নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সংবাদ শিরোনাম......

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১১



মাত্র ২০ টি
সংবাদ শিরোনাম....সিলেক্ট করেছিলাম। আপলোড হয়েছে ১০ টা। অবশিষ্ট দুর্নীতির শিরোনাম ধারণ করতে অক্ষম!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৩

বিষাদ সময় বলেছেন: ভাই আওয়ামীলীগ লুটপাট করে দেশটাকে এমনভাবে শেষ করে গেছে যে আমাদের উপদেষ্টাদের এখন হেলকপটারে করে ত্রাণ দিতে যেতে হয়!!!!!

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: আপনাদের নেত্রী তো চোদ্দগুষ্টি নিয়া স্বামীর কাছে আদরে সোহাগে আছে....তেমনটা হলে আপনাদের নেত্রীর মতো প্রথম এক কিলোমিটার গাড়ি বহরে, পরবর্তী দুই কিলোমিটার হেলিকপ্টার তারপর কার্গো বিমানে পড়ে পালিয়ে যাবে কোথায়?

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪

ভুয়া মফিজ বলেছেন: শেখ পরিবার দেশটাকে তার বাপের সম্পত্তি মনে করেই ধর্ষণ করেছে। আর হালুয়া-রুটি খাওয়া গোষ্ঠি তার ফায়দা লুটেছে। এইসব তো সমুদ্রে একফোটা জল ফেলার মতো বিষয়। এই ধরনের জানা-অজানা কাহিনী লিখতে গেলে ভলিয়্যুমের পর ভলিয়্যুম বের হবে। তবে তারপরেও হালুয়া-রুটি লীগ থেকে আফসোস লীগে পরিণত হওয়া দালালদের চরিত্র বদলাতে পারবেন না। এরা সুযোগমতো ল্যাদাবেই ল্যাদাবে। আমি দেশে কিংবা বিদেশে এই ধরনের নির্লজ্জ গোষ্ঠি আর কোথাও দেখি নাই। দেখবো......তেমন আশাও নাই!!! B:-)

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: শেখ পরিবারের আর এক নাম চোর পরিবার। শেখ হাসিনার আসল পরিচয় খুনী, গণহত্যাকারী পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: শত কোটি টাকা দুর্নীতি আওয়ামীলীগ আমলে কোন বাপারই ছিল না। এগুলির বিচার হবে কি না কে জানে।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫০

জুল ভার্ন বলেছেন: যার "পিওন চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলেনা"- সেই মনিব এবং তার সাগরেদরা হাজার কোটি টাকার মালিক হবেনা- এটা কোনো কথা!

৪| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: যার "পিওন চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলেনা"- সেই মনিব এবং তার সাগরেদরা হাজার কোটি টাকার মালিক হবেনা- এটা কোনো কথা!

সেটাই!
একজন প্রধানমন্ত্রী যেদিন নিজের মুখে এই কথাটা বললেন, পিওন চারশো কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলেনা , এর মানেই দেশ প্রধান হিসেবে উনি ব্যর্থ। অনেক আগেই স্বেচ্ছায় রিজাইন করা উচিত ছিলো। পিওন যদি এই করে, বড় নেতারা কি করতে পারে অনুমেয়।

ওনাকে বুদ্ধিমতি বলে জানতাম, কিন্তু ওনার এই আচরণে নিজের অবস্থানকে ছোট করে বোঝালেন যে উনার বুদ্ধি লোপ পেয়েছে।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১৮

জুল ভার্ন বলেছেন: উনি কখনওই 'বুদ্ধিমতী' ছিলেন না, ওনার চরিত্রে কুবুদ্ধি আর হিংস্রতা ছাড়া ভালো কিছুই কখনওই ছিলো না। আবার ওনার অবস্থানও কখনও বড়ো ছিলো না- যা থেকে ছোট করবে। উনি আজীবন মিন মাইন্ড লেডি। শেখ পরিবারের একজন সদস্যের নাম কেউ বলতে পারবেন না কিম্বা শেখ পরিবারের সাথে সংশ্লিষ্ট- যে বা যারা আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত না।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: এমন চুরি করছে যে!

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:২০

জুল ভার্ন বলেছেন: খবর প্রকাশ- চোরনি পালিয়ে যাবার সময়ও কার্গো বিমান ভর্তি ১৪ টা বড়ো বড়ো সুটকেস নিয়ে পালিয়েছে।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০৬

কামাল১৮ বলেছেন: প্রমান হীন দাবী।প্রমান হলে সাজা হবে।

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০২

জুল ভার্ন বলেছেন: কোনো এভিডেন্স না থাক্লেও, প্রমাণ হবার আগেই বিএনপি পরিবারের যে কাউকে দুর্নীতিবাজ বলার সময় আপনার এই নীতিজ্ঞান ছিলো কোথায়?

৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩২

বিষাদ সময় বলেছেন: এখানে এসে আর মন্তব্য করার ইচ্ছা ছিলনা কিন্তু করতে বাধ্য হলাম। আপনি কি করে বুঝলেন শেখ হাসিনা আমার নেত্রি? কোন দিন কোন পোস্টে আমাকে শেখ হাসিনার গুনগান গাইতে দেখেছেন?

এই যে আপনি বললেন পুরো শেখ পরিবার একটা চোর পরিবার। শেখ জামাল, কামালের নামে তো প্রোপাগাণ্ডার শেষ ছিলনা। কিন্তু শেখ মুজিব কে হত্যার পর তার বা তার ছেলেদের নামে কয়টা দুর্নীতির ঘটনা প্রমান হয়েছে। শেখ হাসিনার ১৯৯৬-২০০১ আমলের কয়টা দুর্নীতি প্রমাণিত হয়েছে? এখন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ উঠছে হয়তো সেগুলোর অনেকটাই সত্যি আবার অনেকগুলো মিথ্যা ....সমস্যা হচ্ছে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা না করে পূর্ববর্তী সরাকারের মতো এ সরকারও শুধু বিশেষ উদ্দেশ্যে প্রপাগান্ডা চালাচ্ছে। আর আমরাও সে স্রোতে গা ভাসিয়ে দিয়ে বর্তমানের অসঙ্গতি গুলো ঢাকা চাপা দিতে সহযোগীতা করছি।
পাঁচ মাস ধরে প্রচার চলছে শেখ হাসিনা দেশটাকে লুটেপুটে একদম শেষ করে দিয়ে গেছে। সে রকম একটা অবস্থায় একমাসে একজন উপদেষ্টা ৩০ লক্ষ টাকার হেলিকপ্টার বিল দেয় কি করে? পাতি নেতারাও এখন প্রাডো ছাড়া চলেনা, দেশের অর্থনীতি যদি রসাতলে চলে গিয়ে থাকে এগুলো সম্ভব হয় কি করে?

কে ভদ্র, কে ভদ্রতার মুখোশ পরে থাকে তা বোঝা যায় যখন সেই মানুষ কোন বৈরী অবস্থায় পড়ে তখন। আওয়ামীলীগ আর বিএনপি পার্থক্য হলো শুধু এই একটা ভদ্র লোকের মুখোশে।

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭

জুল ভার্ন বলেছেন: আরে ভাই বিরক হচ্ছেন কেনো- "আপনারা"/ "আমরা" হচ্ছে কথার কথা। অর্থাৎ "ঝি কে মেরে বৌকে শিক্ষা"! "আমি"/ " আপনি" হচ্ছে নির্দিষ্ট করে বলা।

৮| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৩

শিশির খান ১৪ বলেছেন: দেশটাকে খায়া শেষ করে দিছে এখন সব দুবাই সিঙ্গাপুর ভাগছে কিছু ছাগল এখনো এদের সমর্থনে কথা বলে।

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯

জুল ভার্ন বলেছেন: যারা এখনো ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কথা বলে ওরা হচ্ছে- দ্বিপদী জানোয়ার। বর্বর, মানবতার কলংক।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৬

বাকপ্রবাস বলেছেন: এতোগুলো ফেরসতা একসাথে আহা আহা কতইনা ভাল লাগছে

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

জুল ভার্ন বলেছেন: এ টু জেড....চোর। তা না হলে- সব সংসদ সদস্য, এমপি, অনেক আমলা, পুলিশ সদস্য, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, এমনকি সোশ্যাল মিডিয়ার বেশীরভাগ সদস্যও পালিয়ে যায় না।

১০| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭

জুল ভার্ন বলেছেন:

১১| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭

জুল ভার্ন বলেছেন:

১২| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৮

জুল ভার্ন বলেছেন:

১৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৮

জুল ভার্ন বলেছেন:

১৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯

জুল ভার্ন বলেছেন:

১৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫০

জুল ভার্ন বলেছেন:

১৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭

জুল ভার্ন বলেছেন:

১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২২

জুল ভার্ন বলেছেন:

১৮| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৯

জটিল ভাই বলেছেন:
সত্যি বলতে ভাই, এসব দেখে এখন আর খারাপ লাগে না। কারণ, এসব খবর পুরাতন হয় না। ৫ বছর পরও এসব খবর ছাপা হবে। শুধু নামগুলো আর পরিমানটা পাল্টাবে :(

১৯| ১৪ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪২

জুল ভার্ন বলেছেন:

https://mzamin.com/news.php?news=144034#gsc.tab=0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.