নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুআলাইকুম। আমি গরিব মানুষ। কথাবার্তা পছন্দ হবে না জানি। তবে হ্যাঁ, গরিবের কথা বাসি হলেও সত্য হয়। মাইন্ড ইট।

হাসিব রায়হান উৎস

মধ্যমপন্থী আম জনতা

হাসিব রায়হান উৎস › বিস্তারিত পোস্টঃ

আমি ও কয়েকজন ভেজিটেরিয়ান

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

হ্যাঁ ভাই!
আমি গরু খাই! খাসির মাংসও আমার কাছে জোস লাগে। চিকেন ফ্রাই এর গন্ধ এখনো আমার নাকে ভাসতাছে!
ভাই,
গরুর মাংসের তেহারি আপনিও খান! খাসির মাংসের কালাভুনা দেখলে আপনার মুখেও পানি চলে আসে! আর মুরগা?
আপনার টাইমলাইন চেক করেন! মুরগার ঠ্যাং চিবাইতে চিবাইতে কেএফসি তে যে চেকইন দিসিলেন, তা ভুলে গেসেন?
ভাই,
এতকিছুর পরও ক্যামনে এনিমেল রাইটস এনিমেল রাইটস বলে চিল্লান?
আনপার মুখ থেকে এখনো গরুর মাংসের গন্ধ আসতেছে!
ব্যানসন না, একটা স্টার সিগারেট খেয়ে আসেন!
জানেন তো স্টার সিগারেটের গন্ধ বেশী!

ভাই,
ঈদ মুবারক!
আসসালামামুআলাইকুম!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

জেনারেশন সুপারস্টার বলেছেন: শিরোনামে ভেজিটেরিয়ান দিলেন কেন??

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ইফতি সৌরভ বলেছেন: হা হা হা! !!!!

দিলেন তো সিজনাল মুক্তমনা এনিমেল রাইটস ওয়ালাদের *** মেরে =p~

ঈদ মোবারক

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

হাসিব রায়হান উৎস বলেছেন: ঈদ মোবারক ভাই ☺

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

shiponblog বলেছেন: সমবেদনা আপনার জন্য। মানুষ আর গরুর মধ্যে পার্থক্য বুঝতে পারেন নি।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আশা করছি অচিরেই এই পোস্টে মুক্তমনারা এসে হাম্বা হাম্বা শুরু করবে :D

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

হাসিব রায়হান উৎস বলেছেন: গরু হাম্বা হাম্বা করে,
ঈদের আনন্দ বাড়ে!
-ভিম বার।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

হাসিব রায়হান উৎস বলেছেন: ধন্যবাদ ভাই ☺

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

হাসিব রায়হান উৎস বলেছেন: ঈদ মোবারক ভাই ☺

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

মারজানা সাফাত বলেছেন: এইযে ভাই, আমি একজন ভেজিটারিয়ান, কি বলতে চাচ্ছিলেন আবার বলেন তো শুনি!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

হাসিব রায়হান উৎস বলেছেন: গাছের জীবনও আছে! জানেন না?

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: অনেক দারুন হয়েছে। B-) ঈদ মোবারক

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

মারজানা সাফাত বলেছেন: লেখক বলেছেন: গাছের জীবনও আছে! জানেন না?

আরে বাহ! কী অভিনব যুক্তি! আমরা ভেজিটারিয়ানরা তো এমন logic এর আগে কখনও শুনি নাই! কিছু না বুঝে, না পড়ে আমরা তাহলে আজাইরা ভেজিটেরিয়ান হয়ে গেলাম! এখন কি হবে আমাদের!!! B:-) B:-) B:-)

ভাই শোনেন, প্রথমত মানুষ গাছ ছাড়া বাঁচে না, গরু-ছাগল ছাড়া বাঁচে। শুধু গরু-ছাগল না, যে কোন ধরনের প্রাণীজাত খাবার ছাড়াই মানুষ খুব ভালোভাবে বাঁচে। আমরা যারা ভেজিটারিয়ান/ভেগান, তারা মগজ আর মন দিয়ে চলি, জিহবা দিয়ে না। দ্বিতীয়ত, গাছের central nervous system নাই, সব জীবের তা আছে। একটা প্রাণীকে কাটলে তার যে ব্যথা, আর আপনাকে কাটলে যে ব্যাথা, তা সমান, কিন্তু গাছের অনুভুতি একরকম না।

আসল কথা হল আপনি মাংস খাবেনই কারন আপনার মাংস খেতে মজা লাগে। আপনার ভোজন রসের জন্য কোন প্রাণীর কি কষ্ট হল তাতে আপনার কিছু যাবে আসবে না, কারন এই পৃথিবীর বেশিরভাগ মানুষের মতই আপনি রিপুর আধিপত্য মেনে চলেন, মনুষ্যত্যের অর্থ নিয়ে মাথা ঘামান না। চলতে থাকেন, পৃথিবীর যা হাল তাতে ভোগবাদী মানুষের দখলে থাকবে আরও কয়েক প্রজন্ম। আমরা আমাদের সংযম, চেষ্টা, আর এই আশা নিয়ে জীবন কাটাবো, যে এই পৃথিবী একদিন বদলাবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

হাসিব রায়হান উৎস বলেছেন: মশা কেন রক্ত খায় জানেন? চেকইন দেয়ার জন্য না!
শুধুমাত্র মহিলা মশা রক্ত খায়। তাও প্রেগনেন্ট অবস্থায়! বাচ্চা মশা জন্ম দেয়ার জন্য। তার বাচ্চা, তার সন্তান কে জন্ম দেয়ার জন্য।
জানেন?
আশা করি জানেন।
না জেনে থাকলে আশাকরি এরপর থেকে মশা কামড়ালে আর মাইরেন না।
অকা?
আপনার মতো একজন বিজ্ঞ ভেজিটেরিয়ান কে জীববিজ্ঞান পড়ানোর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত!

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

হাসান ইমরান বলেছেন: বাহ....।সত্যিকারের ভেজিটেরিয়ান পেলাম এতো দিন পর।
আপনার জীবনটা আরো শাকময় (!) হয়ে উঠুক।
মারজানা সাফাত। :(

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

মারজানা সাফাত বলেছেন: লেখক বলেছেন: এরপর থেকে মশা কামড়ালে আর মাইরেন না।অকা?

আপনি জীবন সম্বন্ধীয় কোন উপলব্ধিতেই আমার চেয়ে আগায় নাই রে ভাই। আমি মশা মারি না, গায়ে রিপেলেন্ট মাখি, তাই মশা গায়ে বসে না।

আপনার এপলজি গ্রহন করলাম। আশা করি ভবিষ্যতে ভেজিটেরিয়ানদের নিয়ে ঢালাওভাবে কমেন্ট করবেন না। ভালো থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.