নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার তানসেন রোজ

I am a student of Dhaka University,who wanna change the society.and wanna shake the world.

ব্লগার তানসেন রোজ › বিস্তারিত পোস্টঃ

এইচএসসি রেজাল্ট:আমাদের করণীয়

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯

.....গ্রামের সোহেল

রিকশা চালিয়ে পরিবারের খরচ

জোগায়..

পিতৃহীন সন্তান হয়ে কাজ করার

পাশাপাশি পড়াশুনাটাও

চালিয়ে যাচ্ছে....

এইচএসসিতে জিপিএ ফাইভ

পেয়ে আনন্দে উদ্বেলিত হওয়ার

পাশাপাশি দুশ্চিন্তায়ও ছেয়ে গেল

মা,ছেলের মুখ....

কারণ,উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজন

কাড়াকাড়ি টাকা,যেটা তার

পক্ষে সংগ্রহ করা সম্ভব না...

কতিপয় বৃত্তিদানকারী প্রতিষ্ঠানের

দুয়ারে দুয়ারে ঘুড়েও কাজ হয়নি....

তার জন্য

এগিয়ে আসেনি কেউ,চৌধুরী বাড়ির

ধনী কুট্টি মিঞা ও না....

বাধ্যহয়ে ভার্সিটিতে পড়ার স্বপ্ন

ভেঙে গেলো...

এখন সে রিকশা চালায় আর উদ্দেশ্যহীন

জীবনের কথা চিন্তা করে বেড়ায়..

আজও রেজাল্ট

দিবে,আবারও কতিপয় সোহেল জন্ম

নিবে জাতির ঘাড়ে....

কিন্তু তাদের উচ্চাশা পূরণ

করতে আমরাই পারি...

আর্থিক সহায়তা দিয়ে মেধাবীময়

করে তুলতে পারেন দেশকে.....

না হয় ফোন দিয়ে অন্তত

বলতে পারেন"তুই

চালিয়ে যা,আমরা আছি তোর সাথে"..

কখনো সে যদি প্রেসিডেন্টের

চেয়ারে বসে থাকে,আপনাকে দেখলে নির্ঘাত

দাড়িয়ে প্রণাম করবে...

বন্ধুদের সাথে সে বলে বেড়াবে আপনার

জন্য সে এত বড় হতে পেরেছে......

আপনার মৃত্যুর পর হয়তো আপনার জন্য তার

চোখ থেকে পানি ঝড়বে...

একটা গরীব ছেলেকে মানুষ করে এটাও

বা কম. কীসে??

নাহ্,এসবের জন্য না হলেও আপনার

দায়িত্ববোধ থেকে হলেও করুন.........

তবুও একটা মেধাও যেন নষ্ট না হয়.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.