নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।
লেখাটি পড়ার আগে মনে রাখবেন-
অ্যামেরিকার ৫০টি স্টেইটের(state) প্রত্যেকের নিজস্ব নিয়ম কানুন আছে। অনেক ব্যাপারেই সরকারি হস্তক্ষেপ চলেনা এবং সরকার সেটা করেও না। নিজস্ব স্বাধীন প্রশাসন আছে। করিমকে হত্যার দায়ে রহিমের বিচারের রায় একেক স্টেইটে একেক রকম হবে। গম চুরির দায়ে ধলা মিয়ার শাস্তি স্টেইট ভেদে আলাদা হবে।
তাহলে দেখা যাক কি করে ট্রাম্প এখনো প্রেযিড্যান্ট হতে পারেন।
গুরুত্বপূর্ণ পয়েন্টঃ আমেরিকার নির্বাচনে প্রেযিড্যান্ট সরাসরি পাবলিক ভৌটে নির্বাচিত হয় না।
তাহলে এইযে সেদিন নির্বাচন হয়ে গেল সেটা তাহলে কী ছিল?
-- সেটা ছিল আসলে ইলেক্টর(elector) নির্বাচিত করা এবং তাঁদেরকে ভবিষ্যতের একটা বিশেষ দ্বায়িত্বে নিয়োজিত করার দিন যদিও ব্যালটে টিক দিতে হয়েছে ট্রাম্প বা বাইডেনকে। এর ব্যাখ্যা আসবে সামনে। আসুন এখন ইলেক্টরদের সম্পর্কে কিছু জেনে নেই।
অ্যামেরিকার ৫০টা স্টেইটে মোট elector এর সংখ্যা ৫৩৮ জন। Elector দের আবার কোটা আছে। যেমন, Nevada(লাস ভেগাসের জন্য বিখ্যাত)তে আছে ৬ জন ইলেক্টর আবার ক্যালিফোর্নিয়াতে আছে ৫৫ জন ইলেক্টর। স্টেইট ছোট হলে কম ইলেক্টর, বড় হলে বেশি ইলেক্টর।
ইলেক্টরের(elector) কাজ কি?
-- ইলেক্টরের কাজ হলো কাউকে নির্বাচিত(elect) করা।
কাকে নির্বাচিত(elect) করবে?
-- প্রেযিড্যান্ট, ভাইস প্রেযিড্যান্ট কে হবে সেটা ঠিক করবেন।
তাহলে মানুষ যে ভৌট দিল তার কী হবে?
-- অ্যামেরিকার জনগণ সরাসরি প্রেযিড্যান্ট, ভাইস প্রেযিড্যান্ট নির্বাচন করে না। এঁরা ভৌটের মাধ্যমে তার পছন্দের দলের ইলেক্টরদের উপর দেশের প্রেযিড্যান্ট, ভাইস প্রেযিড্যান্ট নির্বাচনের দায়িত্ব অর্পণ করেন। স্বাভাবিকভাবেই সেই ইলেক্টররা নিজেদের লোককেই নির্বাচিত করবেন যদি জয়ী হন। যেমন এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দল জয়ী হয়েছে। কাজেই আশা করা যায় ডেমোক্রেটিক ইলেক্টররা জনগণের আকাঙ্খা পূরণে সচেষ্ট থাকবেন এবং বাইডেন ও কামালা কে প্রেযিড্যান্ট ও ভাইস প্রেযিড্যান্ট হিসেবে নির্বাচিত করবেন।
ঠিক আছে। কবে উনারা ঠিক করবেন কে হবেন প্রেযিড্যান্ট, কে হবেন ভাইস প্রেযিড্যান্ট?
-- ডিসেম্বর মাসের ১৪ তারিখে এক সম্মেলনে একত্রিত হয়ে ভৌট দিয়ে প্রেযিড্যান্ট, ভাইস প্রেযিড্যান্ট নির্বাচন করবেন।
আচ্ছা, এই ইলেক্টররা যদি 'কোন কারণে' হেরে যাওয়া দলকে ভৌট দিয়ে দেন তখন কি হবে?
