নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার তানসেন রোজ

I am a student of Dhaka University,who wanna change the society.and wanna shake the world.

ব্লগার তানসেন রোজ › বিস্তারিত পোস্টঃ

ক্যান্সার প্রতিরোধে একটুখানি সচেতনতা.. ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

.....ফলের দোকানদার ছমির মিঞা পুলকিত নয়নে ফল গুলোতে ফর্মালিন মিক্স করছেন,নিজের জন্য রাখা ফল গুলো দূরে সরিয়ে রাখলেন...

...মাছওয়ালা রফিক ভাই প্রিজারভেটিভযুক্ত বরফ মাছে দিচ্ছেন,তার মনে আনন্দ,কেউতো জানবেনা,তবে তিনিও নিজের জন্য রাখা মাছ গুলো দূরে সরিয়ে রাখলেন...

....তরকারী বিক্রেতা রহিম মিঞাও সজিব রাখার্থে পানি ছিটাচ্ছেন,আর পানির মধ্যেই বিষাক্ত বিষ মিশিয়ে এনেছেন বাসা থেকে,যেগুলো তরকারী গুলোকে সজিব রাখবে....

....চায়ের দোকানদার সজিব মিঞাও তার বানানো পুরি,সিঙ্গারা,গুলগুল্লাতে এক ধরণের পাউডার ব্যবহার করছেন,তিনি ভুলেও সেগুলো খা না...

...ছমির মিঞা রফিক মিঞার কাছ থেকে মাছ,রহিম মিঞার কাছ থেকে তরকারী কিনে সজিব মিঞার দোকানে বসে বসে গুলগুল্লা চিবাচ্ছেন আর ভাবছেন,"ভাগ্যিস মসলা গুলো মিশাতে পেরেছিলাম,না হয় অনেক টাকা লস হইতো"..

...সজিব।মিঞাও ওনাদের কাছ থেকে মাছ তরকারী কিনলেন,সাথে মেয়ের জন্য এক কেজি কমলা....

...এভাবে সবাইই একে অপরের পণ্য ভক্ষণ করেন..
বিষ বছর পর,চারজনই হসপিটালে ভর্তি,দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত..

তারা ভাবেও নি যে তারা নিজেরাই নিজেদের জন্য দায়ী..
শুধু একটা বার যদি ভাবতো এটার জন্য পরে আমিই মারা যেতে পারি তবে সেটা সে করতোনা ...

...জাস্ট উই হ্যাভ টু বুঝতে হবে,..

...আর হ্যা,আজকে বিশ্ব ক্যান্সার দিবস,একটু সচেতনতাই আমাদেরকে এ রোগ থেকে মুক্তি দিতে পারে.....

.......#Tansen_Rose.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.