| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিব রায়হান উৎস
মধ্যমপন্থী আম জনতা
আমরা এভাবেই হারিয়ে যাচ্ছি!
কেউ দেখলো না, বুঝলো না, শুনলো না!
আমাদের পৃথিবীকে এভাবেই গ্রাস করে নিচ্ছে নিকোটিন আর কালো ধোঁয়া!
ফুসফুস আজ পুরোদমে নিকোটিনের দখলে!
আমরা হারিয়ে যাচ্ছি!
বেঈমানি করতে চাচ্ছে পথটা!
ঘাড় বাঁকা করে উল্টো দিকে যাচ্ছে সে!
আলো নিভে যাচ্ছে নাগরিক জানালায়!
ঘুমিয়ে পরছে শিরোনামহীন রাজপথ!
কেবল ঠায় দাড়িয়ে রয়েছে,
এই রাত ও আমরা কয়েকটা নিশাচর প্রাণী!
আমাদের কাছে ভীষণ সত্য এই রাতটুকু বাঁচা...!
তারপর?
তারপর দেখবো নুতন সূর্যোদয়!
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৪
নাইম রাজ বলেছেন: ভালো লাগার মত কবিতা।