নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

কাদের মোল্লার প্রহসনের বিচার ও কিছু অপশন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

কোন কোন দেশ অপরাধ খুব গুরুতর না হলে মৃত্যুদন্ড এড়িয়ে চলে। যেমন, ক্যানাডা, আর্জেন্টিনা, নেপাল, স্পেইন, এল সালভেদর ইত্যাদি। আবার কিছু দেশ মৃত্যুদন্ড দেয় না আর অপরাধ যাই হোক না কেন। যেমন হাইতি, নামিবিয়া, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইতালী, মেক্সিকো, টার্কী ইত্যাদি। আরো আছে। কোথাও কোথাও মৃত্যুদন্ড দেয়া হলেও ফাঁসি দেয়া হয় না। ইনজেকশন দেয়, ইলেকট্রিক চেয়ারে বসায় অথবা বিষাক্ত গ্যাস এর মাধ্যমে এটা কার্যকর করা হয়।



বাংলাদেশে ট্রাইব্যুনাল নিজের পথে চলেছে। রাজাকার কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। তাকে জামাতে ইসলামী বলছে প্রহসনের বিচার। তারা মানছে না। প্রশ্নই আসে না মানার। আমিও তাদের সাথে একমত। এটা বিচারের নামে প্রহসন হয়েছে, রাজনীতি হয়েছে। প্রাপ্য দন্ড দেয়া হয়নি।স্বার্থের কেনা বেচা হয়েছে।



রাজাকার উর্দু শব্দ, অর্থ ভলান্টিয়ার। আমাদের কাছে বিশ্বাসঘাতক। আরো পরিস্কার করে বললে 'মীরজাফর', 'ব্রুটাস্‌', ক্রসফায়ার এবং গুম এর কক্‌টেইল রূপ। তথাকথিত আদর্শের নামে নিরন্কুশ সংখ্যাগরিস্ঠ জনগোস্ঠীর বিরুদ্ধাচারন করে, অসংখ্য পরিকল্পিত খুন ধর্ষনের মত অপরাধে যদি মৃত্যুদন্ড না হয়, তা হলে কি অপরাধে হবে? এটাকে সঠিক বিচার বলি কি করে? সঠিক বিচারের রায়ে সমাজের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে। এই রায়ে সেটা কোথায়?



তাহলে কি বাংলাদেশ আর ফাসিঁ/মৃত্যুদন্ড দেবে না বলে গোপনে ঠিক করেছে? কিন্তু সেদিন ও তো রাজাকার আজাদ এর ফাসিঁর রায় হোল। তাছাড়া ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে মোট ৪২৩ জনকে। এর মধ্যে দন্ডিত হয়েছেন ২৮ জন। বাকীরা খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, সুডৌল হচ্ছে। রাস্ট্রের অতি দয়ালু কর্ণধার মেহেরবানী করে ছেড়ে না দিলে আর তারা কোথাও যেতেও পারছে না।



আমরা তো ম্যাংগো পিপল। কেউ কাঁচা খায় কেউ পাকা। কেউ আচার দেয় তো কেউ মোরব্বা বানায়। কেউ জুস্‌ বানায় কেউ আমসত্ব। 'আম'রা কি চায় সেটা কখনোই মুখ্য না।



যাক, কাদের মোল্লাকে ফাসীতে যখন নেয়া গেলই না তো এর বিকল্প কি হতে পারে? আসুন দেখি কিছু বিকল্প চিন্তা করি, ভাবি।



সম্ভাবনা সমূহ:



(এক) শুনেছি রাজাকার কাদের মোল্লা আপিল করবে এই 'বেচেঁ থাকতে' দেয়ার রায়ের বিরুদ্ধে! এখানে কিন্তু আদালত তার কারাদন্ড মওকুফ করে মুক্তিযুদ্ধ যাদুঘরের বাথরুম সাফ্‌ সুতরো রাখার দায়ীত্বে নিয়োগ দিতে পারে। উইকএন্ড এ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বাসায় ছুটা কাজ করার জন্যে পাঠানো যেতে পারে।



(দুই) একটা এফ এম রেডিও স্টেইশন খুলে সেখানে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠঃস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রঙ্গিন। বাংলাদেশ আমার বাংলাদেশ এই গানটি বাধ্যতামূলক ভাবে গাওয়ানো যেতে পারে।আর সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ গাইতে হবে। পানি পানের বিরতি তে আবৃতি করতে হবে কাজী নজরুল এর বাবুদের তালপুকুরে হাবুদের ডালকুকুরে, সেকি বাস করলে তাড়া, বলি থাম একটু দাঁড়া কবিতাটি।



(তিন) জেলখানা, হাজতখানা'র মত রাজাকারখানা নামে একটি খাঁচার ব্যবস্থা করে জাতীয় যাদুঘরে স্থায়ী প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে এতে বর্তমানের ছানা রাজাকার পোনা রাজাকাররা বিশেষ উপকৃত হবে। বিদেশেও প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, সৌদী, ইংল্যান্ড, এ্যামেরিকা, ক্যানাডা ইত্যাদী। দু একটি দেশের দায়ীত্ব আমি নিজেই নিতে আগ্রহী।



দেখ যাক আপীলে কি হয়। তবে মনে করিয়ে দিচ্ছি, আইন আমাদের দেশে কখনো নিজের পথে চলেনি। ফাঁসিটা হলে মন্দ হোত না।

[গোফের আড়ালে নিঃশব্দ চওড়া হাসি]।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.