নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।
মিতা হক,
আপনার শ্রদ্ধেয় জননী আজো জীবিত আছেন কিনা জানি না, থাকিলে আমার খুব জানিতে ইচ্ছা করিতেছে তিনি আপনার এই বাঙালী হইবার সূত্র হালফিল অনুসরণ করিতেছেন কিনা। উনাকে আমার বিনীত সালাম জানাইবেন।
তবে আপনার সূত্রমতে কবি সুফিয়া কামাল এবং শহীদ জননী জাহানারা ইমাম ও আর বাঙালী রহিবার দাবী করিতে পারিবেন না। উনাদের জন্য বড়ই মনঃকস্ট হইতেছে। এই ব্যাপারে সামনে বিশদ আলোকপাত করিবার আশা করিতেছি।
কিন্তু মিস্টি সংগীত ছাড়িয়া হঠাৎ টক ঝালের প্রতি আপনার এহেন আসক্তির কারন বোধগম্য হইতেছে না! আমরা তো জানিতাম যে গানের শিল্পীরা টক হইতে যথাসম্ভব নিরাপদ দূরত্বই বজায় রাখিয়া চলেন পাছে গলা দিয়া শুকরের মত ঘোৎ ঘোৎ শব্দ বাহির হইয়া পরে! আপনি কি ইহাকে 'মিথ্' হিসাবে ধরিয়া ভুল প্রমান করিতে চাহিয়াছিলেন? পারিয়াছেন কি?
আপনি হয়ত ভুলিয়া গিয়া থাকিবেন যে, যেই মানুষ গুলি ১৯৭১ এ যুদ্ধ করিয়া এই দেশটি কে পাক হানাদার বাহিনীর হাত হইতে মুক্ত করিয়াছিলো সেই সব সাহসী মানুষদের জননী, ভগিনী, আত্মজা, ভার্যা সকলেই শাড়ি সালোয়ার কামিয পড়িয়া মাথায় কাপড় দিয়া তাঁদের পতি, ভ্রাতা, পিতা ও সন্তানের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করিয়াছিল দেশ কে স্বাধীন দেখিবার নিমিত্তে। ধর্ম আমাদের বাঁধা হইয়া দাড়ায় নাই। পোষাক আমাদের দুরে সরাইয়া রাখে নাই। জাতি হিসাবে তখনো আমরা এক ছিলাম এবং অদ্যাবধি আছি।
তবে আপনাদের দৌরাত্মে তাহা বোধহয় আর হইয়া উঠিল না।
এমনিতেই আমাদের বিভাজনের শেষ নাই তাহার উপর আপনি মাত্রই যে অনাবশ্যক আবর্জনার স্তুপটি সভ্য সমাজে ডাউনলোড করিলেন তাহা ইউটিউব ও ব্লগের মাধ্যমে আপলোডেড হইয়া অন্তর্জালে এক বিশাল অন্তর্জালার সৃস্টি করিয়াছে সমগ্র বিশ্বের বাংলাভাষী মানুষের মনে। ইহার 'রিপ্ল ইফেক্ট' অবশ্যই আপনার কাছে পৌছাইবে বলিয়া আমার বিশ্বাস।
খুব ছোটবেলায় আমাদের খেলাঘরে বেগম সুফিয়া কামাল আসিয়াছিলেন। ভাল আবৃতির কারনে তিনি আমাকে গাল টিপিয়া আদরও করিয়াছিলেন। তখন আমার আইফোন ছিল না বলিয়া একটি ছবি তুলিয়া রাখিতে পারি নাই বিধায় আপনাকে দেখাইতে পারিলাম না যে কায়েদে আজম কে আব্বা আব্বা ডাকিয়া অস্থির হওয়া স্বাধীনতা পরবর্তী এই বিশিস্ট বাঙালী কবি মাথায় ঘোমটা দিয়া আসিয়াছিলেন।
জাহানারা ইমাম ঘোমটা টানিয়া মুখ মুছিতে মুছিতে জানিতে চাহিয়াছিলেন তাঁর 'ক্যান্সারের সংগে বসবাস' বইটি কেমন লাগিয়াছে? কি উত্তর দিয়াছিলাম তাহা আর আজ মনে পড়ে না তবে এইটুকু মনে পড়ে যে মুগ্ধ হইয়া তাঁহার দিকে তাকাইয়াছিলাম কিছুক্ষণ।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা মাথায় ঘোমটা দিয়া চলাফেরা করেন। আপনার মত ফোঁটা ও দেন না খোটা ও দেন না। তবে তো উনারা কেহই বাঙালী না!
