নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

টাইম হ্যায় আপকে পাস?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

অপরিচিত ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের সাথে আমার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ভাষা নিয়ে। ওরা হিন্দি বা উর্দুতে কথা শুরু করে বসে। আমি সে ভাষা জানি না জানি না, সেই ভাবনা তার নেই। আমার গায়ের রঙ এবং অন্যান্য শারিরীক লক্ষণের কারণে আমি তো দক্ষিণ বা মধ্য অ্যামেরিকারও হতে পারি। মধ্যপ্রাচ্যের বা ইটালিয়ান মনে হওয়াও বিচিত্র না। সেসব দেশের ভাষা তো আর হিন্দি না। কিন্তু কে শোনে কার কথা?

তৃতীয় একটি ভাষা জানা গর্বের ব্যাপার। সে ভাষায় কথা বলতে কারোই সমস্যা নেই কিন্তু ঝামেলা হয়ে যায় যখন কেউ আমাকে না জেনেই সেই তৃতীয় ভাষায় বাতচিত শুরুর মধ্যে সামন্তবাদের একটু ছোঁয়া থাকে যা মেনে নেয়া যায় না।

একদিন সকালে সাবওয়ে স্টেশনে ট্রেইনের অপেক্ষায় আছি। তিন মিনিট পর পরবর্তী ট্রেইন আসবে। ফ্রি খবরের কাগজ 'মেট্রো'তে চোখ বুলাচ্ছি। হন্তদন্ত হয়ে এক ছেলে ছুটে এসে জিজ্ঞেস করলো,-
ভাই সাব, টাইম হ্যায় আপকে পাস?
-- এক্সকিউজ মি?
টাইম হ্যায় আপকে পাস, টাইম?
-- হোয়াট ইজ দ্যাট?
ওহ ইউ ডৌন্ট স্পিক হিন্দি!
-- শ্যুড আই?
স্যরি, হোয়াট টাইম ইজ ইট?
-- এইট থার্টি ফোর

ধন্যবাদ দিয়ে বিদায় হলো।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬

পদ্মপুকুর বলেছেন: :D =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৭

ডাব্বা বলেছেন:

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: বেশিরভাগই এই কাম করবে না। তারা অত্যন্ত বিগলিত হয়ে হিন্দিতে এমন কী উর্দুতে বাতচিত শুরু করে দিবে। সবচেয়ে ভালো হয় খাস বাংলায় উত্তর দিলে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯

ডাব্বা বলেছেন: বাংলাদেশিদের এই এক বিরাট সমস্যা। হাত কচলানো আর বিগলিত হওয়া।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: হে হেহে----

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০

ডাব্বা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.