নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !
ইউটিউবের লিং
ব্লগে লেখে শান্তি নাই , আমার এই লেখাটি কে যেন ইউটিউবে ছেড়েছে , চোরে নিজে কন্ঠও দিয়েছে , ভিডিও এর নিচে বর্ননাও দিয়েছে ।
এই লেখাটা আমি আলো ব্লগে থাকতে আরো ৫ বছর আগে লেখছিলাম, এবং একটা ইবুকেও লেখাটা দিছিলাম । এরকম অনেক লেখা আমার অনেকে চুরে করে নিজের নামে ছেড়ে দিয়েছে । ব্লগে লেখা দিতেও ভয় লাগে এখন !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
কাছের-মানুষ বলেছেন: ভাই ব্লগে লেখা দিতেওতো এখন ভয় লাগে । আমার আগের ব্লগের অনেক গুলো লেখা এরকম হয়েছে। তাই সেগুলো আর সামুতে দেই নাই ।
চোরের জ্বালায় লেখা দায় হয়ে গেছে ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
সুমন কর বলেছেন: ভয়ানক !!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
কাছের-মানুষ বলেছেন: সত্যিই ভয়ানক ব্যাপার ভাই।
এদের প্রতিহত না করলে , সামনে বিপদ । এক সময় দেখা যাবে নিজের লেখাকে আর নিজের বলে দাবি করা যাবে না ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮
নাগরিক কবি বলেছেন: সামুর মোডারেট দের এ ব্যাপারে প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া উচিত
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২
কাছের-মানুষ বলেছেন: সহমত আপনার সাথে ।
সেই সাথে আমাদের সবাইকে মিলে করনীয় কি সেটা ঠিক করা উচিৎ । ব্যাপারগুল আসতে আসতে ভয়ংকর হয়ে উঠছে । লেখা নিজের পোষ্টে নিক সমস্যা নাই কিন্তু লেখকের নাম উল্লেখ্য করলে সমস্যা ছিল না
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
চোরের ভয়ে লেখা না দিলে, আপনার লেখক হওয়ার সম্ভাবনা কমে যাবে; চোরের কাছে পরাজিত হচ্ছেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
কাছের-মানুষ বলেছেন: আমি এটাকে প্ররাজিত বলব না , বলব মাঝে মাঝে হতাশ হই ।
তাইতো সব কিছু তোয়াক্কা না করে তবুও মাঝে মাঝে লেখি ব্লগে ।
এই চোরদের প্রতিহত করা দরকার । এক সময় নিজের লেখাকে নিজের বলে দাবি করাও কঠিন হয়ে যাবে দেখছি ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
নাগরিক কবি বলেছেন: লেখাচোরেরা অবশ্যই মুখোবই ব্যবহার করে। উচিত ওদের বন্ধু তালিকায় নিয়ে এসে চোরের লেখা আর চুরি যাওয়া লেখার প্রমান তারিখ সহ মুখোবই এ ছড়িয়ে দেওয়া। এবং বিভিন্ন পাবলিক গ্রুপে পোস্ট করে দেওয়া। যদি লজ্জয হয় আর কি!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২
কাছের-মানুষ বলেছেন: হুম , এদের কি লজ্জা আছে ! আমার মনে হয় না । সামান্য পরিমাণ লজ্জা থাকলে এই ধরনের কাজ করতে পারত না ।
তারপরও আমাদের চেষ্টা আমাদের করতে হবে । লজ্জা দিয়ে যদি কাজ হয়
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১১
সাইফুল১৩৪০৫ বলেছেন:
আমার লেখা চুরি করছে। তাই আমি এমন করে কমেন্টস করছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
কাছের-মানুষ বলেছেন: দারুন !
প্রতিবাদ করতে হবে এই চোরদের বিরুদ্ধে । কঠিন লজ্জা দেয়া উচিৎ এদের । কি আর বলব
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১
জাহাজী বলেছেন: বেচারা দু পয়সা কামানোর জন্য চুরি করছে, দোষ কই?
এক কাজ করতে পারেন ভিডিওটিতে রিপোর্ট করেন, ইটুব থেকে ডাউন হলেও হতে পারে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০
কাছের-মানুষ বলেছেন: হুম তাই করতে হবে দেখি ।
ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য ।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
যদি বই বের করার ইচ্ছা থাকে, কিছু লেখা ব্লগে প্রকাশ করবেন না, কাছাকাছি কিছু প্রকাশ করবেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫
কাছের-মানুষ বলেছেন: ব্লগটা আমার কাছে প্ররিক্ষা নিরিক্ষা করার জায়গা ! তবে এখন মনে হচ্ছে সব লেখা দেয়া যাবে না ব্লগে ।
হ্যা সেটাই করতে হবে ।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
নিষ বলেছেন: ব্লগে লিখা যাবে না দেখছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
কাছের-মানুষ বলেছেন: ব্লগে লেখুন , কারন এর চেয়ে ভাল জায়গা আর নেই লেখার অভ্যাসটা ধরে রাখার জন্য ।
তবে কিছু লেখা রেখে দেয়া উচিৎ যদি বই বের করার ইচ্ছে থাকে ।
১০| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চোরদেরই সময়। অতএব সাবধান...
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯
কাছের-মানুষ বলেছেন: এই চুরি হওয়া লেখাটা, এটা যখন আলো ব্লগে প্রথম দিছিলাম আপনিও সেখানে মন্তব্য করেছিলেন আমার মনে আছে !
যেভাবে চুরি হচ্ছে লেখা সামনে বিপদ দেখতে পাচ্ছি !
১১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চোরদের কোন মান ইজ্জত নাই! চোরদের সাথে ভদ্র আচরণ করলে বেটা আরও উল্টো ঝাড়ি লয়। কতবড় বেহায়া হলে অন্যের লেখা নিজের বলে চালানো যায়!!
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩১
কাছের-মানুষ বলেছেন: হুম সেটাই । বেহায়া না হলে কি চুরি করা যায় ! এদের জ্বালায় নিজের লেখা নিজের বলে দাবি করা খুব কঠিন হয়ে যাবে সামনে !
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই চোর দের জ্বালায় আর লেখা যাবে না
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯
কাছের-মানুষ বলেছেন: আমার আলো ব্লগের কিছু লেখা আছে সেটা এখানে দিতে পারছি না কারন অনেকে সেই লেখাগুলো ইতিমধ্যে চুরি করে নিজের নামে বিভিন্ন জায়গায় পোষ্ট করেছে । তাই এখন আমি এখানে দিলে উল্টো হয়তবা আমাকেই অনেকে ভাববে আমার নিজের লেখা না ! ব্যাপারটা খুব অস্বস্তির । তবে এটাও ঠিক ব্লগে টুকটাক না লেখলেও লেখার অভ্যাসটাই হারিয়ে যাবে হয়তবা! এগুলো মেনে নিয়েই হয়তবা চলতে হবে ব্লগে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
১৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:২৫
ওসেল মাহমুদ বলেছেন: ভালো লোকেরা সবসময় ঠকে ! আর চোর বাটপারদের পোয়াবারো ! প্রতিবাদ করতেই হবে ! কিন্তু লেখা বন্ধ করা যাবে না কিন্তু !
০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:১১
কাছের-মানুষ বলেছেন: হ্যা ঠিকই বলেছেন।চোরদের প্রতিহত করা দরকার, এদের জ্বালায় লিখে শান্তি নাই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চোরের হদিশ পেলে ওর গলা টিপে ধরবেন।