![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উপরের কথাটি দেখে হয়তো অনেকে ভাববেন এইটা আসলে কেমন কথা। কিন্তু আসলে এইটাই এখন সত্যি কথা। আমাদের সবাই এখন দুইভাগে মনে হয় বিভক্ত। আর সেটি হলো ভারত এবং পাকিস্তান নিয়ে। কারণ এইটা আসলে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। বাংলাদেশের উপরের লোকজন যেইভাবে আমাদেরকে নিয়ন্ত্রন করে আমরা যেন সেইভাবে নিয়ন্ত্রিত হই। যেমন একবার বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, উনার দিলে তো “পেয়ারে পাকিস্তান”। আবার আরেকটি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, যেই দেশ উনাকে নিয়ে এইরকম করতেছে সে নাকি তাকে রক্ষা করতে পারবে না। আর যেই দেশ বলতে উনি (বেগম খালেদা জিয়া) কি বুঝিয়েছেন সেইটা বাংলাদেশের সকলেই জানেন। আর বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাগে দুইটি ভাগই আছে। যার একটি অংশ হলো বর্তমান প্রধানমন্ত্রীর আর আরেকটি হলো বেগম খালেদা জিয়ার। তাহলে এইভাবে একে অন্যকে একেকটি দেশের উদাহরণ দিয়ে কথা বললে যারা তার সমর্থক আছেন তারাও ঠিক একিভাবেই একে অন্যকে এই দুইটি দেশের নিয়ে উদাহরণ দিবে। তখন প্রশ্ন হবে আসলে আমরা কোন দেশী...? কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও যদি এই রকম প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয় তাহলে আমাদের সেই স্বাধীনতার কি হবে। কি জবাব দিবো আমাদের দেশকে পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে তুলে ধরতে যারা নিজের সর্বোচ্চ ত্যগি তথা জীবনটাই দিয়ে দিলেন...? তাই তো সবাইর কাছে অনুরোধ আসেন না আমরা একটু বাংলাদেশী হই। আসেন না আমরা আমাদের দেশের হয়েই কথা বলি। কার দিলে “পেয়ারে পাকিস্তান” আর কার দিলে “পেয়ারে ভারত” এইটা না দেখি। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশী, আমরা বাঙ্গালী।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য লেখককে অনেক ধন্যবাদ ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
বিপরীত বাক বলেছেন: তাই তো
সবাইর কাছে অনুরোধ আসেন না আমরা
একটু বাংলাদেশী হই।
তা ভারতীয় বাংলাদেশী নাকি পাকিস্তানি বাংলাদেশী? কোনটা হবো?
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
ব্লগার ইমরোজ বলেছেন: আরে ভাই আমি আপনাকে কি বললাম.. আপনি আমার লেখাটার মানেই তো বুঝেন নাই.... এই ভারতীয় এবং পাকিস্তানের জন্যই তো আমার এই লেখাটা... আর আপনি আবারও সেই কথাটাই টেনে আনলেন.... :/
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
মাসূদ রানা বলেছেন: আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশী, আমরা বাঙ্গালী।
আমাদের পরিচয় হইল আমরা সলিড মানুষ - বাংলাদেশী,পাকিস্তানী কিংবা বারতীয় না। বুঝছেন মিয়া ?
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
ব্লগার ইমরোজ বলেছেন: ভাইগো আমিও আপনার কথার সাথে একমত.. কিন্তু এই সলিট কতোদিন থাকতে পারবো... :/
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
ঝাপসা বালক বলেছেন: কিছুটা চমকে উঠি শিরনাম দেখে । লেখকে ধন্যবাদ আমাদের চোখের সামনের কালো পর্দা সরিয়ে দেবার জন্য ।