নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

মোমবাতি জ্বালিয়ে পৃথিবী আলোকিত করা যায়না

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪৯

পরীমনি, পিয়াসা, বা মৌ এরা কেউই ক্রিমিনাল হিসেবে আইনের চোখে প্রতিষ্ঠিত না। এদের নামে মামলা নেই, সাজাপ্রাপ্ত নন। এরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের আইনের আশ্রয়েই আমাদের দামড়া শিশুদের 'ফাঁদে' ফেলে অসামাজিক কাজ চালিয়েছেন। আনভির, মোজাম্মেল বাবু, মামুনুলরা কি কাউকে ফাঁদে ফেলেনি? পরীমনিরা যদি রাতের রানী হন আনভিররা কি রাতের রাজা নন?

নিয়মিত মদ খাবেন, বিয়ারকে মনে করবেন কোনও ব্যাপার না, আর গাজা, বাবা, Ice(ক্রিস্টাল মেথ), হেরোইন একটু চেখে দেখবেন না তা কি হয়? এসব সার্ভ করার জন্যও তো সাকি দরকার। মাথা তো কান টানলেই আসে।

মাস্ক পড়েনি বলে কাউকে পুলিশ পিটালে যারা উল্লসিত হন, হেলেনা জাহাঙ্গীরদের গ্রেফতারে যারা আইনের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে বলে ঢেকুর তোলেন, তাদের সাবধান করে দিচ্ছি, একদিন আপনার বাসা থেকেও VAT69 এবং Jack Daniels পাওয়া যেতে পারে। একদিন আপনার গুহ্যদেশেও আবিষ্কার করবেন ডান্ডার অনুপ্রবেশ। সেদিনের জন্য আপনি প্রস্তুত তো?

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব শুধু জরুরি নয়, অপরিহার্য। অসৎ নেতৃত্ব অসৎ পরিবেশ তৈরি করে। অসৎ পরিবেশ অসৎ মানুষই জন্ম দেয়। অসৎ মানুষের দেশ কোনওদিন সভ্য হতে পারে না।

পরীমনিরা একেকটা প্রডাক্ট। এদের ব্যবহার করা হয়, নিজেদের প্রয়োজনেও এরা ব্যবহৃত হন। এরা ফ্যাক্টরি না। এদেরকে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এরা শিল্প। কিন্তু সকল অবস্থায় এদের পতিরা পুতপবিত্রই থেকে যান।

এদের পতিদের কথা বলুন।
এদের ভরনপোষণকারীদের নিয়ে লিখুন।
এদের সৃষ্টিকর্তাদের পথ রুদ্ধ করতে অবদান রাখুন।

দূর্বলের উপর ঝাঁপিয়ে পড়াতে কোনও বীরত্ব নেই। মোমবাতি জ্বালিয়ে পৃথিবী আলোকিত করা যায়না।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৭

বিটপি বলেছেন: নায়িকার বাসায় মদ পাওয়া যাবে - এটাই কি স্বাভাবিক নয়? পড়িমনির বাসায় মদ আবিষ্কার করে এরা কি এমন দুনিয়া উদ্ধার করে ফেলেছে?

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৬

ডাব্বা বলেছেন: মফের বোতল উদ্ধার, যেন এক বিশাল উদ্ধার!

২| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৯

সাসুম বলেছেন: নায়িকার বাসায় মদ, নেতার বাসায় অবৈধ অস্ত্র, ধার্মিকের মাথায় গু, সরকার দলীয় নেতার বাসায় টাকার পাহাড় আর বাংলাদেশের চালকের আসনে চোর বাটপার - এইসব কমন জিনিষ।

আপনার কথা ঠিক। মোম্বাতি জালাইয়া দুইন্যা আলোকিত করা যায় না। গেলে সব ধর্ম ব্যাবসার আলোতে দুনিয়া বহু আগেই আলোকিত অইয়া যাইত।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৭

ডাব্বা বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৫

শেরজা তপন বলেছেন: দেশী রাঘব বোয়াল-এর কথা শুনেই গেলাম! একটাও ধরা পড়লনা কখনো। ধরা পড়লেও জাল কেটে নাকি বেড়িয়ে যায়! বাংলাদেশের স্হানীয় মাছের তালিকায় রাঘব বোয়াল নামে কোন মাছ আছে?

