নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার তানসেন রোজ

I am a student of Dhaka University,who wanna change the society.and wanna shake the world.

ব্লগার তানসেন রোজ › বিস্তারিত পোস্টঃ

হারতে নয়,জিততে শিখো,

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

.....বিলগেট্স বলেছিলেন 'আমি একটা পরীক্ষায় ফেইল করেছিলাম,যেখানে আমার বন্ধু পাশ করেছিলো,আর এখন আমি যে কোম্পানির মালিক,সে সেই কোম্পানির ইঞ্জিনিয়ার...

...চীনের জ্যাক মা ২৯০০ কোটি ডলার নিয়ে এশিয়ার সবচাইতে ধনী ব্যক্তি,মজার ব্যাপার হলো "আলীবাবা" কোম্পানির এই প্রতিষ্ঠাতা তার পরীক্ষায় ফেইল্ড হয়েই এ কোম্পানির পত্তন করেন,যেটার এখন অ্যামাজন কোম্পানির দ্বিগুণ সম্পদ....

....বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা টমাসকে ছোট বেলায়ই স্কুল থেকে বের করা হয়েছিলো শুধু এজন্য যে "তার মেধা নাই"..একহাজারবার প্রচেষ্টার মাথায়ই তিনি বাল্ব আবিষ্কার করতে সক্ষম হন....

....কলাম্বিয়ার বিখ্যাত শিল্পী শাকিরাকে তার সংগীত স্কুল থেকে ছোটবেলায়ই বের করে দেয়া হয়েছিলো কন্ঠ সুন্দর নয় বলে....

....এরা সবাইই এখন পৃথিবীর সবচাইতে সফলদের ভিতর গণ্য,কিন্তু এরা সবাইই প্রাথমিক জীবনে ব্যর্থ ছিলেন,,

....সফলতা কোন ঝুলন্ত দড়ি নয় যে কোন কিছুতেই ফটাশ করে ছিড়ে যাবে,বরং এটা হলো একটা দ্বীপের মত যেটায় কূল থেকে যেতে হয়,কেউ বোট দিয়ে কেউ হেলিকপ্টারে কেউবা সাঁতরিয়ে যায়...

...ওখানে পৌঁছানোর একমাত্র পথই হচ্ছে জাস্ট মুভ অন রাখো,যত জোয়ার ভাটা ঝড় ঝঞ্ঝাই হোক না কেনো...

....একজন প্রিন্সিপাল,যে তার কলেজের শিক্ষকদেরকে বলতেছে 'দু ধরণের শিক্ষার্থীদেরকে সম্মান দিবেন,যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট,কারণ তারাই আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষক.আর হচ্ছে সবচাইতে খারাপ স্টুডেন্ট,যারা ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানকে সাহায্য করবে ..

...সুতরাং, কখনোই নেতিয়ে পড়তে নেই,যত ব্যর্থতাই আসুক না কেনো,কারণ ব্যর্থ হতে হতেই সফলতার পথ খুঁজে পাওয়া সম্ভব ...

.....Tansen Rose

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষের শিহ্মকের বিষয়টি দারুন ছিল।


আমারে কেউ স্কুল থেইকা বের করে দেয় নাই।
আমার দ্বারা কিচ্ছু হইবো না। :(

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

মীর সজিব বলেছেন: ধন্যবাদ , অনেক অজানা বিষয় জানতে পারলাম। B-) B-) B-)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ....একজন প্রিন্সিপাল,যে তার কলেজের শিক্ষকদেরকে বলতেছে 'দু ধরণের শিক্ষার্থীদেরকে সম্মান দিবেন,যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট,কারণ তারাই আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষক.আর হচ্ছে সবচাইতে খারাপ স্টুডেন্ট,যারা ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানকে সাহায্য করবে ..




প্রচেস্টা চলমান, সাফল্য পেলেও

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কখনোই নেতিয়ে পড়তে নেই,যত ব্যর্থতাই আসুক না কেনো,কারণ ব্যর্থ হতে হতেই সফলতার পথ খুঁজে পাওয়া সম্ভব।

কথাটি বিশ্বাস করি।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

ফাহিমুল ইসলাম বলেছেন: কখনোই নেতিয়ে পড়তে নেই,যত ব্যর্থতাই আসুক না কেনো,কারণ ব্যর্থ হতে হতেই সফলতার পথ খুঁজে পাওয়া সম্ভব ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.