নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

যারা মনে করেন পৃথিবীতে ইসলামের ঝান্ডা সমুন্নত রেখেছে কেবল সৌদি আর পাকিস্তান

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫

এই লেখাটা তাদের জন্য।

কাছ থেকে খুটিয়ে দেখার আলোকে চীনের উইঘুর মুসলমানদের নিয়ে পরে একটা বিশদ লেখা দেয়ার আশা রাখি সামনে। এখন শুধু একলাইনে বলি, চীনে উইঘুর মুসলমানদের উপর সরকারি নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গিয়েছে এবং দশ লক্ষের ও বেশী উইঘুর মুসলিম কে একটি বন্দীশিবিরে আটকে রেখে টেররিস্ট নাম দিয়ে শারীরিক, সামাজিক, মানসিক, এবং ধর্মীয় মগজ ধোলাই এর অত্যাচার করা হচ্ছে।

মোহাম্মদ বিন সালমান, সৌদি প্রিন্স যিনি মৃত্যুর পর ডাইরেক্ট ফ্লাইটে জান্নাতে প্রবেশ করবেন, এক ঝটিকা সফরে পাকিস্তান, ইন্ডিয়া, এবং চীন ঘুরে আসলেন। চীনের নির্যাতিত উইঘুর মুসলমানরা তার দিকে তাঁকিয়ে ছিল এই ভেবে যে তিনি এসব অত্যাচারের ব্যাপারে কিছু বলবেন। তিনি মুসলিম জাহানের প্রিন্স। প্রিয় নেতা।

তা তিনি বলেছেন। প্রিন্স বলেছেন, “আমরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী যেকোন পদক্ষেপ গ্রহণের চীনের অধিকারকে সম্মান এবং সমর্থন করি। আমরা চীনের সাথে সহযোগিতা জোরদার করতে আন্তরিক ভাবে প্রস্তুত।“
অর্থাৎ, ভদ্রভাবে বলে দিল, ‘দূরে গিয়া মর’।

পাকিস্তানের দিকে তাকাই। মাশাল্লাহ, দেশটার নামের মধ্যেই একটা বেহেশত বেহেশত খুশবূ। সেই দেশের প্লেবয়, স্যরি গুডবয় বেহেশতী প্রধানমন্ত্রী ইমরান খান উইঘুর মুসলিমদের কথা শুনে হাবিয়া দোজখ থেইকা পড়লেন। ওপ্‌স, জান্নাতুল ফেরদৌস থেকে পড়লেন। বলেন কি? ওরা কারা? এই অবস্থা! "আমি ত ওদের ব্যাপারে তেমন কিছু জানি না”, বলে হাত ধুয়ে আবার আখরোট ভাঙতে বসে গেলেন।

ঘটনার পেছনের কারন একদম ফকফকা। ব্যবসা।
সৌদি ১০ বিলিয়ন ডলারের ব্যবসার গন্ধ পেয়েছে চীনে তেল শোধনাগার স্থাপনের বরাতে। ব্যস, ডলারের গনধের কাছে রক্তের গন্ধ ম্লান হতে সময় লাগল না।
আর পাকিস্তানের কোন উপায় নাই। বন্ধুহীন পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু হোল চীন। সবচেয়ে বড় সাপোর্টের নাম চীন। মাথার উপর থেকে চীনের হাত সরে গেলে পায়ের নীচ থেকে মাটি সরে যেতে ও খুব সময় লাগবে না। সাধারন চীনা নাগরিক ও ইন্ডিয়ার চাইতে পাকিস্তানকে বেশী পছন্দ করে। কাজেই চীনের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজের সর্বনাশ করার মত মাথা মোটা ওরা না।

এই না হলে সাচ্চা মুসলমান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.