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫১

ডাব্বা বলেছেন: যতদিন এই বোয়ালরা থাকবে, ততদিন রাতের রাজা রাণীরাও থাকবে। বোয়াল খাদক মাছ দরকার।

আপনার মন্তব্যটি খুব মনে ধরেছে।

৪| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫২

বিভ্রান্তিকর মস্তিষ্ক বলেছেন: সবচেয়ে বড় কথা এসব ঘটনায় আমরা যারা বাহবা দিচ্ছি তারা কিন্তু একবারও ভাবছি না যে আইনের শাসন বলে দেশে কিছু একটা আছে। যে ভাবে পরিমনি এর বাসায় অভিযান চালানো হলো এরকমটা কেন দেশের প্রতিষ্টিত মাদক ব্যাবসায়ীদের ক্ষেত্রে করা হয়না। তাহলে কি পরিমনিরাই বাংলাদেশের মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ করে

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৪

ডাব্বা বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইনের শাসন এখন একটা ক্লাব সংগঠন। সদস্যদের সেবা দেয়া হয়।

৫| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪২

*কালজয়ী* বলেছেন: মোমবাতি জ্বালিয়ে পৃথিবী আলোকিত করা যায়না, যায় কি????

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৫

ডাব্বা বলেছেন: কিছুটা পথ চলা যায়।

৬| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৮

অক্পটে বলেছেন: পরীমণি একটা গুটির চাল মাত্র। এই সরকার অন্যকিছু করছে কিছুদিন পর দেখবেন অবশ্যই। পরীমণির বাসায় মদ পাওয়া গেছে! মাইগড! আমিতো ভেবেছিলাম হাদিস কোরান বা জিহাদি বই পাওয়া যাবে। পাবলিককে যা গিলানো হচ্ছে তাই গিলছে বেকুবের দল।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৬

ডাব্বা বলেছেন: কোরান, হাদিস পাওয়া গেলে তো আরেক মুসিবত। দেশটাই মুসিবত হয়ে যাচ্ছে দিনদিন।

৭| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: পোস্টের শিরোনামটা খুব সুন্দর হয়েছেঃ "মোমবাতি জ্বালিয়ে পৃথিবী আলোকিত করা যায়না"
অরুণোদয় প্রয়োজন। অরুণোদয় হলেই তমসা কেটে যাবে।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯

ডাব্বা বলেছেন: ধন্যবাদ ভাই। অরুণোদয়ের অপেক্ষায় তমসা যে আর কাটে না। ৫০ বছর হয়ে গেল। কবে সাবালক হব?

৮| ০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৬

ফুয়াদের বাপ বলেছেন: অকপটের মন্তব্যটা সঠিক মনে হচ্ছে। কোথাও এমন নতুন কিছু হচ্ছে না তো। রোহিঙ্গা ইস্যু/করোনার টিকার সল্পতা/কুটনৈতিক কিছু। কি জানি ভাই ম্যাঙ্গো-পিপল যা খাওয়ায় তাই গিলে খাই।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০১

ডাব্বা বলেছেন: একমত আমিও। শেরজা তপন ও চমৎকার বলেছেন।

৯| ০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: পরী মনির ঘরে মদ থাকলে সমস্যা কি?
ঢাকা শহরে মদ খোরের অভাব নাই। বহু ধনীর ঘরে মদ আছে। তাঁরা নিয়মিত খায়।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০১

ডাব্বা বলেছেন: মদ পাওয়াই একটা সাফল্য এই নপুংসকদের কাছে।

১০| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৬

সাজিদ! বলেছেন: রাজিব ভাই, মদের পাশাপাশি মাদক পাওয়া গেছে। এবার অনল চৌধুরীর কাছ থেকে একটা পোস্ট চাই। অনল চৌধুরী আপনি কোথায়?

