![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.....মধ্যযুগের খ্রিষ্টান ইহুদীদের মিলিত গোষ্ঠীরা তাদের সুন্দরী মেয়েদেরকে সরকারের কাছে তুলে দিত,সরকার তাদেরকে শাহজাদীদের মত প্রাচুর্যের মধ্যে রেখে বিভিন্ন মুসলিম দেশগুলোর শাসকদের কাছে পাঠিয়ে দিত,ইসলাম বিচ্যুত শাসক গোষ্ঠী সেসব সুন্দরীদের হাতে পেলে খ্রিষ্টানদের মিত্রতা স্বীকার করে নিত,অবশ্যই ঐসকল মেয়েরা শুধুমাত্র একটা ভোগ্য পণ্য ছাড়া কিছুই ছিলোনা....
.....আধুনিক যুগে এসে সেই সংজ্ঞা চেইঞ্জ হয়েছে,নারী স্বাধীনতার নাম করে তাদেরকে পণ্য হিসেবে নতুনভাবে ব্যবহার শুরু হয়েছে...
....পাজেরোর বিজ্ঞাপনে গাড়ির সাথে একজন সুশ্রী যুবতীর দাড়িয়ে থাকা এ প্রশ্নেরই জানান দেয় "যে ব্যক্তিটি পাজেরোর মালিক হবে সে কি ঐ সুন্দরী রমনীরও মালিক হবে??..যদি নাও হয়,তবুও এখানে কি নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় নি??
...বিশ্বের মোটামুটি অর্ধেক দেশে মিস ওয়ার্ল্ড,ইউনিভার্স,লাক্স চ্যানেল আই সুপার স্টারের নামে সুন্দরী প্রতিযোগিতার উৎসব চলে,এসব নিকৃষ্ট প্রতিযোগিতা কি নারীদের মাঝে বিভেদ সৃষ্টি করেনা??,,এবং এগুলোও নারীদেরকে একধরনের পণ্য হিসেবে দেখায়..
....অধিকার দেয়া মানে এটা নয় যে এমন সব কাজে নারীদেরকে ব্যবহার করা যেটা তাদের সাথে যায় না,একজন নারীকে কখনোই খনিতে কাজ করতে দেয়া যাবেনা,
...যেসব কাজ সাবলীলায় করা তাদের দ্বারা সম্ভবপর শুধু সেসব কাজই করতে পারা টা তাদের অধিকার...
....অতিরিক্ত প্রগতিবাজ হওয়ার পূর্বেই ভেবে দেখা দরকার "আমরা কি নারীকে আদৌ সম্মান করছি নাকি আধুনিকতার খোলসে পণ্য হিসেবেই রেখেছি??...
....কারণ,একজন নারী হচ্ছেন একজন মা,একজন বোন...
......#Tansen_Rose.......
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
নিলু বলেছেন: একজন নারীই বলতে পারেন , কোনটি করনীয় আর করনীয় নয় ,
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাই, সালমান,শাহরুখ, হৃত্বিক যদি শরীর দেখিয়ে এত উপরে উঠতে পারে তো মেয়েরা পারবে না কেন? আর একটা বাক্যে অধিকার দেয়া শব্দ দুটি ব্যবহার করেছেন| অধিকার তাদের দেয়া হবে কেন? তাদের অধিকার দেয়ার অধিকারতো কারো নেই| বরং অধিকার পাওয়াটাই জন্মগত অধিকার যেটা কাউকে দিতে হয় না
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
মুসলিমরা এখন চাকরাণী পোষে