নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

ভাষার ব্যবহারে সচেতনতা অপরিহার্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০২

আমার বন্ধু ও সহকর্মী ক্যাথরিন এর ক্লাস সিক্সে পড়ুয়া ছেলের সাথে রাস্তায় দেখা। বাসার দিকে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম,-
-- How are you?
Good.
-- Where did you go?
School.
-- How was school?
OK.
-- What did you do today?
Stuff.

ওর এই এক শব্দের উত্তর শুনতে শুনতে রাগ পেয়ে গেল। বললাম, 'Is that how you are learning to speak? I probably should talk to your mum. Tell her I shall drop by tomorrow'.

একথা শুনেই ভুত নেমে গেল ছেলের। হড়বড় করে কথা বলা শুরু হয়ে গেল।

'... , yes, mum was talking about you the other day. She cooked your favourite dish. She wanted to invite you. Mum said you have like ২০০ kids in your class. That's a very large class. You know, Mr Clarke fell sick in the class today. They called 911'.

আমি মনে মনে হাসি। এতক্ষণ কোথায় ছিলি?

'Are you still coming tomorrow ... '?

ভাষার ব্যবহারে যত্ন নেয়া উচিত বিশেষ করে ছোটদের সাথে কথা বলতে ভালো শব্দ এবং বাক্য ব্যবহার করা জরুরি। 'ফাটাফাটি' হইসে, 'তব্দা' লাগলো, 'জোস' সিনেমা, 'টাশকি' খাইসি, অস্থির, বেশি জোস, জট্টিল, কঠিন, পুরাই আউলা - এসব আড্ডার ভাষা হতে পারে। একটি নির্দিষ্ট গন্ডির ভাষা হিসেবেই এদের বেশি মানায়। এই ভাষা বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো বা কোনো বিশেষ কারণে বা উদ্দেশ্যে ব্যবহারই কাম্য। এদের বাসায় নিয়ে আসা অনুচিত। এবার বাংলাদেশে গিয়ে একটি নতুন শব্দ শুনলাম, 'প্যারা'! এর অর্থ জানি না। এটা কি ইংরেজি paranoid থেকে আসা নাকি অন্যকিছু, জানিনা।

এদিকে আবার অনেক আপু, খালাম্মা, আন্টিরা আছেন এককাঠি সরেস। বাচ্চা দেখলেই তাঁদের বোবায় ধরে, ”ওলে আমাল ছোনামণি, কি ছুন্দর হাছে আমাকে দেকে! কী যে আদল লাগে"!

এখানে 'আদল' এর কী আছে? দাঁত মুখ চেপে এই বিকৃত ভাষায় কথা বলা কেন, যেন পাকস্থলীর কোষ্ঠকাঠিন্য গলনালিতে এসে ঠেকেছে!

ভাষা শেখার জিনিস, শিখতে হয়, এমনকি মাতৃভাষাটিও। শুধু কবিতা আবৃতি বা খবর পড়ার জন্যই শুদ্ধ উচ্চারণ দরকার না। আর না জানার মধ্যে লজ্জার কিছু নেই। ইংরেজি, ফরাসি, আরবি, উর্দু, স্প্যানিশ ইত্যাদি যাদের মাতৃভাষা তারাও শুদ্ধ ভাষায় কথা বলে না। তাদেরও উচ্চারণে ত্রুটি থাকে, ব্যাকরণে অশুদ্ধতা থাকে, প্রয়োগে অসম্পূর্ণতা থাকে। ভাষার শুদ্ধ ব্যবহার চর্চা করে আয়ত্ব করতে হয়। অনর্গল বাংলা বা ক্রি(Cree) তে কথা বলতে পারা মানেই শুদ্ধ ভাষায় কথা বলা না।

বরেণ্য চিন্তাবিদ, ভাষাবিজ্ঞানী, ও দার্শনিক নোওম চমস্কি ভাষার গুরুত্ব বুঝাতে মন্তব্য করেছিলেন, "ভাষা শুধু অগুনতি শব্দের সমাহার না। ভাষা হচ্ছে একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য”। এ কথা বাংলাদেশিদের চাইতে বেশি আর কাদের জন্য প্রযোজ্য হতে পারে? ভাষা ভাষা করে সর্বস্ব বিলানো জাতি অথচ ভাষাটাই তার আয়ত্তের বাইরে থেকে গেল।

তাই ভাষার সদয় ও শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে সবারই সচেষ্ট হওয়া প্রয়োজন। যারা তা করবেন না লজ্জাটা বরং তাদেরই মানাবে দারুণ।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সংসদ এ কেমন ভাষা ব্যবহার হয়? তা কি কখনও শুনেছেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৭

ডাব্বা বলেছেন: একবার অধিবেশন দেখতে গিয়েছিলাম, একজনকে দেখলাম কৌতুক অভিনেতার মতো একবার এর কাছে আরেকবার তার কাছে দৌড়াদৌড়ি করছে। চাচাকে জিজ্ঞেস করে জানলাম যে উনি দেশের সর্বকনিষ্ঠ সদস্য। ভাষার বিষয়টি মনে নেই। আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি কিছু বলতে চান।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

ঢুকিচেপা বলেছেন: সু্ন্দর করে শুদ্ধ উচ্চারণে কথা বলা একটা আর্ট।

শ্রবণের মাধ্যমে প্যারা শব্দটার সাথে পরিচিত কিন্তু অর্থ জানি না।
দেখি কেউ অর্থ বলেন কিনা, জানার অপেক্ষায় থাকলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২০

