![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !
প্রায় সাড়ে তিন মাস হলো আমি ইউটিউবিং শুরু করেছি! এখন ভিডিও মিডিয়ার যুগ, তাই ভাবলাম নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু ফরজ হয়ে দাড়িয়েছে! এর আগে ট্রাভেলিং ব্লগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে এক সময় বন্ধ করে দিই। কারণ আমার মনে হলো, আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, কিন্তু ট্রাভেলিং ভিডিও ব্লগিংটা আমার কাছে এতটা উপভোগ্য নয়।
অনেক চিন্তা-ভাবনা করে আমি কিছু সম্ভাব্য বিষয় নির্বাচন করলাম। আমাদের মহাবিশ্ব এবং এর রহস্য নিয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম। এটা সবসময়ই আমার পছন্দের বিষয় ছিল। আমার মনে হলো, এই বিষয়ে আমার আগ্রহ আছে এবং এ নিয়ে ভিডিও বানালেও আমি ক্লান্ত হব না।
আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করি। আসলে একসাথে অনেকগুলো ভিডিও তৈরি করে রেখে দিই স্কেজুয়েল করে, যাতে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও অটোমেটিকভাবে রিলিজ হয়। এখন যেগুলো আপলোড করা আছে, সেগুলো প্রায় দুই মাস ধরে চলবে!
ইউটিউবে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। এখানে ভালো কন্টেন্টের কোনো বিকল্প নেই! কন্টেন্ট ভালো হলে এবং কনসিসটেন্টলি ভিডিও আপলোড করলে ভিউ বাড়বেই। প্রথম দিকে ভিউ এবং সাবস্ক্রাইবার পেতে কিছুটা সমস্যা হয়, কিন্তু সময়ের সাথে সাথে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউবের অ্যালগরিদম ভালোভাবে বোঝা। এটা বুঝলে অনেকটাই এগিয়ে থাকা যায়। যেমন, ইউটিউব নতুন ভিডিও রিলিজ করলে প্রথমে মাত্র একশ থেকে দুইশ মানুষের কাছে দেখায়। তারপর দেখে যে মানুষ কেমন সাড়া দিচ্ছে। যদি ভালো সাড়া পাওয়া যায়, তাহলে ধীরে ধীরে ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। তবে পুরনো বা এস্টাবলিশড চ্যানেল হলে, প্রথমেই অনেক মানুষের কাছে ভিডিও পৌঁছে যায়।
আমার চ্যানেলটি নতুন হওয়ায়, এখন পর্যন্ত ১৪টি ভিডিও রিলিজ হয়েছে। আমার প্রথম ভিডিওর সময় ইউটিউব মাত্র দুইশ থেকে তিনশ মানুষের কাছে ভিডিও পৌঁছে দিয়েছিল, এবং ভিউও অনেক কম ছিল, পঞ্চাশেরও কম। আমার প্রথম চারটি ভিডিও প্রায় একই রকম পারফর্ম করেছিল। এই তথ্যগুলো ইউটিউব অ্যানালিটিক্স থেকে দেখা যায়। এখন যখন কোনো ভিডিও দেই, সেটা কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যায় (সবাই দেখে না, এটাই সাভাবিক)। এখন পর্যন্ত আমার চ্যানেলে কয়েকটি ভিডিও ভালো পারফর্ম করছে। বেশ কয়েকটি ভিডিও এর ভিউ হাজার পেরিয়েছে, আরেকটি তিন হাজারেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি প্রতিদিন প্রায় একশ থেকে দুইশ নতুন ভিউ আসছে।
আমার ইউটিউবের অভিজ্ঞতা বলে, অনেকেই রিকোয়েস্ট করে বা ফেসবুকে সাবস্ক্রাইবার চেয়ে কান্নাকাটি করে। আসলে এই ধরনের সাবস্ক্রাইবার চ্যানেলের জন্য ভালো ফল বয়ে আনে না। অর্গানিক সাবস্ক্রাইবারই ভালো, কারণ তারা চ্যানেলের কন্টেন্ট পছন্দ করে সাবস্ক্রাইব করে। তাই নতুন ভিডিও এলে তারা দেখার সম্ভাবনা বেশি থাকে। এতে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। রিকোয়েস্ট করে সাবস্ক্রাইবার আনার ক্ষেত্রে দেখা যায়, তারা চক্ষুলজ্জায় সাবস্ক্রাইব করে, কিন্তু চ্যানেলের কন্টেন্ট তাদের পছন্দের না হওয়ায় ভিডিও দেখে না। এমন সাবস্ক্রাইবার বেশি হলে চ্যানেলের জন্য ক্ষতিই হয়।
আমার চ্যানেলের লিংক
আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও ভালো চলছেঃ
আপনাদের কারো যদি ইউটিউব নিয়ে অভিজ্ঞতা থাকে, শেয়ার করতে পারেন! অনেকেই হয়তো শখে ইউটিউব করেন, আবার অনেক হেভিওয়েট ইউটিউবারও রয়েছেন, যারা ব্লগে ঘাপটি মেরে বসে আছেন। অভিজ্ঞতা শেয়ার করে উপকৃত করুন!
