নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার তানসেন রোজ

I am a student of Dhaka University,who wanna change the society.and wanna shake the world.

ব্লগার তানসেন রোজ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির নৃশংসতা এবং আমরা. .

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

"হ্যা মা,কি হইছে তোমার?"

.."হঠাৎ করে কেনো যেন বুকে ব্যথা করছে,তোর অফিস শেষ হলে তাড়াতাড়ি চলে আয়,আমার কষ্ট হচ্ছে অনেক"..

...এইতো মা আমি চলে আসতেছি,ওষুধ আর ডাক্তার নিয়ে আসতেছি,তুমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাও,এখন রাত আটটা বাজে,ত্রিশ মিনিটেই পৌঁছে যাবো ইনশাআল্লাহ"..

...ফোনটা রেখে অফিস থেকে দৌড়ে ফার্মাসীতে চললো রামীম,তার পরিচিত ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আসতে বললো,আর কিছু ওষুধের নাম টুকে নিলো আপাতত খাওয়ানোর জন্য..

.."এ্যাই,এত জোরে দৌড়াচ্ছেন কেনো? দাড়ান" পুলিশের ডাকে থমকে দাড়াতে হলো"

..দেখুন,আমার মা অসুস্থ,তাই আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে" অনুনয় করা শুরু করলো ও..

.."অপরাধ করে পালানোর ছক্কিবক্কি? দাড়ান,আগে ব্যাগ হাতিয়ে দেখি,কোন পকেটে পেট্রোল বোমটা রাখছেন"

..নিরূপায় হয়ে কিছুক্ষণ দাড়াতে হলো,অবশেষে স্যরি বলে মুক্তি দিলো পুলিশের চেকারদল..

..ওষুধ নিয়ে তাড়াহুড়া করে বাসে উঠে বসলো,রামীমের ভাবনায় শুধু তাড়াতাড়ি বাসায় পৌঁছানোটা,লোকাল বাসের পিছনে লোহার পাইপ ধরে দাড়ালো..

..ঝুপ করে একটা শব্দ হয়েই আগুন ধরে গেলো বাসের সম্মুখাংশে,সবাই ভীতসন্ত্রস্ত হয়ে চিৎকার দিতে লাগলো,জানালা দিয়ে লাফ দিতে গিয়ে একটা শিশুকে আগুনের ভিতর চিৎকার দিতে দেখলো রামীম..

দৌড়ে গেলো ও,শিশুটিকে উদ্ধার করে বাইরে আসতেই সারা শরীরে আগুন ধরে গেলো,নিজের শরীর থেকেই পোড়া গন্ধ পেতে পেতে অজ্ঞান হয়ে গেলো..

..ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট,একটি লাশ আরেকটি শিশুর লাশকে বুকে জড়িয়ে রেখেছে পরম আদরে..
ডাক্তাররা ইচ্ছা করেই কাউকে আলাদা করেনি..
হয়তো দুজন এভাবে মিশে থাকলেই বেশি ভালো লাগবে,,,

এটা একটা গল্প,সালটা ১৯৭১ নাকি ২০১৫ ঠিক মনে পড়ছেনা..

.....#Tansen_Rose........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.