![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...সম্ভবত আব্দুল হাইয়ের একটা প্রবন্ধে পড়েছিলাম,লেখক যখন লন্ডনে ছিলেন তখন ওখানকারই একজনকে ভাড়া করলেন বাসা পরিষ্কারের জন্য..
....ছেলেটি খুব ভালো করেই বাসাটা ক্লিন করলো,লেখক তাকে বললেন "এত নিজের মত করে কেনো কাজ করতেছো যেখানে তুমি ইচ্ছে করলেই ফাঁকি দিতে পারো,কারণ তোমার মালিক বাসায় থাকেনা"...
...সে বললো "আমি কাজটা করি,এবং সেজন্য আমাকে টাকা দেয়া হয়,সুতরাং কাজটা নিজের মনে করেই করতে হবে"..
....আঠারো বছরের যুবকটা জানেইনা যে কাজও ফাঁকি দেয়া যায়,কারণ তারা কাজটা আপন ভেবেই করে....
....যেখানে সেখানে ময়লার স্তুপ দেখলে আমরা নাক সিঁটকাই,কিন্তু সেই আমরাই বাসের ভিতর থেকে খাদ্যের উচ্ছিষ্ট গুলো রাস্তার কিনারে ফেলি.....
.....রাস্তার কিনারে গাছের আড়ালে বিশেষ জলীয় পদার্থ ত্যাগ করতে দেখলে মনে মনে তার বিরুদ্ধে ঘৃণার পাহাড় জমাই,কিন্তু প্রয়োজনের খাতিরে একাজটা করতে মোটেও লজ্জিত হইনা....
.....ইভটিজিং এর শিকার হতে দেখলে ছেলেটার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করি,কিন্তু পাশ দিয়ে মেয়ে যেতে দেখলেই ঠোটের কোনে শীষ দেয়া শুরু করি....
...অন্যের দায়িত্ব পালন ঠিকভাবে সম্পাদন করা না দেখলে ঠিকমতোই সমালোচনা করি,কিন্তু নিজের ঘাড়ে দায়িত্বটা চাপলে ঠিকই পালনে অসমর্থ হই....
...কারণ,কোন কাজকেই আমরা নিজের মনে করিনা,কোন দায়িত্বকেই নিজের দায়িত্ব ভাবিনা.. ..
....আমরাই পারি নিজেকে চেইঞ্জ করতে,এবং অপরকেও চেইঞ্জ করাতে...
..ঠিক তখনই পারবো,যখন বিশ্বাস করতে পারবো "এটা আমার এলাকা,আমার জেলা,আমার দেশ,আমার পৃথিবী....
....জাস্ট সিম্পল ....
......#Tansen_Rose.....
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
নিলু বলেছেন: লিখে যান
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩
আহলান বলেছেন: ঠিকই বলছেন ..এটা করতে হবে , ওটা করতে হবে ...বলে আকাশ বাতাস কাপিয়ে তুলি, অথচ নিজে কিছু পারন করি না ....