নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেটের \'বরপুত্র\' সাকিব আল হাসান ও আমার দশটি প্রশ্ন

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২২

১) ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল কি সাকিব আল হাসানের চেয়ে কম মেধাবী ছিলেন?

২) আশরাফুলের কি লঘুপাপে গুরুদন্ড হয়েছিল?

৩) সাকিব আল হাসানের কি গুরুপাপে লঘুদন্ড হয়েছিল?

৪) আশরাফুল কি দুর্বল লবিইং(lobbying) কারণে পরাজিত হয়েছিলেন? সাকিব কি সবল লবিইং এর কারণে বারবার জয়লাভ করছেন?

৫) সাকিবের সামনে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতজানু? প্রবল প্রতাপশালী জ্যোতিষী পাপোন্দা অসহায়?

৬) একজন ব্যাক্তির(খেলোয়াড়) মন জুগিয়ে চলার উপমহাদেশীয় সংস্কৃতি থেকে বেরিয়ে না এসেও কি দেশিয় ক্রিকেটের সার্বিক মানোন্নয়ন সম্ভব?

৭) খেলার মাঠে এবং দর্শকের সাথে অভব্যতায় বাংলাদেশের কোন ক্রিকেটারটি এগিয়ে?

৮) থিয়োরেটিক্যালি বলছি, কোনও সমস্যায় সাকিব যদি আর ক্রিকেট খেলতে না পারেন তাহলে কি বাংলাদেশ ক্রিকেট মুখ থুবড়ে পড়বে? প্রস্তর যুগে ফিরে যাবে?

৯) ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, না-কি সবার উপরে ব্যাক্তি স্বার্থ বড়?

১০) ব্যাক্তি স্বার্থের পূজারিকে দিয়ে কি আখেরে দেশ লাভবান হয়?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি সেকেন্ড ডোজ টিকা দেয়ার পর, আপনার প্রশ্নের সংখ্যা কি বাড়বে?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৭

ডাব্বা বলেছেন: হা হা হা। সেকেন্ড ডোজের পার্শ্বপ্রতিক্রিয়া শুনেছি একটু বেশি শক্তিশালী। দেখা যাক।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ থেকে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩০

ডাব্বা বলেছেন: বাংলাদেশের এই একটা খেলাই সকালে কাজ থাকলেও রাত জেগে দেখি। কাজের ফাঁকে দেখি। না পারলে লাইভ খবরটা অন্তত পড়ি। খুব মন খারাপ বা খুব মন ভালো দুটোই এই খেলাটার কারণে হয়।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫২

সোহানী বলেছেন: তুলনা করতে চাই না। সাকিব তার জায়গায় আশরাফুল তার জায়গায়। তবে আমিও মনে করি আশরাফুল এর শাস্তিটা বেশী বেশি হয়েছে। একজন প্রতিভাবান খেলোয়ারকে হারালাম সামান্য কারনে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

ডাব্বা বলেছেন: আমরা আসলেই হারিয়েছি একটা প্রতিভা।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

জুন বলেছেন: চিটাগং টেস্টের সাকিবের ইনজুরিটা আমার কাছে এখন সন্দেহজনক মনে হয়। হয়তো হাল্কা পাতলা ব্যাথা পেয়েছিল কি পায়নি আইপিএল খেলার জন্য আর রিস্ক নিতে চায়নি। রাবাদা ছাড়াও ইংল্যান্ডের ফর্মে থাকা আরেকটি প্লেয়ারও দেখলাম বলেছে দেশের জন্য খেলা তার কাছে অগ্রাধিকার পাবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

ডাব্বা বলেছেন: আমারও তাই মনে হয়েছিল। সাকিবের অনেক কিছু সন্দেহজনক। জুয়াড়ির ব্যাপারটা কোনওভাবেই মেনে নেয়া যায় না।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই দেশ এত কিছু দিল.... নাম পরিচয়, এস্টাবলিশমেন্ট
আজ সামান্য ৩ কোটি টাকার পাল্লায় উঠে পড়লো দেশের পাল্লা ছেড়ে!!!
:(( X(

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়- রিভার্স হয়ে গেছে এখন -রাজনীতিতে যেমন ! খেলায়ও দেখলাম .....