আচ্ছা বেগম রোকেয়া কি বাঙালী আছিলেন? না মনে হয়। ছবি দিলাম একখানা, দেখিয়া কহিবেন।
এইক্ষণেই আপনি হয়ত বলিয়া উঠিবেন যে ইহারা তো সব মুসলমান বাঙালী, আসল বাঙালী না। আমি জানিতাম এমন কিছু ঘটিবে তাই খুঁজিয়া বাহির করিলাম কিছু 'আসল' বাঙালীর ছবি। দেখিয়া চক্ষু জুড়াইবেন।
মিতা হক, আমার মাতা এবং ভগ্নী উভয়েই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়াছেন বোরকা পড়িয়া। কর্মক্ষেত্রেও সফলতা লাভ করিয়াছেন। আমার ভগিনী'র হরিহর আত্মা অন্যধর্মীয় সুহৃৎটিও ঘোমটায় নীচে উনার রেশম সদৃশ কেশরাজী লুকাইয়া শিক্ষাজীবন সমাপ্ত করিয়াছেন।
বাঙ্গালী হইবার সাথে শাড়ী, ঘোমটা, কপালে ফোঁটা, দাড়ি, টুপি'র কি সম্পর্ক আমি বুঝিতে অক্ষম।
আপনার এই হঠকারি বক্তব্যে আপনি শুধু আমার জন্মদাত্রীকে ই আজ অসম্মান করিলেন না আপনি আমার মুক্তিযোদ্ধা পরিবারকে ও অপমান করিলেন। আপনি আমার প্রতিবেশী হিন্দু পরিবারটির গালেও চপেটাঘাত করিলেন।
মিতা হক, আপনার বাজার যদি পড়তির দিকে হয় তাহা হইলে বিনা সংকোচে এই সামুতে একটি পোস্ট ঝুলাইবার ব্যবস্থা করিতে পারেন। সামু'র সদস্যবৃন্দ সম্পদশালী না হইলেও উহাদের বিশাল হৃদয় বিদ্যমান। সাহায্যের অভাব হইবে না। বিকাশ এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকা হইতে অর্থ সাহায্য আসিয়া যাইবে। একাউন্ট নাম্বারটি দিলে আমি আমার ছাত্রদের নিকট হইতেও কিছু চাহিয়া পাঠাইতে পারিব।
আপনি একজন গুণী শিল্পী। নিজের গলার যত্ন আপনার নিজেরই লইতে হইবে। টক্ হইতে দুরে থাকিবেন, অন্যথায় কন্ঠস্বর বদলাইয়া যাইবার ঝুকি থাকিয়াই যাইবে। আসা-যাওয়ার পথের ধারে ই পড়িয়া রহিবেন।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯
ডাব্বা বলেছেন: ফেইসবুকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ প্রিয়তে নেবার জন্যে ব্রাদার।
২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১
উড়নচন্ডী ডটকম বলেছেন: মিতা হক, আপনার বাজার যদি পড়তির দিকে হয় তাহা হইলে বিনা সংকোচে এই সামুতে একটি পোস্ট ঝুলাইবার ব্যবস্থা করিতে পারেন। সামু'র সদস্যবৃন্দ সম্পদশালী না হইলেও উহাদের বিশাল হৃদয় বিদ্যমান। সাহায্যের অভাব হইবে না। বিকাশ এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকা হইতে অর্থ সাহায্য আসিয়া যাইবে। একাউন্ট নাম্বারটি দিলে আমি আমার ছাত্রদের নিকট হইতেও কিছু চাহিয়া পাঠাইতে পারিব।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
ডাব্বা বলেছেন: আই অ্যাম সিরিয়াস। উনি চাইলে করব, শিল্পী মানুষ হাজার হোক।
৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮
গোলক ধাঁধা বলেছেন: চরম বলেছেন ডাব্বাজি,আসলে এইসব ফালতুদের নিয়া বেশি মাতামাতি করাও ঠিক না,এরা জানেও না যে এরা আমাদের সমাজে অর্বাচিন,এদের স্পর্ধা দিন দিন বেরেই যাচ্ছে,আরও একজনতো বলেই ফেলেছিল আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিমরাই নাকি সংখ্যালঘু।এই যে ধারাবাহিকতাগুলো এগুলো কিসের আলামত আর এতকালই বা কেন হয় নাই।কারন একটাই এই দেশটাকে তারা তাদের প্রভুদের অঙ্গরাজ্য বানাতে পারলেই তারা ধন্য।এদের আর ৭১ এর রাজাকারদের মধ্যে আসলে কোন তফাৎ নেই,৭১ এ রাজাকার ছিল পাকিদের হয়ে আর এখনকার ভাদাচক্র আছে তাদের প্রভুদের মিশন কমপ্লিট করাতে।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৮
ডাব্বা বলেছেন: কস্ট লাগে তখন খুব যখন আমরা হিন্দুস্তান আর পাকিস্তান এ ভাগ হয়ে যাই। ব্লগে, ফেইসবুকে দেখবেন যতটা সময় আমরা ঐ দুটো দেশকে নিয়ে পড়ে থাকি তার সিকি ভাগও বাংলাদেশকে নিয়ে ভাবি না।
আমরা আজো বাংলাদেশী হতে পারলাম না।
পশ্চিম পাকিস্তান আমাদের বন্ধু ছিল না। ইন্ডিয়া আমাদের বন্ধু না।
৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২
মো: আজিজ মোর্শেদ বলেছেন: এই বিষয় নিয়ে যত গুলি লেখা পড়লাম তার মধ্যে সবথেকে ভাল।
ধন্যবাদ......
