নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

কেউ নেতৃত্ব না পেয়ে হতাশ। কেউ পাবার চেস্টা করছে। আমার একটা প্রশ্ন ...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

শাহবাগের এই রাজাকার বিরোধী জাগরন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এতে ফেইসবুক এর পাশাপাশি সামহোয়্যার ইন ব্লগ এর ও দারুন ভুমিকা। সত্যি বলতে, সামহোয়্যার ইন ব্লগ খুবই অগ্রনী ভুমিকা পালন করেছে। এতে যদি কারো সমস্যা হয়ে থাকে তো হয়েছে রাজাকারদের। অন্য কারো তো জ্বলার কথা না।



কিন্তু তবুও জ্বলছে। কেন?!



কেউ কেউ এই সুযোগে জামাত বিরোধীতার নামে ইসলামের সাথে তার সাপে নেউলে সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নেবার চেস্টা করছে।

কেউ তার রাজনৈতিক ঝাল মিটিয়া নিচ্ছে।

কেউ নেতৃত্ব না পেয়ে হতাশ। কেউ পাবার চেস্টা করছে।



রাজাকার একটা জাতীয় সমস্যা। এটার সমাধান হওয়া উচিত ছিল স্বাধীনতার পরপরই। হয়নি যখন কি আর করা, সময় তো চলে যায়নি, এখন হচ্ছে। Somewhere in Blog (SiB) এক্ষেত্রে pioneer এর ভূমিকা নিয়েছে। নিশ্চয়ই কারো কারো গুহ্যদ্বারে আগুন লেগেছে তাতে।



একটা সুযোগ সৃস্টি হলে তার ফল নিতে অনেকেই এগিয়ে আসে। এতে দোষের কিছু নেই যতক্ষন না সে 'সুযোগটাকেই' গিলে ফেলতে চায়। অথবা হিংসায় কাতর হয়ে অর্বাচীনের মত সাক্ষাতকার দিতে শুরু করে।



কিন্তু আমি ভাবছি যে এই আগুন নেভানোর জন্যে দমকলে খবর না দিয়ে বাংলা নিউজ ২৪ বেছে নিল কেন?!

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

বোকামন বলেছেন: এত কিছু বুঝি না
ফাসিঁ ছাড়া রাজপথ ছাড়বো না .....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

ডাব্বা বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

রিওমারে বলেছেন: ফাসির সাথে কোণ আপষ নাই। ডাইরেক ফাসি চাই।দিতে হবে।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

ডাব্বা বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: samur hit dekhle onek blog er e chulkani uthe.r blog malikder kotha nai ba bollam.karo karo ruchi etoi nongra j oishob blog a jeteo mon chay na

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ডাব্বা বলেছেন: একমত আপনার সাথে। শুধু নোংরা না, পরিকল্পিতভাবে নোংরা।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

উদাসীফাহিম বলেছেন: কেউ কেউ এই সুযোগে জামাত বিরোধীতার নামে ইসলামের সাথে তার সাপে নেউলে সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নেবার চেস্টা করছে।
কেউ তার রাজনৈতিক ঝাল মিটিয়া নিচ্ছে।
কেউ নেতৃত্ব না পেয়ে হতাশ। কেউ পাবার চেস্টা করছে।

একমত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

িশশু দর্পন বলেছেন: সামুর ব্লগাররা পথ দেখিয়েছে । সে পথে সবাই হাটছে । অনুসরন করছে । আর তাতেই গ্বা জ্বলা আরম্ভ করছে ? ছাগুদের চাডামি বন্ধ হবে । এক দফা এক দাবী । রাজাকারদের ফাসী ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

ডাব্বা বলেছেন: রাইট।
কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন জামাত রাজাকারদের প্রাথমিক আখড়া হলেও এরা কিন্তু সব দলেই আছে। কর্মী হয়ে, বন্ধু হয়ে, আত্মীয় হয়ে।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

বিপদেআছি বলেছেন: সুযোগ সন্ধানী সব জায়গায় থাকব , এদের থেকে সাবধান , এই গনজোয়ারকে বেহাত হতে আমরা দিবনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

ডাব্বা বলেছেন: ঠিক বলেছেন ব্রাদার। চোখ কান খোলা রাখুন।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

এস বাসার বলেছেন: বিএনপি , আওয়ামীলীগ এবং অতি অবশ্যই জামাত........ সব কয়টা বানচোতের দলই এই তরুন প্রজন্মের অন্দোলনকে নিয়ে ভীত।

তবে বিএনপি এটাকে সাক্ষাত যমের মতো ভয় পাচ্ছে, কেননা জামাত -বিএনপি আজ সমার্থক শব্দে পরিনত হয়েছে। অন্যদিকে আলীগ তার সব অপকর্মকে ঢেকে ফেলার চেষ্ঠায় মত্ত।

কিন্তু শেষ পর্যন্ত এই প্রজন্ম কোন বানচোতকেই ছাড়বেনা সেটা পরিষ্কার। একে একে সব অপরাধেরই বিচার হবে, কিন্তু সর্বাগ্রে রাজাকারদের শাস্তি এবং এদের দোসরদের।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

ডাব্বা বলেছেন: অনুভূতিতে প্লাস।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

মোঃ ওমর শরীফ বলেছেন: একমত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ডাব্বা বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

তামীল০০৯৬ বলেছেন: আমার বক্তব্য হল সুফল যে নিবে নিক। আমাদের লক্ষ্য অর্জিত হলে হলো।রাজাকারদের ফাঁসি দিয়ে যদি বিএনপি ও লাভবান হয় তাতে ও আমি খুশি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ডাব্বা বলেছেন: এই আন্দোলনের সুফল কিন্তু একটাই, রাজাকারের বিচার। ধন্যবাদ

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: রাজাকারদের দিন শেষ হয়ে আসল প্রায়।

জয় বাংলা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

ডাব্বা বলেছেন: সব রাজাকার নিপাত যাক।
বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.