-- তখন সেই দল থেকে প্রেযিড্যান্ট, ভাইস প্রেযিড্যান্ট নির্বাচিত হয়ে যাবে যদি মোট ২৭০ জন ইলেক্টর একসাথে হয়ে যায়।
তাহলে তো ট্রাম্পের এখনো সুযোগ আছে।
-- ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত আছে। যদি আমাদের দেশের মতো 'চমক' দেখিয়ে ৬৬ জন ডেমোক্রেটিক ইলেক্টরের সাপোর্ট আদায় করতে পারেন, তাহলে আছে।
এটা কি আসলেই সম্ভব?
-- সম্ভব, তবে ১০-১৫ ভৌটের পার্থক্য নিয়ে পরাজিত হলে এর সম্ভাবনা বেড়ে যেতো। আগে এমন কয়েকবারই চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ২০১৬ এর নির্বাচনেই হয়েছে। রিপাবলিকান ৫ জন ইলেক্টর হিলারি কে সাপোর্ট দিয়েছিল, আবার ২ জন ডেমোক্র্যাট ইলেক্টর ট্রাম্পকে সাপোর্ট দিয়েছিল। আরও ৩ জন ভৌট দানে বিরত ছিল। সেবার রিপাবলিকান পার্টি ৩০৭ টা ইলেক্টোরাল ভৌট পাওয়ায় এতে কোন সমস্যা হয়নি ট্রাম্পের। অতীতের এ সমস্ত তিক্ত অভিজ্ঞতার কারণে ৩১ টা স্টেইট এখন নিয়ম করেছে যে নিজের দলকে ভৌট না দিলে ভৌট বাতিল হয়ে যাবে। দল থেকে বহিষ্কার, জরিমানা, পদ বাতিল ইত্যাদি শাস্তির সম্মুখীন হতে হবে। সুপ্রিম কৌর্টও এতে সায় দিয়েছে।
এরা তো তাহলে রাজাকার!
-- বলতে পারেন। তবে ওদের একটা নাম আছে, Faithless elector. অবিশ্বাসী নির্বাচক। আমি বলি অবিশ্বস্ত নির্বাচক।
এই ইলেক্টররা আসেন কোথা থেকে?
-- এরা দলের সাথে নানাভাবে জড়িত থাকেন, গুরুত্বপূর্ণ পদে থাকেন, বা প্রার্থীর কাছের কেউ, বা বর্ষীয়ান ত্যাগী সমর্থক। জাতীয় নির্বাচনের আগেই সব দল কেন্দ্রীয়ভাবে বা নির্বাচনের মাধ্যমে প্রতিটি স্টেইটে ইলেক্টরদের একটা প্যানেল তৈরি করে ফেলেন। আবার কোনও স্টেইটে জাতীয় নির্বাচনের সময়ই ইলেক্টরদের নির্বাচিত করা হয় একই ব্যালটে।
তাহলে বাইডেন যে ইতোমধ্যে ভাষণ দিয়ে ফেললো! আমরা কি আনন্দ করবো না?
-- মনে রাখবেন, popular vote এ বিভিন্ন স্টেইটে ডেমোক্রেটিক দল জয়লাভ করাতে সেই সব স্টেইটের সব ইলেক্টোরাল ভৌট বাইডেনই পাচ্ছেন। আর সেসব ভৌট যেহেতু তিনি পাচ্ছেন এতে করে তিনিই অফিসিয়ালি অ্যামেরিকার প্রেযিড্যান্ট এর দায়িত্ব নেবেন দুইমাস পর। এই মুহূর্তে শুধু এটা ভাবুন যে তিনি জয়ী হয়েছেন। অযথা টেনশ্যন নেবেন না।
শেষ একটা প্রশ্ন, 'ইলেক্টোরাল কলেজ'টা আসলে কি?
