নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মানেই খরগোশ হতে হবে না

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬

মিস্টার চাঁদগাজীর কচ্ছপ ব্লগিংয়ের প্রেক্ষিতে লেখা।

যদিও বক্তব্যের মূল উদ্দেশ্যের সাথে একমত তবু প্রশ্ন রাখতে চাই, অনিয়মিত খরগোশ ব্লগার না নিয়মিত কচ্ছপ ব্লগার, কাকে আপনি, আমি আমাদের জীবনে বেশি চাইব? কার উপযোগিতা বেশি?

ব্লগ হতে পারে জীবন ঘনিষ্ঠ কিন্তু জীবন যদি ব্লগ সর্বস্ব হয়ে উঠে তাহলে সে জীবনে প্রাণ থাকে না। কারণ প্রাণের নানাবিধ চাহিদা থাকে এবং সেসব চাহিদা মেটাতে হয়। আর জীবনেই যদি প্রাণ না থাকে তাহলে ব্লগে প্রাণের সঞ্চার হবে কী করে?

ব্লগিং যারা করছে তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত পেশাজীবি, বেকার, সৌখিন বেকার, এমন আরও অনেকে আছেন। এঁর মোটামুটি সবাই শখের ব্লগার। নিজের কাজের ফাঁকে লিখেন। প্রশ্ন করেন। উত্তর দেন। নিশ্চয়ই কাজ থেকে সময় বাঁচিয়েও লিখেন অনেকে। হয়তো কাজ পাশে সরিয়েও সময় দেন কেউ। আর সব কমিটম্যান্ট তো আছেই।

সাথে সাথে বা দ্রুততম সময়ের মধ্যে উত্তর না পেলে কি কোন বড় বা ছোট ক্ষতি হয়ে যায়? ব্লগ তো মেসেঞ্জার না। চ্যাটরুমও না। ৯১১ না। কোন সমস্যার জরুরি সমাধানের ক্ষেত্র কি সৌখিন ব্লগিং হতে পারে?

আমার কাছে ব্লগ একটা house with character. এর একটা রাজকীয় ব্যাপার আছে। Friesian (ফ্রিয্যান) ঘোড়ার মত দৃষ্টিনন্দন চলাফেরা, রাজহাঁসের মরাল গ্রীবা বাঁকিয়ে চলা। নিস্তরঙ্গ। প্রয়োজনে ঘোড়ার ক্ষুরে ধুলার ঝড়। গ্রেইসফুল। ফেইসবুকে যা পাওয়া যাবে না।

তার বাসিন্দারাও তো এমনই হবে।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: মানুষের ব্যাস্ততা বেড়েছে। করোনার কারণেই ঘরবাড়ি নতুন করে চেনা হলো যেন। তবুও ব্যাস্ততা। ঘরে থেকেযি ব্যাস্ত।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫

ডাব্বা বলেছেন: করোনা আসলেই আমাদের অনেক কিছু নতুন করে চিনিয়েছে। তবু আশেপাশেই থাকুন।

২| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী কিংবা আপনি, কারও সাথেই দ্বিমত করছিনা, কারণ যার যার মতে নিজস্ব যুক্তি আছে। আর আপনার পয়েন্ট তো আপনি খুব সুন্দর করেই ব্যাখ্যা করেছেন। শেষের স্তবকটা পড়ে তো একজন ব্লগার হিসেবে বুকটা ফুলে গেল! লা জওয়াব!

কচ্ছপ ডিম পেড়ে চলে যায়, আর বাচ্চা টাচ্চা দেখতেও সাগর সৈকতে ভেড়ে না। মাঝে মাঝে এসে খরগোশ, হাতি, ঘোড়া, হাঁস, প্রজাপতি সবার সাথে কিছুটা আলাপ সালাপ করে গেলে মনে হয় মন্দ হয় না।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

ডাব্বা বলেছেন: হাহাহা। তবু্ও আসুন। আমি নিজেও এখন বাৎসরিক।
ভালো কথা, শার্টের বোতামগুলো শক্ত যেন হয় খেয়াল রাখবেন।

৩| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি তো আবারও ডাব্বা মেরে বসে আছেন; আমি ঈশপের গল্পের কচ্ছপ নিয়ে কথা বলিনি; আমি বলেছি ব্লগার খায়রুল আহাসান সাহেবের কচ্ছপের কথা।।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৬

ডাব্বা বলেছেন: আপনি আবারও বুঝতে পারেননি।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: এটা কি সহজ সরল পোস্ট দিয়েছেন? না কি খোঁচা দিলেন?

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:১০

ডাব্বা বলেছেন: একদম সাদাসিধে পৌস্ট। বিলিভ মি।

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মতে গাজীও ঠিক আবার আপনিও বেঠিক নন।
কোন লেখায় কেউ মন্তব্য করলে সৌজন্যতা হলো তার
জবাব বা প্রতি্ উত্তর করা।
তবে সব কাজ কর্ম ছেড়ে সাথে সাথেই তার জবাব লিখতে
হবে এমন দ্বায়বদ্ধতা নেই। ব্লগাররা এখানে শখের বসে
ব্লগিং করে, আয় রোজগারের জন্য নয়। তারতো কাজ কর্ম
করে খেতে হয়। সুতরাং কাজ কর্ম বাদ দিয়ে মন্তব্যের উত্তর
দেওয়াটা কি ঠিক হবে? তা ভছাড়া ক্যাচাল মার্কা মন্তব্যের
উত্তর না দেওয়াই শ্রেয় !

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৫

ডাব্বা বলেছেন: একমত।

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি আমার নিজেন জন্য লিখি, তবে আমার লেখা যারা পড়ের তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ সব সময়।


১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৯

ডাব্বা বলেছেন: আপনার লেখাগুলো ডায়রি লেখার মত। আমার ডায়রি পড়তে ভালো লাগে।

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: @ঠাকুরমাহমুদ,
ভাল বলেছেন। আমার মনের কথাটিই বলেছেন। আপনার কথাটি আমার ক্ষেত্রেও প্রযোজ্য।

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




খায়রুল আহসান ভাই, সালাম নিবেন। তাহলে বলতে হয় কিছুটা হলেও আমি আপনার মতো আর আপনি কিছুটা হলেও আমার মতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

ভালো কথা - আমার গতকালের নতুন পোস্ট টি পড়ে দেখতে পারেন আসলে আমরা খাচ্ছি কি?

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: @ঠাকুরমাহমুদ,
"আমার গতকালের নতুন পোস্ট টি পড়ে দেখতে পারেন আসলে আমরা খাচ্ছি কি?" - পড়েছি এবং মন্তব্যও করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.