নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

আমার কোভিড ১৯ ভ্যাকসিন নেয়ার অভিজ্ঞতা

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

গতকাল বৃহস্পতিবার অপরাহ্ন ৩.৩০ এ কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নারী কন্ঠে সাদর সম্ভাষণ, টেম্পারেচার মেপে নিয়ে সুস্থতা বিষয়ে টুকিটাকি কয়েকটি প্রশ্ন করে ওয়েটিংরুমে নিয়ে গেল। অপেক্ষার মিনিট পাঁচেকের মধ্যেই জেফ এসে হাজির, নিয়ে বসাল ওর ডেস্কে। জেফ ডাক্তার, টিম লিডার। দিন কেমন যাচ্ছে, ক্লাস কেমন চলছে জানতে চাইল। খুব দুঃখ প্রকাশ করল এই বলে যে শিক্ষার্থীদের মানসিক চাপের সাথে আমাদের খাপ খাওয়াতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে।

এরপর ৭-৮ মিনিট আমাকে ভ্যাকসিন সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা দিল। এর ইতিহাস, গবেষণা, ভালো-মন্দ, ট্রায়াল, ইত্যাদি নিয়ে ছোটখাটো একটি আলোচনাই হয়ে গেল ওর সাথে। কোভিডের দুটো নতুন জাত, বৃটিশ ও সাউথ আফ্রিকার ভাইরাস দুটো নিয়েও কথা হলো। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট(variant)টার উপর এই ভ্যাকসিনের প্রভাব তুলনামূলকভাবে কম বলে জানলাম। আমার কয়েকটি প্রশ্নের কৌশলী উত্তর দিল। মিনিট ১৫ কেটে গেল এসবেই। কথা বলতে বলতে বিভিন্ন তথ্য দিয়ে একটি ফর্মও পূরণ করে ফেলল।

ভ্যাকসিন দিতে লাগল প্রায় তিন সেকেন্ড। বেইসিকলি ইন অ্যান্ড আউট। ডান(done).

ইনজেকশনের স্থানে অ্যান্টিসেপ্টিক স্ট্রিপ লাগাতে লাগাতে পরবর্তীতে কী করণীয় জেফ তা বুঝিয়ে বলল। বুঝলাম যে স্বাভাবিক খাওয়া দাওয়া ও জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। একসময় আমাকে জিজ্ঞেস করল আমি ভ্যাকসিনের শিশিটার কোনো ছবি তুলতে চাই কি-না স্যুভেনির হিসেবে রাখার জন্য। গত একটি বছর ধরে যাকে নিয়ে সারা পৃথিবীতে এতো কথা হচ্ছে তাকে কাছ থেকে দেখার সুযোগটি ছাড়তে চাইলাম না। সম্মতি দিতেই জেফ ভেতরে গিয়ে ভ্যাকসিনের একটা খালি শিশি এনে দিলো। আমিও চট করে ছবি তুলে নিলাম। (কানে কানে বলি, আমি আস্তে আস্তে ছবি পাগল লোক হয়ে যাচ্ছি।)।

জেফকে বিদায় জানিয়ে আরেকটি ওয়েটিংরুমে নিয়মানুযায়ী ২০ মিনিট বসে থাকার পর একজন নার্স/ডাক্তার এসে কুশল জানতে চাইল। সবকিছু ঠিক আছে বলতেই জানিয়ে দিল আমার দ্বিতীয় ডোজ কবে নিতে আসতে হবে। একটি রিমাইন্ডার স্লিপও হাতে ধরিয়ে দিলো। ওয়েটিংরুমে অপেক্ষারতদের আপ্যায়নের জন্য পানি, কলা, আপেল, কমলা ইত্যাদি যথেষ্ট পরিমানেই ছিল।

এখন সকাল ৭.০৮। ভ্যাকসিন নেয়ার পর ১৫ ঘন্টা ২৮ মিনিট পার হয়েছে। ভ্যাকসিনের স্থানের হালকা ব্যাথাটা বেশ ঘন হয়েছে। হাত দিয়ে চেপে ধরলে ব্যাথা বেশি লাগছে। কিল দিলে ককিয়ে উঠছি। শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে। চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি, হেঁটে বাসায় ফিরেছি। খিদে আগের মতোই আছে। চিন্তাভাবনার খেই হারাচ্ছে না। আলহামদুলিল্লাহ। ট্রল পৌস্ট গুলোকে এখনো অপছন্দ করছি। আবার বাবা হতে পারব কি-না এখনই বলা যাচ্ছে না। শুধু ইন্টারনেট হঠাৎ করে সমস্যা করছে। স্তন ও শিশ্নে কোনো পরিবর্তন লক্ষ্য করছি না।

তাহলে আর ভয় কী? নিয়ে নিন।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৮

জুন বলেছেন: খুব সুন্দর বর্ননা দিলেন টিকা নেয়ার, আর সিস্টেমও ভারী সুন্দর । মর্ডানার টিকা দিলেন মনে হলো । যাই বলেন অনেক উন্নত দেশের মত আমাদেরও দেশেও সল্প সামর্থ্যে ভালোভাবেই বিভিন্ন কেন্দ্রে টিকা দিচ্ছে।
টিকা নিচ্ছে যারা তাদের কোন অভিযোগ নেই।
আমাকে যদি শেষে বংগভ্যাক্সই নিতে হয় তাহলে দুঃখের সীমা থাকবে না /:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৮

ডাব্বা বলেছেন: জ্বি, মডার্না নিয়েছি আমি। শুনেছি বাংলাদেশেও খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে মানুষের। একটু মন্দ বা ভালো ব্যবহার অনেক কিছু বদলে দেয়। আমি আশা করি আপনারও চমৎকার অভিজ্ঞতা হবে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার হালকা জ্বর ভাব ও হাতে একটু ব্যাথা ছিল। শুভকামনা থাকলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০

