![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.....করিম চাচাকে এলাকার সবাই পাগল ভাবে...
সারাদিন গাছ পালা নিয়া পড়ে থাকে...
শুধু নিজের গাছ নয়,মোটামুটি এলাকার যত গাছ আছে সবগুলোরই যত্ন নেয় পরম দায়িত্বে...
হোকনা যত বড় ভয়ংকর শত্রু...সবাই শুধু গাছ লাগিয়েই করিম চাচাকে বলে দেয়"চাচা,পুকুরের দক্ষিণ পাশে তিনটা বরই গাছ লাগাইছিলাম"..
ব্যাস,করিম চাচা দৌড়িয়ে সেখানে চলে যাবেন.....
পরিবারের সবাই তার এই পাগলা স্বভাব নিয়ে উচ্চবাচ্য করলেও তিনি চুপ থাকেন....
...এলাকার সবার কাছে এখন তার নাম "গাছ পাগলা করিম"..
...ঠিক এভাবেই কেউ যখন দেশের জন্য ভালো কিছু করার উদ্যোগ নেয়,তাকে আমরা হেয় প্রতিপন্ন করি.....
আমাদের শিখা উচিৎ ছিলো গাছের পরিচর্যা এভাবেই করা উচিৎ...
...আমাদের শিখা উচিৎ ছিলো কিভাবে করিম চাচা হতে হয়...
....আমাদের শিখা উচিৎ ছিলো গাছ লাগানো এবং তার যত্ন নেয়াই আমাদের কাজ,,কর্তন করা নয়....
কিন্তু আমরা শিখতে অক্ষম,কারণ সেই ধরনের মানসিকতা আমাদের গড়ে উঠেনি..
আমরা সেজন্যই ভালোকে খারাপ আর খারাপকে ভালো হিসেবে দেখতেই অভ্যস্ত....
....সেই মানসিকতা পরিবর্তন করা কি আমাদের উচিৎ নয়??
....অবশ্যই উচিৎ...
এবং প্রতিমাসে যেন একটি গাছ হলেও রোপন করতে পারি...
শপথ এটাই.....
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭
মামুন রশিদ বলেছেন: ভালো ।