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৯
ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৩
বঙ্গদর্পণ বলেছেন: আমাদের দেশের মন্ত্রি-নেতা-সুশিলরা কত আকথা-কুকথা বলতেছে তাতে কারো কিছু যাই আসে না, আর মিতা হকের মত একজন ২য় সারির গায়িকা কি বলল তাতে মুসলমানদের মুসলমানিত্ব চলে গেল - এমন একটা ভাব! আসল কথা হল ঈদের ছুটিতে ছাগুদের লাফালাফি করার একটা খোরাক হল। ভালোই তো, ভালো না!
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭
ডাব্বা বলেছেন: কথাটা মন্দ বলেন নি।
আমার যেটা মনে হয় এর কারন হিসেবে আমরা আসলে ত্যক্ত বিরক্ত হয়ে আছি নেতা, মন্ত্রীদের ব্যাপারে। ওদেরকে আর কেউ হিসেবেই আনি না।
মিতা হক, ফ্রেশ ব্লাড।
বাই দ্য ওয়ে, মিতা কিন্তু প্রথম সারির রবীন্দ্র সংগীত গায়িকা। আমি নিজে টিকিট কেটে উনার অনুস্ঠান দেখেছি জাদুঘর মিলনায়তনে অনেক বছর আগে। একদম প্রথম সারির টিকেট!!
৬| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫
আশফাক সুমন বলেছেন: "আমরা আজো বাংলাদেশী হতে পারলাম না।
পশ্চিম পাকিস্তান আমাদের বন্ধু ছিল না। ইন্ডিয়া আমাদের বন্ধু না। "-----
স হ মত ১০০%
++++++
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
ডাব্বা বলেছেন: ধন্যবাদ।
৭| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭
কালবৈশাখীর ঝড় বলেছেন: অনুষ্টানটি আমি দেখেছি
মিতা হক সুধু নিজের কথা বলেছেন। সেদিন নিজে কি পোষাক পরিধান করেছেন সেটাই বর্ননা করেছেন। উনি এমন তো না যে সুধু ঘোমটার কথা বলেছেন। সবাই জানে ঘোমটা দেয়া বা না দেয়া বাঙ্গালিত্তের লক্ষন হতে পারে না।
মিতাহক বলেছেন হেজাব নামের চোখ বাদে সমস্ত মুখঢাকা এসব কি?
ইসলামি পোষাকের নামে স্কিন টাইট বুর্খাকে নিন্দা করেছেন। নাক-মুখ ঢাকা ভৌতিক পোষাক আমারও অপছন্দ। ইসলামও এভাবে পরতে বলেনি
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
ডাব্বা বলেছেন: আমি আবার দেখলাম ভিডিওটি। কয়েকটি বিষয় খেয়াল করবেন। (১) উনি নিজের পোষাকের সংগে অন্যের পোষাকের তুলনা করেছেন, শুধু নিজের বর্ননায়ই সীমাবদ্ধ রাখেননি। (২) তিনি বাঙালীর পোষাক কেমন হবে তা ব্যাখ্যা করেছেন এবং সেটা না হলে যে কেউ হবেন না তা ও বোঝা গেল স্পস্ট করে। (৩) তিনি সিদ্ধান্ত দিয়েছেন কে বাঙালি আর কে বাঙালী না। তিনি একজন শিল্পী নৃতাত্বিক কোন দক্ষতা তাঁর আছে কি এভাবে সা্র্টিফাই করার?
ইসলাম আমাদের বিবেচ্য না এখানে। আপনি, আমি ব্যক্তিগতভাবে কি অপছন্দ করি সেটাও আলোচ্য না।
মিতা হক অতীতেও এভাবেই বক্তব্য দিয়েছেন অন্যকে হেয় করে। হাল আমলে রবীন্দ্র সংগীত এর যে নতুন পরিবেশনা লদ্ধ ফলোয়িং আমরা দেখতে পাই তাকে তিনি 'ডিরেইলড্' ছেলেমেয়েদের কাজ (http://www.youtube.com/watch?v=PEW9VVz3djI ২৮.০৫ থেকে দেখুন) বলে উল্লেখ করেছেন। তাঁর কি অথরিটি আছে কাউকে/তাদের ডেরেইল্ড বলার? এই একই অনুস্ঠানে (৩৩.০৩ থেকে দেখুন) তিনি আবারও তাঁর মতামতই চাপিয়ে দিলেন পোষাকের ব্যাখ্যা দিয়ে এবং সেটি ও করেছেন যথেস্ট নোংরা ভাবে।
৮| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
শিক্ষানবিস বলেছেন: আমরা যখন বাঙলা ভাষায় কথা বলি তখন দুনিয়ার কোটি কোটি সত্যনিষ্ঠ মানুষ আমাদের বাঙালী বলিয়া ডাকে, তখন মিতা হকের মত লোক আমাদের বাঙালী না বলিলে কিছু যায় আসে না।
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২
ডাব্বা বলেছেন: মিতা হক বাঙালীর পোষাক নির্ধারন করার কে? তিনি কে নির্ধারন করার, কে বাঙালি আর কে বাঙালি না? তিনি কি অথরিটি?
৯| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
রিনকু১৯৭৭ বলেছেন: মিতা মন হচ্ছে Stormy Daniels, Jenna Haze, Ashlynn Brooke, Tori Black, Allie Haze দের মতো হতে চাচ্ছেন। ওদের গায়ে কোন কাপড়িই থাকেনা তাই মিতা হয়তো বলবেন ওরা হলো শ্রেষ্ঠ খাটি বাঙ্গালী
১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১
ডাব্বা বলেছেন: লেখক বলেছেন: মিতা হক কাপড় না পড়ার কথা বলেননি। উনি বলেছেন কি কাপড় পড়লে বা কিভাবে পড়লে বাঙালি বলা যাবে।
পোস্ট পড়ার জন্যে ধন্যবাদ।
১০| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
নৈঋত বলেছেন: ফাটিয়েছেন বস.
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩
ডাব্বা বলেছেন: থ্যানকস্ ব্রাদার।
১১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩১
নাইট রিডার বলেছেন: এই বিষয়ে নিঃসন্দেহে সবচেয়ে ভাল লেখা।
প্লাস,প্রিয়তে এবং অবশ্যই ফেবুতে শেয়ারড।
আপনার পোষ্টে আরেকজন নারীর ঘোমটা পড়া ছবি আসলে আরও ভাল হত;কারণ এই নারী সংশ্লিষ্ট কথা উনি এই অনুষ্ঠানে বলেছেন। তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উনার নামটা বিশেষ করে আমি উল্লেখ করব কারণ মিতা হক বলেছেন শেখ হাসিনার আওয়ামী লীগকে উনি সমর্থন করেন এবং তাদেরকেই একমাত্র অসাম্প্রদায়িক হিসেবে দেখেন। এখন শুধুমাত্র ঘোমটার কারণে যদি উনি কাউকে অবাঙ্গালী এবং সাম্প্রদায়িক আখ্যা প্রদান করেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সেই দোষে দুষ্ট। আর এহেন ব্যাক্তি বা তার নিয়ন্ত্রিত দলকে মিতা হকের সমর্থন দান করাটা চূড়ান্ত ভন্ডামি।
১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০
ডাব্বা বলেছেন: একমত আপনার সাথে। চমৎকার ছবিটা'র জন্য ধন্যবাদ। পোস্ট টি আরো সম্মৃদ্ধ হোল।
১২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
একজন ঘূণপোকা বলেছেন: হক কথা
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৫১
ডাব্বা বলেছেন: ধণ্যবাদ ব্রাদার।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৪
উড়নচন্ডী ডটকম বলেছেন: সোজা প্রিয়তে।
মিতা হকের ব্লগীয়,ফেসবুক সন্তানদের জন্যও কিছু লিখবেন।