নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘মানুষ তার স্বপ্নের চাইতেও বড়’

কাছের-মানুষ

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !

কাছের-মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাবা পার্টি (ফান পোষ্ট)

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫


বৃদ্ধ দোকানী ভয়ে কেপে বলে বাবারা
দল-বলসহ তোমরা কারা!
আমরা হইলাম ভায়ের লোক
আমগো উপরে হের স্নেহের চোখ।
দল আমাগো ক্ষমতায়
আমগো লগে কি আর কেউ পায়।
মাথার চুল সব পাইকা তামার তার
হের পরও ছাএ নেতা হই বারবার।
কথা কম টাকা ছার গুনে গুনে
শান্তি পামু তাইলে মনে ।
নইলে হাতে দেখছ দুই নালওয়ালা
সাথে গভীর রাইত।
ঠুসঠাস আওয়াজ হইব
হইয়া যাইবা কাইত।
আমাগো আছে দারূন ব্যারাম
মানুষ মাইরা পাই আরাম।
ইচ্ছা মত যেইখানে খুশী গারি ঘাটি
দলের নাম আমগো হইল বাবা পার্টি।
বিরোধী দলের মিটিংএ মারি তাজা বোমা
সাধারন জনগন হইয়া যায় তামা-তামা।
আমগো নাই কোন ন্যায় নীতি
করি আমরা হুদাই রাজনীতি।


ইহা একটি ফান পোষ্ট!



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: হা হা হা .............
++++

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

কাছের-মানুষ বলেছেন: B-) B-) B-)

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:





মারহাবা মারহাবা............. চালাইয়া যাও বাবা। :D

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.