নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।
নবীজি(সঃ) যেটা নিজে থেকে নিয়মিত করতেন এবং অন্যদের করতে উৎসাহ দিয়েছেন সেটা সুন্নত। আর আল্লাহ যেটা করতে আদেশ করেছেন সেটা ফরজ।
নবীজি(সঃ) উটে চড়তেন, তাই বলে এখন আমরা কি উট আমদানী/রপ্তানী করতে শুরু করব? বাস, গাড়ী, সাইকেল, প্লেন, ট্রেন বাদ দিব? নবীজি(সঃ) তাবুতে থেকেছেন, সত্যি কথা বলেছেন, সৎ ব্যবসা করেছেন। আমরা এটার কোনটা করি? নবীজি(সঃ) ভাষন দিতেন খালি গলায়, মাইক ছাড়া ভাষন এখন কে দেয়? নবীজি(সঃ) দাঁত পরিস্কার রাখতেন; মিসওয়াক করতেন, খিলাল করতেন পেস্ট ব্যবহার করতেন না। আমরা কি করি? নবীজি(সঃ) ইটালিয়ান পিৎযা খান নাই, মেক্সিকান টাকো খান নাই, বাংলাদেশি খিচুরী খান নাই তিনি খেয়েছেন রুটি, খেজুর ইত্যাদি। নবীজি(সঃ) নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন। নবীজি(সঃ) প্রথম বিয়ে করেছিলেন তাঁর থেকে ১৫ বছর বেশী বয়সী একজন বিধবা মহিলা কে।
এই ব্লগের কোন জেহাদী মুসলিম ভাই জেনেশুনে স্বেচ্ছায় ২৫ বছর বয়সে ৪০ এর কোন মহিলাকে বিয়ে করেছেন, জানতে মনটা আঁকুপাকু করছে। আরো জানতে মন চায় কে কোন বিগত যৌবনা, স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় নারীকে বিয়ে করেছেন, সম্মান দিয়েছেন।
আছেন কোন দ্বীনদার ভাই? কোন আলেম? কোন ব্লগ মুজাহিদ? থাকলে আওয়াজ দিন।
আমরা যখন কাউকে ভালবাসি তাকে ভালবেসে তার কিছু ব্যবহার নিজের জীবনেও প্রতিফলিত করে তাকে সম্মান দেখাতে ভালবাসি। এটার প্রাপক হতে পারে আমাদের মা, বাবা বা অন্য যে কেউ। কোন নেতা, কোন শিল্পী, টিচার বা অন্য কেউ।
নবীজি(সঃ) রোজা শেষ হবার সাথে সাথে 'কিছু খেয়েছেন' ... এটাই মুখ্য। তিনি বাহনে চড়ে যাতায়াত করেছেন ... এই যাতায়াতের পদ্ধতিটাই আসল। তিনি দাঁত পরিস্কার রাখতেন ... আপনি মিসওয়াক দিয়েও করতে পারেন বা ব্রাশ দিয়ে। পরিস্কার রাখাটাই কথা। তিনি বিয়ে করেছেন [অধিকাংশই অসহায় নারী] ... এখানে মেসেজ টা হচ্ছে, বিয়ে করুন লিভ টুগেদার না। শিক্ষাটাই লক্ষ্য এখানে, ইংলিশ/বাংলা বা আরবী মিডিয়াম না।
আমার কাছে এগুলোই সুন্নত মনে হয়। ইসলামিক চিন্তাবিদরা আরো ভালো বলতে পারবেন নিশ্চয়ই। আটা মোল্লারা না।
ইসলাম এডুকেটেড মানুষের জন্যে যারা আলোকিত হতে পছন্দ করেন। তর্ক মানুষকে ইসলামের কাছে নিয়ে আসে, দূরে ঠেলে দেয় না। ধর্ম মানুষকে ভাগ করার জন্যে আসেনি বরং শত বিভক্ত জাতিকে একতাবদ্ধ করার প্রয়োজনেই এসেছে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭
ডাব্বা বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:২৫
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: বিগত যৌবনা, স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় নারীকে বিয়ে করেছেন, সম্মান দিয়েছেন।
