নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘মানুষ তার স্বপ্নের চাইতেও বড়’

কাছের-মানুষ

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !

কাছের-মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার মরুভূমি রাজ্য এরিজোনায় হাইকিং (ফটো-ব্লগ)

২৫ শে জুন, ২০২৩ সকাল ১১:৪২


আজকে শনিবার, ছুটির দিন তাই ভাবলাম বাইরে কোথাও ঘুরে আসি! এরিজোনা আসার পর সেভাবে কোন ট্যুর দেয়া হয়নি। আমার বউ এবং ছেলে বাংলাদেশে ঘুরতে গেছে মাস দুয়েক হল, একা একা বাসায় থাকার চেয়ে ভাবলাম হাইকিং করে আসি! গুগল করে হাইকিং করার একটি জায়গা পেয়ে গেলাম, সাবিনো কেনিয়ন (Sabino Canyon), জায়গাটা আমার বাসা থেকে ১২-১৪ মাইল এর মত দূরে অবস্থিত! এখানে অনেকগুলো ট্রেইল আছে, তার মাঝে কিছু লেক, জলাশয়, ঝর্না থেকে শুরু করে সুউচ্চ পাহার। এক একটি ট্রেইল আধা ঘণ্টা থেকে কয়েক ঘণ্টা লাগে হাইকিং করতে, এর আগে আমি ঝর্না বা জলাশয়ে হাইকিং করেছি তবে পাহাড় বিশেষ করে মরুভূমি অঞ্চলের পাহাড় সেভাবে হাইকিং করা হয়ে উঠেনি! তাই ভাবলাম এবার পাহাড় হাইকিং করব! এখানে blackett's Ridge নামক এক পাহাড় আছে, উচ্চতা প্রায় ১৭৫০ ফুট, আমি ভাবলাম আজ এটাই হাইকিং করব!

সত্যিকার অর্থে জুন মাস পাহাড় হাইকিং এর জন্য তেমন ভাল সময় না, কারণ এটা মরুভূমি এলাকা, মাইলের পর মাইল বড় কোন গাছ নেই আছে শুধু ক্যাকটাস এবং বড় ক্যাকটাস (Saguaros) গাছ! এই ক্যাকটাস এবং Saguaros আমেরিকার দক্ষিন পশ্চিম রাজ্যেই দেখা যায়, আমি অন্তত অন্য কোন রাজ্যে এই গাছ দেখিনি! চিন্তা করলাম এই পাহাড়ই হাইকিং করব আজ, যতদূর পারি করব, শেষ করতে না পারলে দরকার পরে অন্য কোন সময় আবার আসব! সব মিলিয়ে ভাল একটি অভিজ্ঞতা হল বিশেষ করে মরুভূমি এলাকায় হাইকিং করতে কি ধরনের প্রিপারেশন নেয়া দরকার তার একটি ধারনা পেলাম!

কিছু ছবি!

বড় ক্যাকটাস (Saguaros)


ক্যাকটাস



এই রাস্তা ধরে পাহাড় বেয়ে উপরে উঠছিলাম।


এখান থেকে shuttle bus-ও ছারে, কিছু জায়গা এই বাস দিয়েও যাওয়া যায়!

জার্নিটির একটি ভিডিও ব্লগও করেছিঃ


ইউটিউব ভিডিও লিংক সরাসরি

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: ভালো লাগলো, কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই কেন? আমি সহ মাত্র দুজন :-P
আপনার পার্সনাল নেটওয়ার্ক থেকেই কয়েক হাজার সাবসস্ক্রাইবার হবার কথা।

২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৭

কাছের-মানুষ বলেছেন: হা হা, আমি ব্লগ ছাড়া আর কোথাও শেয়ার দেইনি! সামুতে ব্লগিং করি আমার বউ অনেক বছর পর, ব্লগিং এর ১৩ বছরে ফেবুতে নিজের পোষ্ট এ বছর শেয়ার দিয়েছিলাম! আমার সব কিছু সব কিছু থেকে আইসোলেটেড! তবে প্রতি সপ্তাহে একটি ভিডিও দেবার চেস্টা থাকবে, এভাবে দেখি কি হয়!

২| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট।
ইউটিউবে সময় দিলে আপনার সাস্ক্রাইবার বাড়বে।

২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৪৬

কাছের-মানুষ বলেছেন: আমি পরিচতিদের মাঝে শেয়ার দিচ্ছি না, কিছুটা চ্যালেঞ্জ ভাল লাগে! ব্যাপারটি চ্যালেঞ্জিং মনে হচ্ছে বাট ইনজয় করছি! অনেক দেশ, অনেক জায়গা ঘুরেছি, ভাবলাম ভিডিও ব্লগিং করাও উচিত।

৩| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ২:৪০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভালো পোস্ট । র‌্যাট্‌ল্‌স্নেইক, রাসেল ভাইপার এর ছবি আশা করেছিলাম । এ সব সাপের জন্য আর্দশ জায়গা । প্রস্তুতি নিয়ে যাবেন ।

২৬ শে জুন, ২০২৩ রাত ১:২৮

কাছের-মানুষ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এখানে সাপ আছে বিশেষ করে একটি ট্রেইল এর নামও দেখলাম র‍্যাটলস্নেইক নামের!
তবে আমি দেখিনি এবার, যাবার আগে ভিডিও দেখছিলাম অনেকেই দেখেছে বলেছে!