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৩

ডাব্বা বলেছেন: আপনার ডাক জায়গামতো পৌঁছে গিয়েছে।

১১| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



প্রশাসন ডাব্বা মেরেছে

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৩

ডাব্বা বলেছেন: আমাকে রেহাই দেয়ার জন্য ধন্যবাদ।

১২| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

অনল চৌধুরী বলেছেন: ]সাজিদ! বলেছেন: রাজিব ভাই, মদের পাশাপাশি মাদক পাওয়া গেছে। এবার অনল চৌধুরীর কাছ থেকে একটা পোস্ট চাই। অনল চৌধুরী আপনি কোথায়? আপনি ডাকছেন জন্য উত্তর দিলাম।
দেশের সর্বস্তরের মতো এই ব্লগের ভিতরে পরীর পদলেহী কয়েকটা নোংরা নষ্ট নর্দমার কীট আছে, যারা তাদের উপাস্য পরীর কূকীর্তির বিরুদ্ধে সত্য ঘটনা লেখায় আমার বিরুদ্ধে নিকৃষ্টতম ষড়যন্ত্র করে এখানে লেখা বন্ধ করতে বাধ্য করেছে।
পরী নামধারী ধ্বংসকারী মাদক ব্যবসায়ী-পতিতা যে তাকে ধর্ষণের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছে, সেটা ১৪ই মে রাতে সারা বাংলাদেশে আামিই প্রথম বলেছিলাম । কিন্ত এখানকার কিছু ‍নির্বোধ প্রাণী , যারা চলচ্চিত্র বা সংস্কৃতি জগত সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না, তারা অন্ধভাবে এই পরীর পোষা ভৃত্যে পরিণত হয়েছিলো।
তখন আপনি এবং ঢাবিয়ান ছাড়া প্রায় সবারই তার জন্য দরদ উথলে উঠেছিলো, যার প্রমাণ এখনো এখানে আছে।
এদের মধ্যে আপনি সে ঘটনায় যে ভূমিকা রেখেছেন, সেটাও স্মরণীয় হয়ে থাকবে।
এখন যারা সেই লেখা সরিয়েছে, তারা এর ব্যাখা দিক। এবং এখন যে তারা মিথ্যাবাদী প্রমাণিত হলো, এজন্য তাদের কি শাস্তি হওয়া উচিত ?
অপরাধীকে যে সমর্থন করে , সে আরো বড় অপরাধী।
যারা আমার সত্য লেখার কারণে এবং পরী নামধারী দেশ জাতি সমাজ নষ্টকারী পতিতকে গ্রেফতার চাওয়ায় আমাকে এখানে নিষিদ্ধ করতে বলেছে, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।
এটা কোন দেশে বাস করছি, যেখানে ব্লগার নামধারী বিরাট শিক্ষিত-কবি নাধারী বিকৃত রুচির লোকজন পরিকল্পিতভাবে দেশ ধ্বংসকারী মাদক ব্যবসায়ী পতিতার জন্য দেশ-জাতি-সমাজ পরিবর্তন করতে চাওয়া দেশের একমাত্র বিপ্লবী লেখককে অপমাণিত করে !!!
এরা যে বাংলাদেশ সম্পূর্ণ ধ্বংস করতে চাচ্ছে, সেটা বোঝার মতো ক্ষমতা কি এদের আছে ????



০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৭

ডাব্বা বলেছেন: ধন্যবাদ মিস্টার চৌধুরী। নানা মত, নানা পথ কিন্তু লক্ষ্যটি এক, এই মতে আমি বিশ্বাস করি।

১৩| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: সরকারের হাতে কোন কাজ নাই,তাই অকাম করে বেড়ায়।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৮

ডাব্বা বলেছেন: কাজ আছে, করার শক্তি নাই।

১৪| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



এইসব আমাদের আরো দেখতে হবে। সামনে আরো আসবে আসতেই থাকবে। উপায় নেই।

১১ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৯

ডাব্বা বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.