নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা লিখবো এবং বলবো সব সত্যি লিখবো এবং বলবো.। এই জন্য ব্লকে আসা.।

ব্লগার ইমরোজ

যা বলবো এবং লিখবো সব সত্যি লিখবো এবং বলবো.. এটা নিয়ে ব্লকে আসা

ব্লগার ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী আপনি আগে বদলান, জনগন এমনিতেই বদলে যাবে

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫

সকাল ৮ টা বাজে তখন. ভার্সিটির ক্লাসে যাবো আমি. কিন্তু দেখি রাস্তা বন্ধ। পরে শুনলাম আমাদের প্রধানমন্ত্রী নাকি তার অফিসে যাবেন এই জন্য এখন রাস্তা বন্ধ করে রাখছেন। রাস্তা বন্ধের প্রায় ৩৫ মিনিট পরে প্রধানমন্ত্রী গেলেন। আজব ব্যাপার যেখানে এক মিনিটের সিগন্যাল পড়লে বিশাল বড়ো জ্যাম পড়ে যায় আর সেখানে আপনি প্রায় ৪০ মিনিট ধরে রাস্তা বন্ধ করে রাখছেন.? আপনি কিভাবে বুঝবেন যে জ্যামে জনগনের অনেক কষ্ট হয় আর তারমধ্যে এই গরমে যখন আপনার জন্য আরো ৪০ মিনিট বসে থাকতে হয় তখন কার না মেজাজ খারাপ হয়। আপনি তো জনগনকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি জনগনের কষ্ট হয় এমন কোন কাজ করবেন না। তাহলে এইটা কি জনগনের কোন কষ্ট না? আপনি কি এটা অস্বীকার করেন তাহলে আপনি নিজে কোন একটা ওয়েবসাইটে এটা নিয়ে জরিপ করে দেখতে পারেন যে জনগন আপনার জন্য রাস্তা বন্ধ করার পক্ষে কি পক্ষে না। তবে কিছু আন্ধা থাকতে পারে আপনার গুনধর ছাত্রলগের কর্মী. যাদের দিয়ে আপনি বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার স্বপ্ন দেখেন. তাছাড়া বাকী সবাই এটার বিরুদ্ধে কথা বলবে. তাই আপনি নিজেই উদ্যোগি হন এই বিষয়টি নিয়ে। প্রথম আলোর স্লোগানটা কি আপনি শুনেন নাই.? “বদলে যাও বদলে দাও” আপনার থেকেই আগে শুরু করেন দেখবেন তাহলে জনগন এমনিতেই বদলে যাবে. দেশ অনেক দূর এগিয়ে যাবে। আশা করি সামনের মাসে আমরা কয়েকজনমিলে এ্টা নিয়ে হাইকোর্টে একটা রিট করবো. যে কোন ভিআইপি যাওয়ার সময় রাস্তা বন্ধ করতে পারবে না.। কিন্তু লাভ হবে কি.। সেখানে আপনিই বসে আছেন.. শুধু আপনার দেহটাই নাই হয়তোবা.. কিন্তু আপনার নির্দেশেই তো চলতেছে সবকিছু.. সবশেষে শুধু এইটুকু অনুরোধ করবো যে আপনারা জনগনের যে কথা দিয়ে ক্ষমতায় আসছেন সে কথাটা একটু পালন করেন তাহলেই আমরা সাধারন জনগনের শান্তি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

মদন বলেছেন: জয়বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.