ডাব্বা বলেছেন: আমি আড়াই মাস আগে ফ্লু ভ্যাকসিন নিয়েছিলাম। কোভিডের ব্যাথাটা ফ্লু'র চাইতে বেশি। ফ্লু'র টা বুঝতেই পারিনি।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:




আপনি কি ছাত্র?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০

ডাব্বা বলেছেন: জ্বি না।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: টিকা নেয়া না নেয়া নিয়ে যারা একটু দোটানায় আছেন, তারা হয়তো আপনার এ পোস্ট পড়ে টিকা নিতে উৎসাহিত হবেন।
আমিও নিয়েছি গত ১১ তারিখে। নেয়ার সময় একটা স্লিপে লিখে দিয়েছে পরবর্তী ডোজ নেয়ার জন্য ১১-৩-২১ তারিখে যেতে হবে। ইতোমধ্যে সরকারী ঘোষণা এসে গেছে, দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর নিতে হবে। এটা নিয়ে একটু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রথম ডোজের পর আমি কোন অসুবিধে অনুভব করিনি, কিন্তু আমার কয়েকজন বন্ধু তিন দিনের জ্বর ও মাথাব্যথায় ভুগেছে।
এ যাবত সরকারের টিকা কর্মসূচী বেশ ভাল ভাবেই এগিয়ে চলেছে বলে মনে হচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

ডাব্বা বলেছেন: মানুষ খুব ভয়ে আছে। দেশে, বিদেশে, সবখানেই।

ভাই, আপনারা কি নতুন করে মেসেজ পাবেন নতুন তারিখ এর? আমার দুই জন বন্ধুও একই কথা বলেছে, বাংলাদেশে, জ্বর ছিল। ওরা জ্বরের ঔষধ খেয়ে ঘুমিয়েছে। সম্ভবত নাপা।

দেশে প্রায় সবার অভিজ্ঞতাই বেশ মধুর।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন দেশে নিয়েছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

ডাব্বা বলেছেন: আমি ক্যানাডাতে নিয়েছি।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

ঢুকিচেপা বলেছেন: আগামীকাল অভিজ্ঞতার মুখোমুখি হবো ইনশাআল্লাহ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

ডাব্বা বলেছেন: হয়ে গিয়েছেন আশাকরি। জানাবেন আমাদের।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

নেওয়াজ আলি বলেছেন: টিকা দেওয়ার এবং নেওয়া নিয়ে এখনো কোনো বিশৃঙ্খলা হয়েছে বলে শুনি নাই। তবে টিকা নেওয়ার সময় কুদ্দস বয়াতির একটা মজার ছবি ন্যাটে ঘুরতেছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪০

ডাব্বা বলেছেন: বয়াতির ছবিটি দেখিনি।

দেশে আমাদের টিকাদান অভিজ্ঞতা কিন্তু অবিশ্বাস্যরকম সমৃদ্ধ। আশাকরি আপনারও ভালো অভিজ্ঞতা হবে।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কি শিক্ষক?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

ডাব্বা বলেছেন: জ্বি।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



কানাডায় কি পরিমাণ মানুষ টিকা পেয়ে গেছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৮

ডাব্বা বলেছেন: প্রায় ১৪ লাখ। এর মধ্যে ৩ লাখ ৭৫ হাজারের মতো মানুষের দুটোই নেয়া হয়েছে।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা আমি টিকা নেবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২১

ডাব্বা বলেছেন: গুড। সবারই উচিত নিয়ে নেয়া।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৮

শায়মা বলেছেন: আমি আজীবন ডক্টর থেকে এক কোটি মাইল দূরে থাকি। এমনকি মাথা ব্যাথা হলেও নাপা খাইনা। মাথায় তেল দিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ি। ইনজেকশন শুনলেই আমার দম বন বন লাগে :(

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৪

ডাব্বা বলেছেন: ডাক্তাররা থেকে দূরে থাকতে পারলে খুবই ভালো। আমার মাথা ব্যাথা হয় সময় মতো না খেলে আর পানি কম খেলে। সবসময় ভালো থাকুন।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কানাডার অভিজ্ঞতা এবং বাংলাদেশের
একরকম নাও হতে পারে ..................
তারপরও সবাই টিকা নিয়ে সমাজের নিরাপত্তা বৃদ্ধি
করুক, তাই কাম্য ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৫

ডাব্বা বলেছেন: আপনার সাথে একমত।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৯

সোহানী বলেছেন: দেশেও মনে হয় সবার মাঝে আতংকটা কেটে গেছে। আশে পাশের সবাইকেইতো দেখি টিকা নিয়েছে।

আমি কিন্তু এর জন্য সরকারের প্রশংসা করি। যেভাবে করোনা পরিস্থিতি লেজেগোবড়ে করেছিল তাতে বরং টিকার ব্যাবস্থা চমৎকারভাবে ম্যানেজ করেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৭

ডাব্বা বলেছেন: ঠিকই বলেছেন। একটু সময় লাগছে, কিন্তু ভয়টা কেটে যাচ্ছে। ব্যবস্থাপনার সুনাম করছে সবাই।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: সুন্দর বর্ণনা। তবে ছবি না খিচাইলে টিকা নেওয়ার বিশ্বাসযোগ্যতা কমে যায়! :)

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৮

ডাব্বা বলেছেন: হাহাহা। একটু আকর্ষণীয় হয় আরকি। ঐতিহাসিক ব্যাপার না?

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও দিয়েছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৯

ডাব্বা বলেছেন: চমৎকার। সব ঠিকঠাক ছিল তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.