আমি ভিডিওতে গুগল থেকে একটি ছবি দিয়েছি র‍্যাটলস্নেইকের।

৪| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৮

শাওন আহমাদ বলেছেন: ভালো লাগলো।

২৬ শে জুন, ২০২৩ রাত ১:২৮

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোট কত কিলোমিটার হেঁটেছেন? মোট কতজন ছিলেন? নাকি একাই (সাথে ফটোগ্রাফার)?

ভালো অভ্যাস।

ভিডিও চ্যানেল ঘুরে এলাম। সময় নেই বলে ভিডিও অল্প একটু দেখেছি। ভিডিও মেকিং / ভিডিওগ্রাফি ভালো।

শুভ কামনা রইল।

২৬ শে জুন, ২০২৩ রাত ১:৩৩

কাছের-মানুষ বলেছেন: মরুভূমি ওয়েদার, ড্রাই অনেক, একটু পর পর পানির তৃষ্ণা লাগে যেহেতু বাতাসের সাথে কোন পানি যায় না শরীরে! প্রায় ৪ মাইলের (৬-৬.৫ কিমি) মত হবে, তবে পানি কম নিয়ে গিয়েছিলাম, শেষের দিকে হাটার শক্তি পাচ্ছিলাম না!

একাই গিয়েছিলাম, কেউ ছিল না। ভিডিওতে হয়ত যদি দেখে থাকেন দেখবেন আমার পিছন থেকে একটি শর্ট আছে, দেখে মনে হবে কেউ পিছন থেকে ভিডিও করছে! সেগুলো আমার সেলফি স্টিককে ট্রাইপড বানিয়ে পিছনে সেট করে নিয়েছিলাম!

মাত্র শুরু করলাম ভিডি ব্লগ, এটা মনে হয় কিছু একটা হয়েছে, এর আগেরগুলো আমারই ভাল লাগেনি! আমার হাটাহাটির অভ্যাস আছে, তাই শুরু করলাম ভিডিও! কোথাও গেলে কয়েকটি ভিডিও একসাথে একদিনে বানিয়ে ফেলব সেগুলো প্রতি সপ্তাহে একটি করে দেব ভাবছি!

৬| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৭:১৫

হাসান জামাল গোলাপ বলেছেন: এরিজনায় hiking করার অনেকদিনের শখ কিন্ত যাওয়া হয়ে উঠে না, Marlboro সিগারেটের বিজ্ঞাপনে সেখানকার পাহাড় দেখানো হয়েছিলো যতদূর মনে পড়ে, একসময় মৃদু ধূমপায়ী ছিলাম সেজন্য ওই এলাকা নিয়ে স্মৃতিময় ফ্যান্টাসি কাজ করে।

২৬ শে জুন, ২০২৩ সকাল ৮:৪৪

কাছের-মানুষ বলেছেন: আপনিও আমেরিকায় থাকেন মনে হয়! এরিজোনার আশেপাশে থাকলে অবশ্যই এখানে হাইকিং করতে পারেন, এরিজোনার ল্যান্ডস্কেপ অন্য রাজ্য থেকে একটু ডিফারেন্ট!

৭| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:১৪

শেরজা তপন বলেছেন: কেক্রাস না ক্যাকটাস?
এরিজোনায় বিশাল এই কেক্রাসগুলো কিংবা ক্যাকটাসগুলো বরাবরই আমার দেখার খুব সখ।

২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:৩৬

কাছের-মানুষ বলেছেন: আপনি ঠিক, ক্যাকটাসই (cactus) হবে। আপনি ঠিক করে দিলাম।

এখানে বড় বড় ক্যাকটাসগুলো সব জায়গায় দেখা আছে। আসলে ইংরেজিতে Saguaros বলে এগুলোকে তবে বাংলায় এর নাম কি হবে আমি ঠিক জানিনা! এগুলো লম্বায় সর্বোচ্চ ৪০ ফিট এর মতও হয়!

৮| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার আরো আগে ইউটিউবে যুক্ত হওয়ার দরকার ছিলো।

২৭ শে জুন, ২০২৩ ভোর ৪:১২

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন!

