![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যমপন্থী আম জনতা
ও আমাকে হলুদ পাঞ্জাবী পরতে বলেছিলো। কিন্তু তাকে বলাই হয়নি যে আমার হলুদ পাঞ্জাবী নেই। বলা উচিৎ ছিলো। হলুদ টি-শার্ট ছিলো একটা। ওটাই পরলাম!
রাস্তার ডান সাইড দিয়ে হাটছি। কেনো যানি বাম পাশ দিয়ে হাটতে ইচ্ছে হচ্ছে না।
একটা ফুল কেনা উচিৎ। টকটকে লাল গোলাপ। কিন্তু কিনতে ইচ্ছে হচ্ছে না। প্লাস্টিকের গোলাপ কিনতে ইচ্ছে হচ্ছে। দুই ঘন্টা হাটলাম একটা প্লাস্টিকের গোলাপ কেনার জন্য।
কী বিপদ! কোথাও পাচ্ছি না! অবশেষে ২৫টাকা দিয়ে একজোড়া প্লাস্টিকের গোলাপ কিনলাম।
আবার রাস্তার ডানদিক দিয়ে হাটছি। লক্ষ করলাম বাম পায়ের চটি টা ছেড়া! সেলাই করা দরকার। কিন্তু যেদিকে হাটছি,সেদিকে তো মুচির দোকান নেই!
আবার উল্টো দিকে হাটা দিলাম। দেখলাম আমি রাস্তার বাম পাশ দিয়ে হাটছি। কিন্তু আমি তো রাস্তার বামপাশ দিয়ে হাটতে পারি না! রাস্তা পার হলাম। ডান পাশ দিয়েই হাটছি।
অনেক খুজে একটা মুচির দোকান পেলাম। মুচি ৫টাকা চাইলো। আমার কাছে ২০টাকার নোট। ভাংতি নাই। কি বিপদ! ২০টাকাই দিয়ে চলে আসলাম।
লোকটি কে ভালোই অবাক করে দিলাম! মনেমনে কি ভাবছে জানিনা। আমি জানি আমাকে হাটতে হবে।
আবার হাটছি...অপেক্ষায় আছে মেয়েটি...
মেয়েটির জন্য খারাপ লাগছে না।অপেক্ষার ফল মিষ্টি হয় যে!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: