নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম, দেশে ও মানুষে

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৪

বেরেনিসে ও রবার্তো।
দুজনেই আমার মেক্সিকান বন্ধু। বর্ন ইন মেক্সিকো, রেইজড ইন অ্যামেরিকা, ক্যানাডা। দুজনেই ভালো pan flute বাজায়। সুন্দর সব সুর তোলে।
মেক্সিকোকে খুবই ভালবাসে।


লুইজি আর বিয়েট্রিস ইটালিয়ান।
লুইজি গ্রাফিক‌ ডিজাইনার। বিয়েট্রিস আমার বন্ধু, সাংবাদিক। চমৎকার পিৎজা বানায়। ক্যানাডায় জন্ম ও বেড়ে উঠা।
ওরাও ইটালিকে খুব ভালবাসে।


সোনাই ও রেবতী বাংলাদেশি।
রেবতী 'ল্যাটকা খিচুড়ি' ভালো রান্না করে। হিন্দি সিনেমা পছন্দ করে। নেটফ্লিক্স দেখে। Born and raised in Bangladesh. দুজনেই বন্ধুবৎসল।
ওরা ইন্ডিয়া ও পাকিস্তানকে ভালবাসে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

আমি সাজিদ বলেছেন: চমৎকার ভাবে তুলনা দিয়ে দেখালেন ডাব্বা ভাই৷

এই সকালে আমার খুব প্রিয় একটা pan flute সিঙ্গেল আপনার জন্য। শুভ সকাল।


সকাল হোক সুন্দর। চোখ বন্ধ করে শুনে নিন।

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

ডাব্বা বলেছেন: চোখ বন্ধ না রেখে উপায় ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। উরুগুয়ের একটা গ্রুপ ইমবায়াকুনাস এর একটা পারফরম্যান্স এ প্রথম চিনেছিলাম প্যান ফ্লুট।

২| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশপ্রেম মহৎ গুণ।

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

ডাব্বা বলেছেন: অবশ্যই।

৩| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: স্বদেশপ্রেম 'ভেতরের ব্যাপার'।

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

ডাব্বা বলেছেন: গভীর তাৎপর্যপূর্ণ মন্তব্য।

৪| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট ভালো লাগলো

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

ডাব্বা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৩ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: চারিদিকে তো আমি প্রেম দেখি না। হিংস্রা দেখি, কাপুরুষতা দেখি।

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

ডাব্বা বলেছেন: তারপরেও আছে। না থাকলে সবকিছু ভেঙ্গে পড়ত।

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বদেশপ্রেমে অনেক আত্মত্যাগের প্রয়োজন - লোকদেখানো চেতনা স্বদেশপ্রেম নয়, ভণ্ডামি।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৫

ডাব্বা বলেছেন: লোকদেখানো চেতনা সর্বস্ব যেকোনো কিছুই ভন্ডামী।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২২

কালো যাদুকর বলেছেন: আপনার রূপক কবিতাটি ভাল হয়েছে। তবে কথা হচ্ছে, আমাদের এই গোলামি মানসিকতার পরিবর্তন কবে হবে? কিভাবে হবে? আমি তেমন আশা দেখছি না।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৭

ডাব্বা বলেছেন: কবিতা!
পরিবর্তন আসবে। আগামী ১০০ বছর পর পরিবর্তনের সূচনা হবে।

৮| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৯

কালো যাদুকর বলেছেন: রূপক পোস্ট। :D টাইপো

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

ডাব্বা বলেছেন: হাহাহা। ফানি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.