কোন উপায় নাই । আপনি কি বলতে চেয়েছেন সেটা বুঝেই মন্তব্য করেছি । ধন্যবাদ ।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭
ইলুসন বলেছেন: ধন্যবাদ।
১৪| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫৯
মাসুদুল হক বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের অবশ্যই ভূমিকা থাকা উচিত ছিল।
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:৪৯
ইলুসন বলেছেন: আশাকরি ব্লগ কর্তৃপক্ষের নজরে আসবে কথাগুলো।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৫| ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫২
রোকন রাইয়ান বলেছেন: একমত, বিষয়টি আসলেই ভাববার
ভালো লেখা গুলো অনেকেই নিয়ে নিজের নামে চালিয়ে দিচেছ
লেখকের জন্য এটা বড় কন্টের..
১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৫
ইলুসন বলেছেন: ধন্যবাদ রোকন।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১০
জাতির নানা বলেছেন:
চোর সম্প্রদায় এর মধ্যে নতুন এক প্রজাতি যোগ হলোঃ লেখা চোর
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৯
ইলুসন বলেছেন: লেখা চোর সব সময় ছিল জানা। এদেরকে মেধাচোরও বলা যায়! যাইহোক কোন কপিপেস্ট করলে এটলিস্ট লিঙ্কটা দেয়া যায়।
মন্তব্য করার জন্য ধন্যবাদ জানা।
১৭| ১৩ ই মে, ২০১২ রাত ৮:২১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সচলে মাউসের রাইট বাটন বা কপি+এ চেপে কোন কিছু কপি করা যায় না। এটা করলেই অনেকটা নকলবাজী কমে যাবে আমার বিশ্বাস। কারণ চোরের দলের যত আগ্রহ কপি পেস্টে। দেখে দেখে হুবহু কপি করে লেখাটা তাদের খুব আগ্রহ জাগাবে না বলেই মনে হয়!
১৩ ই মে, ২০১২ রাত ৮:২৪
ইলুসন বলেছেন: আপনার কথাটা আমার পছন্দ হয়েছে। এমন করলে কপি-পেস্ট অনেক কমে যাবে মনে হয় কারণ কেউ এত কষ্ট করে পুরোটা টাইপ করে চুরি করতে যাবে মনে হয় না।
১৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
অহনাব বলেছেন: মাউসের রাইট ক্লিক বন্ধ করেন আর যাই করেন...যে কপি করতে জানে তার কাছে এসব ভাঙ্গা কোন ব্যাপারই না।
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ইলুসন বলেছেন: হুম কিন্তু অনেকটাই প্রতিরোধ করা যাবে। রাইট ক্লিক ছাড়া কপি করার ব্যাপারটা সবাই জানে না।
ধন্যবাদ।
১৯| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
বোকামন বলেছেন: সবই নীতি থেকে বিচ্যুত হওয়ার ফল .....
রাইট ক্লিক বিষয়টা ভাবা যেতে পারে
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।
২০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
এম হুসাইন বলেছেন: সামুর এ ব্যাপারে অবশ্যই কিছু করা উচিৎ।
পোস্টে +
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
ইলুসন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫২
ঘুমন্ত আমি বলেছেন: জানিনা সামু সাহায্য করবে কিনা ।তবে কারও উচিত না লেখা চুরি করা ।