-- এই যে ইলেক্টরদের কথা হলো এতোক্ষণ, এই electoral college হচ্ছে তাঁদের নিয়ে শিক্ষা, গবেষণা, নিয়ম, আইন প্রনয়ণ, ইত্যাদি বিষয়ে চর্চা করার একটি প্রশাসনিক প্রতিষ্ঠান।
ভালো থাকুন সবাই।
২০২০ এর অ্যামেরিকার এই নির্বাচনের মতো আনন্দমুখর high octane ড্রামা সমৃদ্ধ দেশীয় একটি নির্বাচন দিনের আলোয় মঞ্চায়নের অপেক্ষায় থাকলাম।
০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৯
ডাব্বা বলেছেন: ডাব্বা আমি মারিনি।
২| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা টাইটেল সংশোধন করলে ভালো হতো। ট্রাম্পের বিদায় ঘন্টা বেজে গেছে। কোন ম্যাজিক হওয়ার সম্ভাবনা প্রায় শূণ্যের কোঠায়। ভালো থাকুন।
০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১১
ডাব্বা বলেছেন: লেখাটা বুঝতে পারেননি। আপনিও ভালো থাকুন।
৩| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, ওদের নির্বাচন সম্পর্কে সহজ সরল ভালো একটা ধারনা পাওয়া গেলো।
তবে আমাদের কোনো কাজে লাগবে না।
০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১৩
ডাব্বা বলেছেন: তা ঠিক। ধন্যবাদ।
৪| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: টাইটেলে বানান টা "প্রেযিড্যান্ট" না হয়ে "প্রেসিডেন্ট" হওয়া উচিত ছিলো, সেটাই বোঝাতে চেয়েছি। ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৯
ডাব্বা বলেছেন: "হা হা হা টাইটেল সংশোধন করলে ভালো হতো। ট্রাম্পের বিদায় ঘন্টা বেজে গেছে। কোন ম্যাজিক হওয়ার সম্ভাবনা প্রায় শূণ্যের কোঠায়। ভালো থাকুন।" - এর যে ব্যাখ্যা দিলেন তা আইনস্টাইনও বুঝতে পারতেন না।
"প্রেযিড্যান্ট" না হয়ে "প্রেসিডেন্ট" হওয়া উচিত ছিলো - আমি তো সমস্যা দেখছিনা। আরেকটু বুঝিয়ে বলবেন প্লিজ।
৫| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ট্রাম্প শেষ। তবে বেচারা যে স্ট্রোক করে মারা যায় নি তাই তার ভাগ্য।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩৫
ডাব্বা বলেছেন: আমার মনে হয় ট্রাম্প এই ইলেকশন নিয়ে অনেকদুর যাওয়ার চেষ্টা করবে। হয়তো সফল হবে না। তবে ২০২৪ এ অনেক পরিপক্ক রাজনিতিবিদ হয়ে ফিরবেন। যতটুকু জেনেছি তাকে আরকি।
৬| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪০
নেওয়াজ আলি বলেছেন: এখন হতে ট্রাম্প কাহিনী শেষ।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩৬
ডাব্বা বলেছেন: গুড।
৭| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
নূর আলম হিরণ বলেছেন: সহজে বুঝিয়েছে বেশ কিছু তথ্য।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩৭
ডাব্বা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮
অপু তানভীর বলেছেন: গতবার হিলারীর বেলাতেও এমন থিউরী দিয়েছিলো অনেকে ।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৫
ডাব্বা বলেছেন: এটা শুধুই থিয়োরি না কিন্তু। আইনের কথা। যদি কিনতে পারে ৬৬টা ভৌট তবে সম্ভব।
৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: এটা একটি একাডেমিক আলোচনা। আপনি যেভাবে বলেছেন, "যেভাবে ট্রাম্প এখনো প্রেযিড্যান্ট নির্বাচিত হতে পারেন"- আসলেও তিনি সেটা পারেন আইনী অর্থে, কিন্তু বাস্তবে সেটা হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। তবে এই পোস্টের মাধ্যমে আমাদেরকে বিষয়টি নিয়ে ভাবার এবং আইনের সঠিক বিধানগুলো জানার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আর পোস্টের শেষ কথাটির জন্য আরো বেশি ধন্যবাদ। আমরাও সেই অপেক্ষাতেই আছি।
পোস্টে ভাল লাগা + +।
১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৩৬
ডাব্বা বলেছেন: আপনার মন্তব্যটির কারণে আমার পরিশ্রম সফল হলো। ঠিক এই আলোচনাটাই করতে চেয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
শিরোনামে যা বলতে চেয়েছিলেন, সেটা তো বুঝায়ে বলতে পারেননি, ডাব্বা মেরেছেন?