ডাব্বা বলেছেন: আসলেই এটা একটা আর্ট। কেন যে মানুষ আরো সচেতন হয় না!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


টিকা দেয়ার পর থেকেই আপনি ডাব্বা মারছেন দেখি! শতকরা ৩০ জন বাংগালী লিখতে পড়তে পারেন না, তারা কি বলেন, উহার হদিস কে রাখবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২১

ডাব্বা বলেছেন: টিকা নেয়ার আগেও আপনি আমাকে এ কথা বলেছিলেন।

টিকা নিতে দেরি করে ফেলাটা ঠিক হচ্ছেনা আপনার।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৪

তানজীম আফরোজ বলেছেন: "ভাষা ভাষা করে সর্বস্ব বিলানো জাতি অথচ ভাষাটাই তার আয়ত্তের বাইরে থেকে গেল"....সুন্দর এবং যথেষ্ট যুক্তিযুক্ত কথা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২২

ডাব্বা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: ২১তারিখে পিকনিকের বাসে হিন্দি গান মাইকে বাজিয়ে পিকনিক করে এখন ভাষা দিবস পালন হয়

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২৮

ডাব্বা বলেছেন: খুবই বড় একটা গাধামি এটা।

তবে, এমনিতেই বলছি, কোনো একটা বিশেষ ভাষার প্রতি আমার ক্ষোভ নেই।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৪৮

জুন বলেছেন: সুন্দর ভাষায় কথা বলাটাও কিন্ত সৌন্দর্যের মাঝে পরে। এখানে লিখতে এসে আমি অনেক রকম
বিকৃত ভাষার ব্যাবহার শিখেছি। বাবার কর্মসুত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকেছি বলে অনেক আঞ্চলিক ভাষা আমার আয়ত্বে ছিল যা এখন অনেকটাই ভুলে গিয়েছি। অপেক্ষাকৃত দুর্বোধ্য চিটাগং এর ভাষা আমরা ভাইবোনরা ফ্লুয়েন্টলি বলতে পারতাম,এখন তার অনেক কিছুই বুঝি না। তবে বাংলাদেশের নাটকের সুত্রে বিভিন্ন আঞ্চলিক ভাষায় মেয়েদের ঝগড়া করাটা দেখতে দেখতে কেমন যেনো অরুচিকর মনে হয়।
ভালো লাগলো লেখাটি।
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

ডাব্বা বলেছেন: আমাদের ভাষা মানেই খিস্তিখেউর, এমনটা ভেবেই হয়তো বড় হবে আমাদের বাচ্চারা। টিভিতে শুদ্ধ বাংলায় নাটক বোধহয় আর হয়ই না। এটা জনপ্রিয় করেছিলেন যিনি, নামটা ভুলে গিয়েছি, সম্ভবত ৫১বর্তী ছিল সেই নাটকের নামটা।

ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো লেখাটি

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

ডাব্বা বলেছেন: ধন্যবাদ আপনাকে কাজী ফাতেমা।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

ডাব্বা বলেছেন: ধন্যবাদ জু'ল ভার্ন', আপনাকে দিয়েই আমার কল্পবিজ্ঞান জীবন শুরু।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

ফয়সাল রকি বলেছেন: ভাষা অবশ্যই শেখার ব্যাপার আছে। আমার গ্রামের অনেক মানুষ আমার নামটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না। প্রায়ই আমার নামে ও-কার লাগিয়ে ফেলে। রকিকে বলে রোকি! খুবই বিরক্তিকর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫২

ডাব্বা বলেছেন: শিক্ষকরা যদি প্রমিত বাংলায় কথা না বলেন তাহলে ছাত্ররা শিখবে কোথা থেকে? এই ছাত্ররা একদিন বাবা মা হবে, রকি কে রোকি বলতেই থাকবে।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৩

মেহেদি_হাসান. বলেছেন: প্যারা শব্দের অর্থ কি জানিনা তবে এটা ব্যাবহার করা হয় পেইন(pain) শব্দের অর্থে বা দুশ্চিন্তাগ্রস্ত অর্থে।
নুসরাত ফারিহার একটা গান বের হয়েছিল গানটার নাম "পটাকা"। এই পটাকা শব্দের অর্থ কি তা এখনো আমি জানিনা।

আপনার পোস্টটি ভালো লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

ডাব্বা বলেছেন: উনার গান শুনিনি আমি। তবে পটাকা সম্ভবত ধামাকা টাইপ শব্দ, সরাসরি হিন্দি থেকে আসা সিরিয়াল, বিজ্ঞাপনের কল্যাণে। বাংলায় পটকা। আমি ভুলও হতে পারি।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: আমি কিছু বলব না। আমি চুপ করে থাকব। জানেন তো বোবার কোনো শত্রু নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

ডাব্বা বলেছেন: বুদ্ধিজীবিরা শুনেছি এমনই হয়। হাহাহা

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: জোস টাসকি প্যারা এইসব শুনলে আমারও থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছা করে তবে আমালও কিন্তু আদল লাগে ভাইয়া। আমি মাঝে মাঝে তাই তোতলা হয়ে দাই। :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

ডাব্বা বলেছেন: হা হা হা হা।
আদলে আদলে বাদল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.