| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিব রায়হান উৎস
মধ্যমপন্থী আম জনতা
জানালায় বসে কোন বিকেলে
হয়তো বা দিনের শেষে,
পিচ ঢালা পথটাতে হাটবো দুজনে
পথটাকে ভালোবেসে...!
নিউটন-গ্যালিলিও ঠায় চেয়ে রবে!
হাসবে না মোনালিসা!
রবীন্দ্রনাথ বেচারা অনাথের মতো
দেখবে আমাদের ভালোবাসা...!
হয়তো জানালায় বসে সেই বিকেলে
খুনসুটি আমি আর তুই!
চায়ের কাপেতে ভাগ করবো ভালোবাসা
বুকের ভেতরে শুধু তুই...!
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
অবুঝ ব্লগার১ বলেছেন: অসাধারন লিখনি
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
আমি মিন্টু বলেছেন: সুন্দর কাব্য ।