নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষায় সংখ্যার ব্যবহার এবং তারা আজবীয় ব্যাখ্যা

০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৬

বাংলা ভাষায় সংখ্যার বহুমূখী ব্যবহার আছে যেমন নয় ছয়, দশে মিলে করি কাজ ইত্যাদি। কতগুলো বাগধারা ধরনের আর কিছু আছে দৈনন্দিন জীবনে জনপ্রিয়। সেগুলো নিয়েই একটু মজা করতে এই পোস্ট।

এক দেশে এক রাজা ছিল
(সেই রাজার নাম ছিল এরশাদ, তার ছিল ঘরে বাইরে রানী।)
সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়
(রাজাকারমুক্ত বাংলাদেশ।)
পাঁচ ফোড়ন
(ইসলামী দল সমূহ। বিশেষ বিশেষ তরকারিতে সবাই ব্যবহার করে।)
এক মাঘে শীত যায় না
(বিএনপি’র চির মোটিভেশনাল বাণী।)
উনিশ বিশ
(সরকারি দল আর বিরোধী দল।)
নয় ছয়
(সরকারি দল।)
যাহাই বায়ান্ন তাহাই তিপ্পান্ন
(সকল রাজনৈতিক দল।)
এক কান দুই কান
(রাজনীতিবিদ। বিরোধী দলে থাকা অবস্থায় এদের এক কান কাটা থাকে। দল সরকারে গেলে দুইটাই যায় গা।)
বাঘে ছুঁলে আঠার ঘা
(জলদি সদকাটা দিয়া আয়। কপাল ভাল যে আম্লীগ ছোঁয় নাই।)
চোদ্দ শিকের ভিতর
(“খুবই ইমপর্ট্যান্ট জায়গা, সবারই একবার যাওয়া উচিত”।)
দশ কথার এক কথা
(হাসান মাহমুদ। উনি বলেন, আরো বলেন। বলতেই থাকেন। আমরা এক কথার অপেক্ষা করতে থাকি। করতেই থাকি।)
সাত সমুদ্র তের নদী
(ইন্ডিয়ার ফ্রেন্ডশীপ। তারে আমি চোখে দেখিনি/তার অনেক গল্প শুনেছি।)
বিক্রমপুরের পোলা আশি টাকা তোলা
(এই জায়গার পোলাপাইন এত সস্তা, ভাবতেই পারিনা।)
সখের তোলা আশি টাকা
(কারো সখ যদি ভারোত্তোলন হয় তো বুঝ ঠেলা।)
এক চিলতে
(এইটার মানে হইল কড়া সিঙ্গল।)
হাতের পাঁচ
(হাতের পাঁচশ বললেও অর্থ একই থাকত। ফহিন্নী।)
আমার একদিন কি ওর একদিন
(ভীতুর ডিম। মাইরপিট কি এমনে হয়? বরং বলা ঊচিত আজকেই তোর দিন শেষ।)
দশ মাস দশ দিন
(যতসব আজেবাজে কথা। বুকে হাত দিয়া কন, আপনি ঠিক দশ মাস দশ দিন খালাম্মা’র পেটে আছিলেন।)
সাত পাঁকে বাঁধা
(এইটা আমার খুব পছন্দের। পিটাইলে তো বাইন্ধা পিটানোই ভাল।)
দু চার জন
(উড়ু উড়ু মন। ব্যাটা আগে ঠিক কর কয়জন, এরপর কথা ক।)
৪২০
(বাংলাদেশে এইটার মানে টাউট বাটপার। ক্যানাডা, এ্যামেরিকায় হইল গাঞ্জা।)
যার হয়না নয়েতে তার হয়না নব্বই তে
(সরকারি কর্মচারী। যতই বেতন বাড়ান উপরি’র নেশা তারে ছাড়েনা।)
আটরশি
(পাথর ব্যবহারে ভাগ্য ফিরে না, ভাগ্য পাথর বেইচা ফিরাইতে হয়।)
কুড়িতেই বুড়ি
(অল্প বয়সেই যারা অধিক উপার্জনক্ষম হয়ে যান। যেমন, সোনাই, জোসিয়া, গেলমান।)
বায়ান্ন হাজার তিপ্পান্ন গলি
(অগ্নিকান্ড। যার তাপ কখনো ক্ষমতাসীনদের বরফ শীতল হৃদয় স্পর্শ করে না।)
দশে মিলে করি কাজ
(এটি একটি বিদেশী প্রবাদ। বাঙ্গালির চরিত্রে কালিমা লেপন করতে এর সৃষ্টি।)

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: এটা কি পজেটিভ প্রতিবাদ?

০৫ ই মে, ২০১৯ রাত ১১:৪৪

ডাব্বা বলেছেন: ... মজা করতে এই পোস্ট।

২| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

কালো যাদুকর বলেছেন: হা হা হা । অনেক মজর পোস্ট।

০৫ ই মে, ২০১৯ রাত ১১:৪৫

ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

৩| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

করুণাধারা বলেছেন: ছোট ছোট বাক্য; তার ভাব সম্প্রসারণ করলে বেশ বড় আকারের ধারণ করে।

ঠিক যেন, বারো হাত কাকুরের তেরো হাত বিচি.......

পোস্টে প্লাস।

০৫ ই মে, ২০১৯ রাত ১১:৪৭

ডাব্বা বলেছেন: ইগ্জ্যাক্টলি। আবার যেমন সাতে পাঁচে।

৪| ০৬ ই মে, ২০১৯ রাত ১২:৫১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই মে, ২০১৯ রাত ২:৪৬

ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

৫| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট আমার কাছে ভালো লাগে।

৬| ০৭ ই মে, ২০১৯ ভোর ৫:৪৯

ডাব্বা বলেছেন: চারদিকে এত হানাহানির কোলাহলের মাঝে একটু হাসতে চেয়েছিলাম।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: এক দেশে এক রাজা ছিল
(সেই রাজার নাম ছিল এরশাদ, তার ছিল ঘরে বাইরে রানী।)
- আসলেই রাজা ছিলেন।

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫১

ডাব্বা বলেছেন: জী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.