নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পথিকের ব্লগ।

হঠাৎ নীল পথিকের ব্লগে।

ব্লগার পথিক

আমি বিখ্যাত কেউ নই তাই আমার সম্পর্কে লিখার প্রয়োজন মনে করিনা। সামহোয়্যার ইন ব্লগে আসার প্রায় ১বছর আগে আমার লিখালিখির জীবন শুরু। এর আগে আমি অন্যান্য ব্লগে নিয়মিত লেখালেখি করতাম।এখন একটা দৈনিক পত্রিকায় জেলা প্রতিনিধি আশা করি লেখনি জীবন সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারনা হয়ে গেছে।যদি না হয়ে থাকে, ছেড়ে দিন না, আমি তো আছিই আমার লেখালেখির মাধ্যমেই দেশটাকে আপনাদের কাছে তুলে ধরবো,no tension আমি তো আছিই।আমি ব্লগার নীল পথিক :-)।

ব্লগার পথিক › বিস্তারিত পোস্টঃ

আধখানা রুটির বীরত্ব।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩


জাতি হিসাবে আমরা প্রবল
চুলকানী প্রবন। সমস্যাটা হলো নিজের
পাছায় আগে মলম না লাগিয়ে অন্যের
পাছার কাপড়
তুলে খোচাখুচি করতে থাকি।
ফেসবুকে লগইন করেই দেখি টাইম লাইন
মালালা কেন নোবেল পেল?
তসলিমা কি দোষ করলো? পরের বার
সানি লিওন নামের প্রবাশী মহান
বেশ্যাকে কেন নোবেল
দেয়া হবেনা এই নিউজ
দিয়ে দিয়ে ভর্তি। পরদেশীদের
পাছা চুলকে দিতে গিয়ে নিজেদের
পাছার দগদগে ঘা টা আমাদের চোখ
এড়িয়ে যায়।
সুমি আর প্রিয়া। ওরা দুই বোন। ওদের
অপরাধ ওরা ক্ষুধার যন্ত্রনা সহ্য
করতে না পেরে শুধু একটা রুটির অর্ধের
চুরি করেছিলো।(সুত্রঃ
দি ডেইলি স্টার)। আমার নিজেরও
একটা মেয়ে আছে। আছে ছোট
দুটো বোন। এদের
বয়সি একটা ভাগনি আছে। শুধু বিক্ষুদ্ধ
জনতার হাত থেকে বাঁচার জন্য ওদের
অসহায় ,ভয়ার্ত, ভীতবিহ্বল চোখ
দুটো একবার করে দেখি -আর
আমি সিউরে উঠি।
ঘটনাটি ঘটেছে ঢাকার একটি বিখ্যাত
পাঁচতারা হোটেলের নীচে। নাগরিক
শোভা বর্ধনে যে শহরে কয়েক মিলিয়ন
টাকা আলোয় ভাসিয়ে দেয়,
যে শহরে কয়েক ঘন্টার বিনোদনের
চাকচিক্যে নগরবাসীরা প্রায়
ছয়কোটি টাকা বিকিয়ে দেয়, জাতীয়
পতাকার সাইজ বাড়াতে নব্বই
কোটি টাকা পতাকার
সাথে সাথে পায়ের
নিচে লুটোপুটি খায়...অর্ধশত
খাসি জবাই করে হয় বউভাত! সেই শহরেই
এই দু অসহায় শিশু ক্ষুধার যন্ত্রণায়
একটি রুটির অর্ধেক চুরি করে, অন্যায়ের
প্রতিরোধকারি জনতার
হাতে নির্মম,নিষ্ঠুরভাবে প্রহারের
স্বীকার হয়। হায়রে বীরের
জাতি...হায়রে বীর জনগন! হাজার
কোটি টাকা লোপাটের
দেশে আধখানা রুটির উপড় বীরত্ত
ফলাস! ওয়াক...থু...।
মালালার নোবেল নিয়া ফেসবুকের
কথিত সেলিব্রেটিদের শতশত স্ট্যাটাস
দেখলাম। এদের নিয়ে কেউ টু
শব্দটি পর্যন্ত করলো না।
হায়রে সমাজ! নিজের "সম্ভ্রম" অর্ধেক
রুটির জন্য মাইর খায় আর
আমরা মালালার
ওড়না ধরে টানাটানি করতে থাকি!!!
কি লজ্জা! কি লজ্জা! ক্ষমা করো সুমি,
ক্ষমা করো প্রিয়া। লজ্জাহীন এই
জাতিকে ক্ষমা করো মামনি তোমরা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

জে এম নাদিম হোসেন বলেছেন: আমরা অন্যকে নিয়ে ব্যস্ত, নিজে কে নিয়ে ভাবার সময় নেই।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

জে এম নাদিম হোসেন বলেছেন: আমরা রুটি নিয়াই বেশি ভাবি, কারন আমরা মাছে ভাতে বাঙালি। রুটি খাই বিদেশিরা , তাই তাই তো আমরা রুটির পিছে লাগি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.