নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সংবাদ শিরোনাম......

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১১



মাত্র ২০ টি
সংবাদ শিরোনাম....সিলেক্ট করেছিলাম। আপলোড হয়েছে ১০ টা। অবশিষ্ট দুর্নীতির শিরোনাম ধারণ করতে অক্ষম!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৩

বিষাদ সময় বলেছেন: ভাই আওয়ামীলীগ লুটপাট করে দেশটাকে এমনভাবে শেষ করে গেছে যে আমাদের উপদেষ্টাদের এখন হেলকপটারে করে ত্রাণ দিতে যেতে হয়!!!!!

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: আপনাদের নেত্রী তো চোদ্দগুষ্টি নিয়া স্বামীর কাছে আদরে সোহাগে আছে....তেমনটা হলে আপনাদের নেত্রীর মতো প্রথম এক কিলোমিটার গাড়ি বহরে, পরবর্তী দুই কিলোমিটার হেলিকপ্টার তারপর কার্গো বিমানে পড়ে পালিয়ে যাবে কোথায়?

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪

ভুয়া মফিজ বলেছেন: শেখ পরিবার দেশটাকে তার বাপের সম্পত্তি মনে করেই ধর্ষণ করেছে। আর হালুয়া-রুটি খাওয়া গোষ্ঠি তার ফায়দা লুটেছে। এইসব তো সমুদ্রে একফোটা জল ফেলার মতো বিষয়। এই ধরনের জানা-অজানা কাহিনী লিখতে গেলে ভলিয়্যুমের পর ভলিয়্যুম বের হবে। তবে তারপরেও হালুয়া-রুটি লীগ থেকে আফসোস লীগে পরিণত হওয়া দালালদের চরিত্র বদলাতে পারবেন না। এরা সুযোগমতো ল্যাদাবেই ল্যাদাবে। আমি দেশে কিংবা বিদেশে এই ধরনের নির্লজ্জ গোষ্ঠি আর কোথাও দেখি নাই। দেখবো......তেমন আশাও নাই!!! B:-)

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: শেখ পরিবারের আর এক নাম চোর পরিবার। শেখ হাসিনার আসল পরিচয় খুনী, গণহত্যাকারী পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: শত কোটি টাকা দুর্নীতি আওয়ামীলীগ আমলে কোন বাপারই ছিল না। এগুলির বিচার হবে কি না কে জানে।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫০

জুল ভার্ন বলেছেন: যার "পিওন চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলেনা"- সেই মনিব এবং তার সাগরেদরা হাজার কোটি টাকার মালিক হবেনা- এটা কোনো কথা!

৪| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: যার "পিওন চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলেনা"- সেই মনিব এবং তার সাগরেদরা হাজার কোটি টাকার মালিক হবেনা- এটা কোনো কথা!

সেটাই!
একজন প্রধানমন্ত্রী যেদিন নিজের মুখে এই কথাটা বললেন, পিওন চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলেনা , এর মানেই দেশ প্রধান হিসেবে উনি ব্যর্থ। অনেক আগেই স্বেচ্ছায় রিজাইন করা উচিত ছিলো। পিওন যদি এই করে, বড় নেতারা কি করতে পারে অনুমেয়।

ওনাকে বুদ্ধিমতি বলে জানতাম, কিন্তু ওনার এই আচরণে নিজের অবস্থানকে ছোট করে বোঝালেন যে উনার বুদ্ধি লোপ পেয়েছে।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: এমন চুরি করছে যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.