০৪ ঠা মার্চ, ২০২৫ ভোর ৪:০৮
কাছের-মানুষ বলেছেন: অপনি যেই বিষয় পছন্দ করেন, সেই বিষয়ের উপর শুরু করতে পারেন।
২| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ৩:১৩
ধুলোপরা চিঠি বলেছেন:
মনে হচ্ছে, আপনি নিজের সঠিক এলাকা খুঁজে বের করেছেন। আমাদের অনেক ব্লগার সায়েন্স'এর জগতে প্রবেশ করতে পারবেন।
০৪ ঠা মার্চ, ২০২৫ ভোর ৪:১০
কাছের-মানুষ বলেছেন: আপনি সঠিক বলেছেন! আসলে ইউটিউবে নিজের পছন্দের বিষয় খুজে না পেলে সমস্যা, এক সময় ভিডিও বানিয়ে অনেকে হাপিয়ে উঠে, তাই নিজের পছন্দের বিষয় খুজে বের করা জরুরী!
৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ৩:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি মানিটা্িজেশন পেয়ে গেছি।
একারণেই এই ব্লগ ছেড়ে দিয়েছি।
০৪ ঠা মার্চ, ২০২৫ ভোর ৪:১০
কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে! আপনার চ্যানেলের বয়স কত, লিংক এখানে শেয়ার করতে পারেন!
৪| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: গ্রেট।
ভালো একটা কাজ করেছেন। আরো আগে করা উচিৎ ছিলো। যাইহোক, কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়।
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৩
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক বলেছেন!
কবি বলেছেন, "দেরি হোক, যায়নি সময়।"
কবি ঠিকই বলেছেন!
৫| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ইউটিউব চ্যানেলে এখন ১২৪ জন সাবস্ক্রাইবার আছেন। কিছু ভিডিও ভালোই ভিউ হয়। আমি তো এত শত বুঝি না। গাছপালার ভিডিও দেই । ও ভিডিও না এখন রিল দিই । আপনার ইউটিউব দেখে নেব ইংশাআল্লাহ।
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৩
কাছের-মানুষ বলেছেন: চমৎকার! আপনি যে বিষয়ে আগ্রহী, সেই বিষয়ে ভিডিও বানানো ভালো। কনসিসটেন্টলি ভিডিও বানালে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকে। আমার প্রথম দেড়-দুই মাসে সাবস্ক্রাইবার বাড়েনি, কিন্তু তারপর থেকে প্রতিদিন ২-৩ জন নতুন সাবস্ক্রাইবার অর্গানিকভাবে যোগ হচ্ছে।
৬| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:৪২
কামাল১৮ বলেছেন: সময়ের সাথে থাকতে হবে।
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৩
কাছের-মানুষ বলেছেন: আপনি সঠিক বলেছেন। চেষ্টা করছি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে!
৭| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৫০
নতুন বলেছেন: খারাপ না। তবে বর্ননা আরো সাবলিল হতে হবে। সাবস্ক্রাইব করলাম।
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৪
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি চেষ্টা করব আরও ভালো করতে।
৮| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: কাছের-মানুষ,
মহাবিশ্ব নিয়ে কিছু বলা একটি সুন্দর বিষয়। আমারও প্রিয় । যেহেতু মহাবিশ্বের শেষ নেই ( ? ) তাই এ নিয়ে জানার বা বলারও শেষ নেই। প্রতিদিন নতুন নতুন কিছু যোগ হচ্ছে এ বিষয়ে।
ইউটিউবের জন্যে আপনি একটি ভালো বিষয় বেছে নিয়েছেন। তবে বর্ণনা আর একটু ধীর-গম্ভীর ও সাবলীল হলে ভালো হতো। ইউটিউবে এবিষয়ে অনেক বাংলা চ্যানেল পাওয়া যায়, দেখে নিতে পারেন।
আপনার সফলতা কামনায়। শুভেচ্ছান্তে।
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৪
কাছের-মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমি মহাবিশ্ব এবং বিভিন্ন রহস্যময় বিষয় নিয়ে ভিডিও বানাই, যেমন বারমুডা ট্রায়াঙ্গল, টাইম ট্রাভেল, মহাবিশ্ব ইত্যাদি। আসলে, ভিডিওতে যেই স্পিড দেখছেন, এটা আমার স্বাভাবিক স্পিড নয়। এটি সফটওয়্যার দিয়ে করা। অনেকেই দেখি স্পিড বাড়িয়ে ভিডিও প্রকাশ করে। আমি এখনো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছি। আমি চেষ্টা করব আরও ভালো করতে।
৯| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৭
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে আবার ফিরে আসার জন্য!
