![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।
"চৈত্রের এই দুপুর গুলো বড় বেশি ক্লান্ত,
বিষন্ন। নির্জন দুপর। চারদিক মাঠ,
প্রান্তর রোদে কেমন খাঁ খাঁ করে।
যে যার মত ব্যস্ত, নিজের ঘরে। শুধু আমার
কোন ব্যস্ততা নেই।বেরিয়ে পড়ি।
প্রতিদিনের সেই পথের
মোঁড়ে দাঁড়াই। খুব
চেনা একটা জায়গা। প্রতিদিন দেখি।
যতদূর চোখ যায় তাকিয়ে থাকি। বুকের
ভেতরটা কেমন যেন হুঁ হুঁ করে ওঠে।
দূরে চা-বাগানটার
পাশে দুইটা নিঃসঙ্গ গাছ কেমন
ডালপালা মেলে দাড়িয়ে আছে।
না জানি কত বছরের পর বছর এই
ভাবে দাঁড়িয়ে আছে। খুব
ইচ্ছে করে দৌড়ে গিয়ে একবার
গাছগুলোকে স্পর্শ করে আসি। কিন্তু
পারি না। আমার সীমানা পথের এই
মোঁড় পর্যন্তই। আমার আকাশ ও ওই অতটুকুই।
চারদিক বড় বেশি নিস্তব্ধ।
মাঝে মাঝে তো মনে হয়
পৃিথবীটা তে আমি একাই বাস করছি।
ইচ্ছে করে আমিও "হিমুর মত" চৈত্রের
কোন এক দুপুরে বেরিয়ে পড়ি সমস্ত
মায়া, বন্ধন পিছনে ফেলে। এই পথের
মোঁড় অতিক্রম করে হাঁটা শুরু করি।
হাঁটতেই থাকি। হাঁটতেই থাকি।
অনন্তকাল যেন এই হাঁটার কোন শেষ
না হয়.. বুকের ভেতর অসয্য এক হাঁহাকার।
কারো অপেক্ষা। কিন্তু ঠিক কার জন্য
এই হাঁহাকার বুঝতে পারি না। এখন আর
বুঝতে চেষ্টা ও করি না। কিছু রহস্য
না জানাই ভাল। কিছু প্রশ্ন না হয় রহস্য
হয়েই থাক.....!!!
©somewhere in net ltd.