মা খাদিজা সম্পর্কে এমন জঘন্য মন্তব্যের তীব্র প্রতিবাদ।
আমার কাছে এগুলোই সুন্নত মনে হয়।
ইসলামের ব্যাপারে অনুমানের কোন অবকাশ নেই।
কোন ব্লগ মুজাহিদ
ইসলামি টার্ম নিয়ে ফাইজলামি বন্ধ করুন।
কেবল সস্তা পরিচিতি পাওয়ার জন্য ইসলাম নিয়ে এসব জঘন্য পোস্ট বন্ধ করুন।
----
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
ডাব্বা বলেছেন: আমার এই লেখাটি আটা মোল্লাদের জন্যে ছিল না।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:৩২
না পারভীন বলেছেন: পোস্ট পড়ে ভাল লাগল । প্রায়ই শুনি মিসঅয়াক ব্যবহার সুন্নত । আসলে আমার প্রিয় নবী মুহাম্মদ (সাঃ ) এর সময় ব্রাস ছিলনা ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫
ডাব্বা বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৬
সেফানুয়েল বলেছেন: খুবই সত্য বলেছেন। সহমত
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
ডাব্বা বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
তারেক বলেছেন: শিক্ষাটাই লক্ষ্য এখানে, ইংলিশ/বাংলা বা আরবী মিডিয়াম না - আপনার এ কথাটা ঠিক না। অবশ্যই ইংলিম ,আরবী, বাংলা একটা ফ্যাক্টর।
কোরআনে হাফেজ এর জন্য জান্নাতে বালাখানার ওয়াদা আল্লাহ করেছেন, ও লেভেল বা এ লেভেল পড়ুয়াদের জন্য নয়, বা ডাক্তার ,ইঞ্জিনিয়ারদের জন্য নয়।
ওলামারা নবীর ওয়ারীশ, পি এইচ ডি, মার্স্টাস, অনার্স পাশ করা লোকজন নবীর ওয়ারিশ নয়।
এরকম আরও অনেক পুরুষ্কারের কথা বলা হয়েছে হাদিসে বা কোরআনে।
সুতরাং অন্য সব ব্যাপারে যাই হোক শিক্ষার ব্যাপারে আপনার মতামত ঠিক না।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
ডাব্বা বলেছেন: আপনার মনোভাবটা আমি সম্ভবত বুঝতে পেরেছি।
শিক্ষার জন্যে চীন দেশে যাবার যে তাগিদ দেয়া হয়েছে, সেটাকে কি ভুলে যাবেন ব্রাদার? কোরানে হাফেয হবার জন্যে কিন্তু চীনে যেতে বলা হয়নি।
কোরানে হাফেয হওয়াটা তো একটা স্কিল এটা একাডেমিক ক্রেডেনেসিয়াল না বোধহয়। কাজেই যেকোনো একাডেমিক পড়াশুনা'র পাশাপাশি হাফেয হয়ে বালাখানা'র দখল নিতে পারলে মন্দ কি?
তবে কথা হচ্ছে যে বালাখানা'র মালিক হয়ে হুর সান্নিধ্য পাবার একমাত্র উপায় কিন্তু কোরানে হাফেয হওয়া না। আরো অনেক ভাবেই তা সম্ভব।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
মামুন রশিদ বলেছেন: লেখার মেসেজ ভালো লেগেছে
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
ডাব্বা বলেছেন: ধন্যবাদ
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্নতের এই হাকীকতকে ফেলে রেখে বোকারা আক্ষরিক অর্থে বালাখানর স্বপ্নে মশগুল!!!!! আফসোস...
একজন বললেন কোরআনে হাফেজ হতে বরা হয়েছে- ভাই কোরআন কি চেনেন?
জরিন হরফে লেখা, সোনালী হরফে লেখা নীল আসমানী কোরআন দেখেছেন কোনদিন?
