নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

আদম-হাওয়া থেকে বিবর্তনবাদ বিষয়ে জানতে চাই

১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৩৪

এখানে অনেক জ্ঞানী ও গুণী ব্যাক্তি আছেন যারা ধর্ম ও বিজ্ঞান বিষয়ে সমান পারদর্শী। আপনাদের সাহায্য কামনা করছি।

আমি মনে করি ধর্ম বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করলে ধর্ম আছে, বিশ্বাস না করলে ধর্ম নেই। আমি একজন বিশ্বাসী। তবে আদম (আঃ) ও মিসেস হাওয়া থেকে মানবজাতির উৎপত্তি ও বিস্তার/বিবর্তন বিষয়ে ধর্ম ও বিজ্ঞানের সম্মীলনে কোনও লেখা থাকলে আমি জানতে ও পড়তে আগ্রহী। সম্ভব হলে সাহায্য করুন।

ধন্যবাদ

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কানাডায় থাকেন, ইংরেজী ভাষার কি একটা প্রজেক্টের/গবেষণার দায়িত্বে আছেন, এবং সামু ব্লগের লেখকদের থেকে "হালাল বিবর্তন" জানতে চান? আমার মতে এটাকে ডাব্বা মারা বলা যেতে পারে।

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

ডাব্বা বলেছেন: এটা ১৬ বছর আগের ঘটনা।
এই ব্লগে অনেক গুণী লেখকের দেখা পেয়েছি গত ১৩ বছরে।

২| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



আদম হাওয়া ছিলো কিনা, বলা মুশকিল হবে; তবে, হালাল বিবর্তনের একটা সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ইসলামের ভেতরেই: হযরত মোহাম্মদ (স: ) যেই ধর্ম রেখে গেছেন, উহা হলো ইসলাম ও অনুসারীরা হলো মুসলিম; উনি নিশ্চয় (১) শিয়া (২) সুন্নী (৩) ওয়াহাবী (৪) আহমেদিয়া ধারাসমুহ সৃষ্টি করেননি। এই ধারাগুলোর মাঝে ১০০বছর যুদ্ধ চললে, এদের ফিজিওলোজী অনেকটা বদলে যাবে।

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

ডাব্বা বলেছেন: আমি প্রাণের বিবর্তন নিয়ে জানার চেষ্টা করছি।

গত ১৪০০ বছরে আপনার উল্লেখিত ধারা গুলো কতখানি বদলেছে? আগামী ১০০ বছরে এদের মধ্যে থেকে স্বয়ংসম্পূর্ণ ধর্ম বের হয়ে আসতে পারে কী?

৩| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি যদি ধর্ম বিশ্বাস করেন তবে আদম ও হাওয়া থেকেই মানবজাতির সৃষ্টি পথ পরিক্রমা শুরু হয়।

ডারউইনবাদ বা বিজ্ঞান যাই বলুক মানুষ থেকেই মানুষের উৎপত্তি বানর বা অন্য কিছু থেকে নয়।

আদম (আঃ) থেকে তার বংশধারার ধারাবাহিকতা রয়েছে তাই মাঝখানে মানুষ বানর হয়ে গেল কিভাবে ???

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

ডাব্বা বলেছেন: আমার বিশ্বাস আছে।

বিজ্ঞানকে বিশ্বাস করে সব বিশ্বাসী কিন্তু বিজ্ঞান বিশ্বাসীদের সব বিশ্বাসকে বিশ্বাস করে না।

পড়াশোনার সূত্র, বই, লিঙ্ক ইত্যাদি জানা থাকলে জানাবেন। ধন্যবাদ আপনাকে।

৪| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবার আগে বুঝতে চেষ্টা করুন বিশ্বাস কি সত্য ,নাকি তথ্য উপাত্ত যুক্তি প্রমান দিয়ে প্রতিষ্ঠিত কোন বিষয় সত্য।তার পর আদম হাওয়া কে খোজাখুজি করুন,পেয়ে যাবেন।

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

ডাব্বা বলেছেন: সব বিশ্বাস মিথ্যা না।
খুঁজাখুঁজি শুরু করতে চাচ্ছি। সেজন্যেই এই পৌস্ট।

৫| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আদম হাওয়া রুপকথা ভুলে যান।
বর্তমানে ফিরে আসুন। থাকুন।

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

ডাব্বা বলেছেন: রূপকথার মানুষের সাথে বিজ্ঞানের রাক্ষস খোক্কসদের মিল খুঁজতে চাইছি।

৬| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৪

সোনালি কাবিন বলেছেন: চাঁদগাজী বলেছেন:



আদম হাওয়া ছিলো কিনা, বলা মুশকিল হবে; তবে, হালাল বিবর্তনের একটা সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ইসলামের ভেতরেই: হযরত মোহাম্মদ (স: ) যেই ধর্ম রেখে গেছেন, উহা হলো ইসলাম ও অনুসারীরা হলো মুসলিম; উনি নিশ্চয় (১) শিয়া (২) সুন্নী (৩) ওয়াহাবী (৪) আহমেদিয়া ধারাসমুহ সৃষ্টি করেননি। এই ধারাগুলোর মাঝে ১০০বছর যুদ্ধ চললে, এদের ফিজিওলোজী অনেকটা বদলে যাবে।

=p~ =p~

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

ডাব্বা বলেছেন: মন্তব্যটি মজার ছিল।

৭| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আদি পুস্তক বা দ্য বুক অব জেনেসিস পড়ে দেখতে পারেন।তবে এটা সোনার পাথর বাটি খোঁজার মত হবে।

১৫ ই মার্চ, ২০২১ ভোর ৪:৩০

ডাব্বা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নিজের জন্যই কিছু বিষয়ে জানতে হয়, কোনও কিছু প্রমাণ করার উদ্দেশ্যে না।

৮| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪০

জুল ভার্ন বলেছেন: ধর্মীয় বিশ্বাস একান্তই যুক্তিহীন বিশ্বাস- তাই কোনো কিছুরই উতস খুঁজতে চাইনা, সরল মনে চেষ্টা করি সকল ফরজ পালন করতে।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:০৫

ডাব্বা বলেছেন: এটা সত্যি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনার চেষ্টা আল্লাহ কবুল করুন।

৯| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:০১

নতুন বলেছেন: একটা প্রশ্ন:-

ধরুন কেয়ামতের পরে সকল মানুষকে একত্র করে একটা পার্টির আয়োজন হলো। সেখানে কারুরই কাপড় চোপড় পড়া নাই।

এখন আপনি আদম এবং হাওয়া আ: কে কিভাবে চিনতে পারবেন?

১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:১০

ডাব্বা বলেছেন: আমি হয়তো উনাদের দেখতেই পারব না ভিড়ের মধ্যে। আর উনাকে সেখানে সেই অবস্থায় চিনে আমার লাভই বা কী? চেনার দরকারই বা কী?

বুঝতেই পারছেন আপনার প্রশ্নের উত্তর দিতে পারলামনা। স্যরি। আপনিই বলুন।

১০| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫২

এমেরিকা বলেছেন: কোরআন হাদীসে বিবর্তনবাদের সপক্ষে যুক্তি খুঁজতে যাওয়া একটা প্রথম শ্রেণীর বোকামি। বিজ্ঞান মেনে নেবার জিনিস। ধর্ম বিশ্বাসের জিনিস। বিজ্ঞানের সূত্র আপনি মেনে নেবেন, যদি তা প্রমাণ করা যায়। আর ধর্মীয় বিধি বিধান মানবেন একজন সুপারভাইজড অথরিটি আছে - এটা মেনে।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:১৪

ডাব্বা বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
আমি শুধু একটু বদলে নিতে চাই, বিজ্ঞান 'প্রমানের' জিনিস, ধর্ম বিশ্বাসের জিনিস - বলে।

১১| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:২২

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি হয়তো উনাদের দেখতেই পারব না ভিড়ের মধ্যে। আর উনাকে সেখানে সেই অবস্থায় চিনে আমার লাভই বা কী? চেনার দরকারই বা কী?

বুঝতেই পারছেন আপনার প্রশ্নের উত্তর দিতে পারলামনা। স্যরি। আপনিই বলুন।


দুনিয়ার বাকি সব মানুষের নাভী থাকবে শুধু তাদেরই থাকবেনা। কারন তারা দুজন কোন নারীর গর্ভে জন্ম নেননি।
তাদের বাকি সন্তানেরা সবাই আমাদের মতন প্রকৃয়াতেই দুনিয়াতে এসেছিলো।

২১ শে মার্চ, ২০২১ ভোর ৬:২৩

ডাব্বা বলেছেন: ধন্যবাদ। এটা কিন্তু জানতাম না। খুব ইক্সাইটেড ফিল করছি। আবারও ধন্যবাদ। স্যরি দেরি হয়ে গেল উত্তর দিতে। মাঝে মাঝে সময় করে উঠতে পারিনা।

১২| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ২:২১

নতুন বলেছেন: Click This Link

এই পোস্টে ড: রানার আলোচনা আছে দেখতে পারেন।

২১ শে মার্চ, ২০২১ রাত ১০:১১

ডাব্বা বলেছেন: ধন্যবাদ। দেখতে চললাম।

১৩| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর ওপর বিশ্বাস রাখুন।https://www.youtube.com/watch?v=80ixQbFd4eU

২১ শে মার্চ, ২০২১ রাত ১০:২০

ডাব্বা বলেছেন: ব্যাপারটি বিশ্বাস অবিশ্বাসের না। তূলনামূলক পড়াশোনা করার জন্য জানতে চাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ লিংকের জন্য। আমার সাহায্য হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.