নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, টাি মানুষের পাশেই আছি।

গন্ধহীন দুর্গন্ধ

সত্যের জয় হয়, হতে হবেই।

গন্ধহীন দুর্গন্ধ › বিস্তারিত পোস্টঃ

টেকি ভাইদের হেল্প চাই।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

উইন্ডোজ ৭ দিতে চাই কিন্তু নিচ্ছে না। ডিক্স ফরমেট দিলাম তারপরও বলে নট এনাফ মেমরী।



অন্য কোন উপায় আছে কিনা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মাতবার বলেছেন: Ram কত?
হাড্ডি কয় জিবি?

২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

গন্ধহীন দুর্গন্ধ বলেছেন: ১জিবি , ৩২০। ডুয়েল কোর ২:৬৬

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

মৃত্যুঞ্জয় বলেছেন: সি তে জায়গা কত রাখছেন ??

আপনি বরং কোন বড় ভাইরে ডাইকা নিয়া আসেন। এইভাবে না দেইখা বলা যাইব না।

উইন্ডোজ ৭ নিব। আপনি কিছু মিস করছেন

৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

গোবর গণেশ বলেছেন: উইন্ডোজ সেভেন আর এইট ইনস্টল করার সময় সিস্টেম রিজার্ভ হিসাবে সি ড্রাইভের আগে একটি ১০০ মেগাবাইটের সিস্টেম পার্টিশন তৈরী হয়। সম্ভবত আপনি ওই ১০০মেগাবাইটেই উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করছেন। ভূল হলে ক্ষমা করবেন।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: আপনার সি ডেরাইভ এ ওনতত ৩০ জিবি জা্য়গা লাগবে। তারপর আপনার সেটাপ ডিসক ও ভাল হতে হবে। আবার আপনার ডিভিডি রম ও নষ্ট হতে পারে।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

দি সুফি বলেছেন: আপনি সম্ভবত ৬৪বিট (x64) উইন্ডোজ ইনস্টল দেয়ার চেষ্টা করতেছেন। ৬৪বিটের জন্য ২ জিবি র‌্যাম লাগবে। ৩২বিট (x86) দিয়ে চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.