কাগজ কোরআনকেই যদি অন্তর দিয়ে অনুভব করেন তবেই সেই সৌভাগ্যের দ্বার খুলতে পারে।
কোরআনে তিলাওয়াতে ১৯টি অর্থ আছে। জানেন নকি? সেখানে হিফজ বা স্মৃতিতে ধারন করে রাখা একটি মাত্র। বাকী ১৮র সন্ধান নিয়েন।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
তারেক বলেছেন: ব্রাদার হুর এর কথা আমি বলিনি ওটা আপনার মস্তিক প্রসূত।আরও আপনার মতো কেউ যদি হুর পাওয়ার উদ্দেশ্যে হাফেজ হয় তাহলে তার আমও যাবে ছালাও যাবে। যে একমাত্র আল্লাহর রাজী-খুশীর জন্য হাফেজ হয় তাহলেই তার জন্য এই পুরুষ্কার। অবশ্য আপনার কথা আলাদা, কারন আপনার মাথা ও মনে হুর ছাড়া তো আর কিছু নাই।
র্চীন দেশের কথাও ভুলিনি , তবে সেটাও বলা হয়েছে দ্বীনি শিক্ষার ব্যাপারে , দুনিয়াবী কোন শিক্ষার ব্যাপারে নয় ব্রাদার ।
আর আপনি শুধু হাফেজের কথা বললেন, আমি কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিতদের কথা বলেছি। দ্বীনি শিক্ষায় শিক্ষিত কারা? হাফেজ , মাওলানা,মুফতি ,মুহাদ্দেছ এরা সবাই দ্বীনি শিক্ষায় শিক্ষিত। এদের ব্যাপারেই আমাদের নবী(সঃ) হাদীসে এবং আল্লাহ পাক কোরআনে বিভিন্ন পুরুষ্কারের ওয়াদা করেছেন। তবে এ সবই হতে হবে আল্লাহ ও রাসুলেন খুশির জন্য। অন্য কোন নিয়তে করলে হবে না।আপনার মতো হুর পাওয়ার নিয়তে করলে হবে না।
আর "একাডেমিক ক্রেডেনেসিয়াল " -এর কথা বলছেন।মাওলানা,মুফতি ,মুহাদ্দেছ এগুলো সবই একাডেমিক পড়াশুনা, তবে তা ইসলামকি পড়াশুনা। আপনার মতো স্কুল,কলেজ ,ইউনির্ভাসিটি পড়ৃয়াদের ব্যাপারে আল্লাহ ও রাসুলের কোন ওয়াদা নাই। ইসলামে শিক্ষার ব্যাপারে যত উৎসাহ ,পুরুস্কার এর কথা বলা হয়েছে তা শুধু দ্বীনি শিক্ষায় শিক্ষিতদের জন্য(হাফেজ , মাওলানা,মুফতি ,মুহাদ্দেছ) আপনার মতো কলেজ ,স্কুল পড়ুয়াদের জন্য নয় যারা শুধু হুরই চিন্তা করতে পারে।
আর একটা কথা বলে রাখি , খুব মনেযোগ দিয়ে শুনুন- ইসলামে আল্লাহর সন্তুষ্টি ও রাসুল (সঃ) এর রাজি-খুশি ছাড়া কেউ কোন কিছু করলে তার বিনিময়ে সে কোন প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে না।
আর সুন্নাত হচ্ছে আমাদের নবী(স যা করেছেন তাই। আপনার কাছে যা মনে হয়েছে তাই কিন্তু সুন্নাত নয়।
ইসলাম সর্ম্পকে জানুন,পড়ুন , তারপর ব্লগ লিখতে আসুন। অবশ্য আপনাকে পেইড করা হলে সেটা অন্য ব্যাপার।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ডাব্বা বলেছেন: আপনি কনফিউজড ব্রাদার। উগ্রতা ও প্রকট। আলোচনা বোঝেন না। হয়ত ভবিষ্যতে কথা হবে আবার আপনর সাথে যদি বদলে যান একটু।
ভাল থাকুন।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
তারেক বলেছেন: @বিদ্রোহী ভৃগু - "ভাই কোরআন কি চেনেন?" -ভাই আপনি কিকোরআন চেনেন?যদি চিনে থাকের তাহলে বলেন তো কোরআন কি জিনিস?
@বিদ্রোহী ভৃগু আপনি কি জরিন হরফে লেখা, সোনালী হরফে লেখা নীল আসমানী কোরআন দেখেছেন কোনদিন?
কোরআনে তিলাওয়াতে ১৯টি অর্থ আছে। একটার কথা বিদ্রোহী ভৃগু বলেছেন।
আচ্ছা ভাই বিদ্রোহী ভৃগু - আপনি তো বিশার ইসলামি চিন্তাবিদ।বাকি ১৮টির লিস্ট ব্লগে একটু দয়া করে দিয়েন।আমাদের সবারই জানতে ইচ্ছা করছে।শত হলেও ইহা পবিত্র রমজান মাস।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আহলান বলেছেন: আপনে কি যে বুঝাতে চাইলেন বুঝল না। তবে এটা বুঝলাম কারোর উপরে খেপছেন ...
১১| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৮
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: হায়রে ২ পয়সার সস্তা লেখক।
আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
ডাব্বা বলেছেন: আমীন।
১২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯
তারেক বলেছেন: কই ভাই বিদ্রোহী ভৃগু , কোরআনে তিলাওয়াতের বাকি ১৮টি অর্থ দিলেন না?
কোরআন যে কি জিনিস তা আমাদেরকে বুঝাইয়া দেওয়ার কথা ছিল। কোথায় আপনি ,একটু বুঝাইয়া দেন আমাদের।
১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৩
দূর আকাশের নীল তারা বলেছেন: খুবই সত্য কথা।