৯| ২৮ শে জুন, ২০২৩ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্যোগ, অভিজ্ঞতা আর ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ। + +
এরিযোনায় আমার দুজন খুব কাছের বন্ধু থাকে। ওদের ওখান থেকে ঘুরে আসার জন্য দীর্ঘদিনের নিমত্রণ পেন্ডিং আছে।
ভিডিওটা বেশ দীর্ঘ সময়ের। দেখছি।


২৮ শে জুন, ২০২৩ রাত ১১:৪৫

কাছের-মানুষ বলেছেন: ঘুরে যান, আমার পক্ষ থেকেও দাওয়াত রইল এখানে এলে। অনেকটা মধ্যপ্রাচ্যের ফ্লেবার আছে এই এরিজোনাতে! ভাল লাগবে আসলে।

১০| ২৮ শে জুন, ২০২৩ সকাল ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: ভিডিও ক্লিপ টা অর্ধেক দেখা হলো। চমৎকার বর্ণনা দিয়ে যাচ্ছেন, যা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে।
আমার মনে হয়, একজন বন্ধুকে সাথে নিয়ে হাঁটলে তা আরও উপভোগ্য হতো।
আপনি যখন হাঁটছিলেন, তখন তাপমাত্রা কত ছিল? জনমানবহীন ট্রেইলে এতক্ষণ হাঁটতে কেমন লাগছিলো?
ভিডিও ক্লিপ টা দেখছি আর ভাবছি, বাংলাদেশ থেকে কয়েক লাখ লোক এনে এখানে সেটল করালে মন্দ হতো না। আশাকরি, টিকেট যেহেতু কেনাই আছে, আপনি এক সপ্তাহের মধ্যেই আপনি আবার এখানে আসবেন এবং দূর থেকে দেখা ঐ রিজটাতে পদার্পণ করে আরেকটা ভিডিও ক্লিপসহ পোস্ট দিবেন। সম্ভব হলে একজন বন্ধুকে ধরে আনবেন।
ঘর থেকে বের হবার আগে রুটি বানানোর দৃশ্যটা চমৎকার হয়েছে। আর বলতেই হয়, গরুর গোশতের পাত্রটা দেখে খেয়ে ফেলতে ইচ্ছে হয়েছিল। মনে হয়, সে রকমের সুস্বাদু হয়েছিল।

২৮ শে জুন, ২০২৩ রাত ১১:৪৭

কাছের-মানুষ বলেছেন: তাপমাত্রা প্রায় ৩৮ এর মত ছিল। যদিও বাংলাদেশে এর চেয়ে বেশী হয় তবে এটা মরুভূমি এলাকা, ড্রাই ওয়েদার অনেক। শরীর ডিহাড্রেড হয়ে যায় তারাতাড়ি, একটু হাঁটলেই ক্লান্ত লাগে অনেক, পানির তৃষ্ণা লাগে অনেক!

আমেরিকাতো আসলে অনেক বড়, জনসংখ্যা ৩০ কোটি এর মত, আয়তনে প্রায় ৬৬টি বাংলাদেশ এর সমান! অনেক বাংলাদেশ এখানে খালি পড়ে থাকে। আসলে সেই রিজটার চূড়ায় মনে হয় শীতের সময় যাওয়া উচিৎ, প্রচণ্ড গরম লাগে এখন। তবে আমার টিকিট করা আছে, প্রায় ১৪টির মত ট্রেইল আছে, কিছু ঝর্ণার ট্রেইল আছে সেগুলো এক্সপ্লোরের করব দেখি।

মাংস আগেরদিনই রান্না করেছিলাম সাথে মটরশুঁটি দিয়ে পোলাও করেছিলাম! বাসায় গেস্ট আসলে আমার ডিপার্ট্মেন্ট হল গরুর মাংস, বিরানি, পোলাও ইত্যাদি, ১৫-২০ এর রান্না রেগুলার করতাম যখন বড় কমিউনিটিততে থাকতাম, আমার বউ এর ডিপার্টমেন্ট হল মুরগীর রোষ্ট, ডেজার্ট ইত্যাদি!

আপনার ভাল লেগেছে দেখে ভাল লাগল।

১১| ২৮ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: ভিডিও ক্লিপটা দেখলাম, পুরোটাই। আপনার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করেছি ও আলাদা মন্তব্য করেছি।
অভিনন্দন ও ধন্যবাদ।

২৮ শে জুন, ২০২৩ রাত ১১:৪৯

কাছের-মানুষ বলেছেন: আপনি পুরোটা দেখেছেন এবং সাবস্ক্রাইবের জন্য কৃতজ্ঞতা রইল অনেক।

ভাল থাকুন।

১২| ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার সব ছবি।

০৩ রা জুলাই, ২০২৩ রাত ২:১৫

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ছবি আসলে বেশী তোলা হয়নি, পরে কিছু ভিডিও ক্লিপ থেকে ছবিতে কনভার্ট করেছিলাম!

১৩| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৩

আমি সাজিদ বলেছেন: আপনার ইমেইল এড্রেসটা পাওয়া যাবে ভাইয়া?

০৯ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৪

কাছের-মানুষ বলেছেন: আপনি কিছু মনে না করলে আপনার ইমেইল এড্রেসটা যদি শেয়ার করেন আমি আপনাকে ইমেইল করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.