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫

ডাব্বা বলেছেন: ইগজ্যাক্টলি।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০০

আমি সাজিদ বলেছেন: আশরাফুল সারাজীবন যত সুযোগ পেয়েছে কাজে লাগাতে পারেনি। ৯৯% ক্রিকেট বুঝদার একমত হবেন আশরাফুলের চেয়ে সাকিবের ক্রিকেটীয় মেধা বেশী। অবশ্য কেন একজন ব্যাটসম্যানের সাথে একজন অলরাউন্ডারের তুলনা হচ্ছে? আর যদি ব্যাটিং এর কথা বলেন অলক কাপালির চেয়ে বেটার কোন ব্যাটসম্যান বাংলাদেশের ইতিহাসে আসে নাই যার ব্যাট বল লাগার শব্দ গানের মতো শুনাতো

পাপন আমাদের বরপুত্র কন্যাপুত্র =p~


এইসব ক্রিকেটের সাথে দেশপ্রেম মেশানো বাদ দিলে কি হয়?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১

ডাব্বা বলেছেন: আশরাফুলের চেয়ে তামিম ইকবাল সম্ভবত অনেক বেশি সুযোগ পেয়েছেন। অলক কাপালি’র খেলাটা আমারও ভালো লাগতো, ভেবেছিলাম একটা দারুণ ভরসার জায়গা হবেন তিনি।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪

আমি সাজিদ বলেছেন: সব কিছুতেই দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম! কিন্ত দূর্নীতি আর চেতনাবাজি কিন্তু আমরা দেশপ্রেমের সাথে মেশাই না =p~

দুধের সাথে তেল কি মিশে? B:-)

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

ডাব্বা বলেছেন: এটাই কি স্বাভাবিক না যে আমরা সবকিছুতেই দেশপ্রেম খুঁজবো?

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

আমি সাজিদ বলেছেন: খেলাকে খেলা হিসেবে নিন। দেশপ্রেমের অংশ হিসেবে নয়। দেশপ্রেম বরং অন্য বড় বড় জায়গাগুলোতে দেখানো উচিত৷ যদি এতোই দেশপ্রেমিক হই আমরা, কই উইন্ডিজের সাথে হারার পর কেউ কি বলেছে বাংলাদেশ পরাজিত নাকি বলেছে বাংলাদেশ ক্রিকেট দল পরাজিত?

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৩

ডাব্বা বলেছেন: খেলা হিসেবেই নিয়েছি। তবে সবকিছু ব্যাখ্যা করে বুঝানো যায় না।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৯

অজ্ঞ বালক বলেছেন: জিনিয়াসগোরে নাকি কিছু ছাড় দেওন লাগে। তবে এইডা ডিপেন্ডস, সাকিব ছাড়াও টিক্যা থাকবে টিম। এই দুনিয়ায় সবকিছু রিপ্লেসেবল, ঐটা ছাড়া।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৬

ডাব্বা বলেছেন: হা হা হা। মজা পেলাম। হয়তো ঠিকই বলেছেন। কিন্তু জিনিয়াসদের ছাড়ের প্রায়শ্চিত্ত কিন্তু ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড করে যাচ্ছে।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশের এই একটা খেলাই সকালে কাজ থাকলেও রাত জেগে দেখি। কাজের ফাঁকে দেখি। না পারলে লাইভ খবরটা অন্তত পড়ি। খুব মন খারাপ বা খুব মন ভালো দুটোই এই খেলাটার কারণে হয়।

খেলা না দেখে বই পড়ুন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৮

ডাব্বা বলেছেন: পেশাটাকে আলাদা রাখতে চাচ্ছিলাম।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এতো প্রশ্নের উত্তর কে দিবে? আপনি নাকি আমরা? আচ্ছা, পরথমে আপ্নি দেন!


১) ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল কি সাকিব আল হাসানের চেয়ে কম মেধাবী ছিলেন?

২) আশরাফুলের কি লঘুপাপে গুরুদন্ড হয়েছিল?

৩) সাকিব আল হাসানের কি গুরুপাপে লঘুদন্ড হয়েছিল?

৪) আশরাফুল কি দুর্বল লবিইং(lobbying) কারণে পরাজিত হয়েছিলেন? সাকিব কি সবল লবিইং এর কারণে বারবার জয়লাভ করছেন?

৫) সাকিবের সামনে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতজানু? প্রবল প্রতাপশালী জ্যোতিষী পাপোন্দা অসহায়?

৬) একজন ব্যাক্তির(খেলোয়াড়) মন জুগিয়ে চলার উপমহাদেশীয় সংস্কৃতি থেকে বেরিয়ে না এসেও কি দেশিয় ক্রিকেটের সার্বিক মানোন্নয়ন সম্ভব?

৭) খেলার মাঠে এবং দর্শকের সাথে অভব্যতায় বাংলাদেশের কোন ক্রিকেটারটি এগিয়ে?

৮) থিয়োরেটিক্যালি বলছি, কোনও সমস্যায় সাকিব যদি আর ক্রিকেট খেলতে না পারেন তাহলে কি বাংলাদেশ ক্রিকেট মুখ থুবড়ে পড়বে? প্রস্তর যুগে ফিরে যাবে?

৯) ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, না-কি সবার উপরে ব্যাক্তি স্বার্থ বড়?

১০) ব্যাক্তি স্বার্থের পূজারিকে দিয়ে কি আখেরে দেশ লাভবান হয়?

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১০

ডাব্বা বলেছেন: এই প্রশ্নগুলি rhetoric প্রশ্ন ধরে নিন। শুনলেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.