১০| ০৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ভিডিও ভালো লেগেছে। ধীরে ধীরে আরও উন্নত হবে আশা করি।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৭
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব আরো উন্নত করতে।
১১| ০৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
খায়রুল আহসান বলেছেন: আপনি এক নতুন পথের দিশা পেয়েছেন, এ জন্য অভিনন্দন আপনাকে, এবং এ পোস্টের জন্য ধন্যবাদ।
এসব বিষয়ে আমার আগ্রহ একটু কম, তবে আপনার লেটেস্ট ভিডিওটি আমাকে কৌতুহলী করে তুলেছে।
আপনি আপনার যে চ্যানেলের লিঙ্কটি দিয়েছেন, সেটাতে তো প্রবেশ করা যাচ্ছে না। "আপনি যে ব্লগটি খুঁজছেন, এই ব্লগটি পাওয়া যায় নি" - এই লেখাটা আসছে।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৮
কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করছি সময় করে কিছু ভিডিও দেওয়ার। একসাথে কয়েকটি ভিডিও বানিয়ে আপলোড দিয়ে রাখি, যাতে প্রতি সপ্তাহের শুক্রবারে একটি করে ভিডিও অটোমেটিকভাবে প্রকাশ হয়। চেষ্টা করছি বিজ্ঞান বিষয়ে সময় করে একটি ভিডিও আর্কাইভ তৈরি করার।
লিংকটি ঠিক আছে, কিন্তু কেন জানি সামু থেকে ক্লিক করলে কাজ করছে না!
এখানে লিংকটি দিলাম, কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার করলে চ্যানেলে নিয়ে যাবে।
https://www.youtube.com/@CosmicMystery
১২| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫০
মাআইপা বলেছেন: ভিডিও দেখলাম ভালো লেগেছে।
আপনার ইউটিউব চ্যানেলের মেইলে একটা মেইল করেছি।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫৬
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ই-মেইলে? আমি চেক করে দেখলাম, কোন ইমেইল আসেনি!
১৩| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫৯
মাআইপা বলেছেন: তাহলে একবার spam এ চেক করে দেখুন।
০৬ ই মার্চ, ২০২৫ রাত ১:২১
কাছের-মানুষ বলেছেন: হ্যা spam এ খুজে পেয়েছি।
১৪| ১৮ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৮
জ্যাক স্মিথ বলেছেন: ও.. আমি তো ভাবছিলাম আপনি এখনো ট্র্যভেল ভ্লগিং নিয়েই আছেন।
যা হোক আপনি বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভ্লগিং করতেছেন যা আমার বরারবরই পছন্দের বিষয়।
আসলে ভ্লগিং করা, ব্লগিং করা এগুলো সবই বেশ পরিশ্রমসাধ্য কাজ।
আমি মাঝে মাঝে ঢুঁ মারবো আপনার চ্যানেলে।
১৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫০
কাছের-মানুষ বলেছেন: হুম, ট্রাভেল ব্লগিং অনেক আগেই বাদ দিয়েছিলাম! ট্রাভেল ভিডিও করতে গেলে প্রকৃতি উপভোগ করা কঠিন হয়ে পরে!!
এখনকার বিষয়টি আমি উপভোগ করি। ইউটিউবের শিডিউল সিস্টেম আমার ভাল লাগে। এটিতে ভিডিও আপলোড করে শিডিউল করে রাখা যায়। আমি একবারে অনেকগুলো ভিডিও বানিয়ে আপলোড করে দেই, যা পরে এক সপ্তাহ পর পর প্রকাশ হয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: আমি শুরু করবো ভাবছি।