নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার তানসেন রোজ

I am a student of Dhaka University,who wanna change the society.and wanna shake the world.

ব্লগার তানসেন রোজ › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্য কি সস্তা পাউডারের মাঝে????

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

.....মিশরের বিখ্যাত রাণী ক্লিওপেট্রা তার দৈহিক সৌন্দর্য রক্ষা করার জন্য দৈনিক বাইশটা গাধার দুধ দিয়ে গোসল করতেন..

...তিনি ছিলেন তৎকালীন মিস ওয়ার্ল্ড বা ইউনিভার্স,তবে গাধার দুধের এত তেজ আছে কি না সেটা আমার অজানা....

...চ্যানেল নাইনে দেখলাম একজন নারী বলতেছেন "আমি আগে কালো ছিলাম,ফলে আমাকে ইন্টার্ভিউতে বাতিল করে দিয়েছিলো,ফেয়ার কুল ব্যবহার করে আমার সৌন্দর্য বৃদ্ধি পায়,এবং সেই জবটাই করতেছি একলক্ষ টাকা বেতনে"..

...যতটুকু জানি এয়ার হোস্ট মেয়েদের হতে হয় অনেক সৌন্দর্যের অধিকারী এবং অল্প বয়সী,
অবশ্য সরকারী চাপের ফলে এই প্রবণতার হার আস্তে আস্তে কমে আসছে,

...প্রতিটা মানুষেরই থাকে সৌন্দর্য প্রীতি,আর এটার সুবাদেই কতিপয় অসদুপায়ীরা নিকৃষ্ট ধরণের বিজনেস শুরু করেছে,,

.....পুরো পৃথিবীতেই সৃষ্টি করেছে ব্লাক ফোবিয়া,আর এটার সাহায্যেই মানুষদেরকে আকৃষ্ট করেছে সৌন্দর্য বৃদ্ধি করায়,এটা সত্ত্বেও যে অঞ্চল ভিত্তিক বা পরিবার ভিত্তিক কালোই হোক না কেনো,সেটা বিধাতারই সৃজন...

...পুরো পৃথিবী যেখানে নারী পুরুষ একই কাতারে চলার অভিপ্রায়ে যাচ্ছে,সেখানে কালো সুন্দর বলে নারীদের মাঝে পার্থক্য সৃষ্টি করে ব্যবসা করা কতটুকু নির্লজ্জতা..

....সুন্দর কখনোই চেহারায় নয়,ব্যক্তির মনে কিংবা আচরণে..

কালো আর ধলো বাহিরে কেবল/
ভিতরে সবাই সমান রাঙা।

....#Tansen_Rose.......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ভেবেই দেখুন এই মাথা মোটা আইডিয়া গুলোকে প্রশ্রয় দিচ্ছে কারা ....

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

নিলু বলেছেন: পাউডার সাদাকে , ধব ধবে সাদা করে , লিখতে থাকুন

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

কলমের কালি শেষ বলেছেন: ভাল বলেছেন ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: হুম, অনেক গভীর ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.